এই মাছ জালে উঠলেই পৃথিবীতে প্রলয় আসে! আবার সমুদ্র থেকে উঠল ‘দানব’!

সিডনি: এমন এক মাছ, যা জালে ধরা পড়লেই প্রলয় আসে! অস্ট্রেলিয়ায় দুজন জেলে এমন একটি মাছ ধরেছেন যা খুবই বিরল। এই ধরনের প্রাণী সমুদ্রে দেখা যায় খুব কমই। অনেকে মনে করেন, কোনও বিপর্যয় ঘটার আগে এই মাছের দেখা পাওয়া যায়।

বিজ্ঞানীরা এই গল্পগুলিকে নিছক গুজব বলে মনে করেন। কিন্তু যারা এই ধরনের বিশ্বাস করেন তারা এই ব্যাপারগুলি গুরুত্ব সহকারে দেখেন। আমরা যে মাছের কথা বলছি তা নিয়ে চীনের মতো দেশে অনেক ধরনের গল্প প্রচলিত আছে।

আরও পড়ুন- শিড়দাঁড়া বেয়ে ঠান্ডা স্রোত! ছিপে এ কী ধরা পড়েছে? গায়ে যেন বাল্ব জ্বলছে, তারপর?

কথিত আছে, যখন এই মাছ দেখা যায় তখন কোনও না কোনও প্রাকৃতিক বিপর্যয় ঘটে। এবার অস্ট্রেলিয়ায় ধরা পড়েছে ডুমসডে ফিশ। ডেইলি মেইল ​​ওয়েবসাইট-এর প্রতিবেদন অনুযায়ী, কার্টিস পিটারসন এবং তাঁর এক বন্ধু অস্ট্রেলিয়ার টিউই দ্বীপের কাছে একটি বিশাল অরফিশ খুঁজে পেয়েছেন।

ফিশিং অস্ট্রেলিয়া টিভি-র ফেসবুক পেজে তিনি এই মাছের (অরফিশ ) ছবি পোস্ট করেছেন। এই দ্বীপ অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলে অবস্থিত ডারউইন থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে। অরফিশকে খুব বিরল বলে মনে করা হয়। কারণ তারা সমুদ্রের কয়েক হাজার ফুট নীচে সাঁতার কাটে।

ডেইলি মেইলের মতে, মাছটি ৩০০০ ফুট গভীরতায় থাকে। প্রায়ই এর মৃতদেহ সমুদ্রের তীরে ভেসে থাকতে দেখা যায়। এই মাছ ধরা খুব একটা সহজ কাজ নয়। তবে সোশ্যাল মিডিয়ায় অনেকেই বলছেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে এই মাছের ছবি তৈরি করা হয়েছে।

আরও পড়ুন- সাপ কি দুধ ভালোবাসে? উত্তর জানলে পায়ের তলা থেকে মাটি সরে যাবে

এই মাছ ১০ মিটার পর্যন্ত লম্বা হয়। এদের আকৃতি সাপের মতো। সমুদ্র দানব হিসেবে বিবেচিত হয় এই মাছ। এই মাছকে ডুমসডে ফিশ বলা হয়।

জাপানিরা বিশ্বাস করে, এগুলি সমুদ্রের সাপ। এই মাছ দেখা গেলে ভূমিকম্প হয়। সম্প্রতি ক্যালিফোর্নিয়ার সমুদ্র সৈকতে দেখা গিয়েছে এই মাছ। তার দুদিন পর শহরে ভূমিকম্প হয়। বিজ্ঞানীরা মনে করেন, এটা নিছক কুসংস্কার।