রিলের মাধ্যমে ভারতীয় রেলের শৌচাগারের তথৈবচ অবস্থা তুলে ধরলেন বিদেশি পর্যটক (Photo: Instagram)

রিলের মাধ্যমে ভারতীয় রেলের শৌচাগারের তথৈবচ অবস্থা তুলে ধরলেন বিদেশি পর্যটক; নেটিজেনরা বললেন, ‘বাজেট বাড়ান’

নয়াদিল্লি: প্রতি বছরই ভারতে বহু বিদেশি পর্যটকের সমাগম ঘটে। প্রায় সমস্ত জনপ্রিয় পর্যটনস্থলে বিদেশি পর্যটকদের ভিড় নজরে আসে। আমাদের দেশের ইতিহাস বিজড়িত এবং সাংস্কৃতিক ঐতিহ্যমণ্ডিত জায়গাগুলি তাঁরা উপভোগ তো করেনই, সেই সঙ্গে এখানকার সংস্কৃতিকে ভালবেসে মাসের পর মাস এখানে থেকেও যান। এমনকী, তাঁরা ভারত ভ্রমণের ভিডিও এবং ব্লগও বানিয়ে তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে থাকেন। আর আজকালকার দিনে আজব ভিডিও বেশ ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।

এমনিতে বিদেশি ভ্লগাররা ভারতের কন্টেন্ট বানাতে বেশ পছন্দ করেন। আজ এমনই এক মহিলা কন্টেন্ট ক্রিয়েটরের কথা বলব। আসলে তাঁর সাম্প্রতিক একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্য়াল মিডিয়ায়। আসলে ওই ভিডিওটি করা হয়েছে ট্রেনের শৌচাগারে। অর্থাৎ ভাইরাল রিলটিতে দেখা যাচ্ছে ট্রেনের শৌচাগার। মূলত ট্রেনের শৌচাগারের নোংরা এবং শোচনীয় অবস্থা দেখানোর জন্যই ওই রিলটি বানানো হয়েছে।

আরও পড়ুন– রীতিমতো ফাঁদ পেতে এটিএম থেকে টাকা চুরি! প্রতারণার অভিযোগে পুলিশের জালে বাবা-ছেলে

ওই বিদেশিনী কন্টেন্ট ক্রিয়েটরের প্রোফাইল থেকে বোঝা যাচ্ছে যে, তাঁর নাম ইরিনা মোরেনো। মার্কিন যুক্তরাষ্ট্র, রোমানিয়া এবং কানাডার নাগরিকত্ব রয়েছে ইরিনার। ভিডিও পোস্ট করে ক্যাপশনে তিনি লিখেছেন যে, ভারতের ট্রেনের সেকেন্ড ক্লাসে ওয়েস্টার্ন টয়লেট। ট্রেনের নম্বর ১২৯৯১। আর ট্রেনের নম্বর থেকে স্পষ্ট যে, উদয়পুর সিটি – জয়পুর ইন্টারসিটি এক্সপ্রেসে যাত্রা করছিলেন ইরিনা। সেই সময়ই ভিডিওটি তোলা হয়েছে।

রিলটি পোস্ট করার সঙ্গে সঙ্গেই তা ভাইরাল হয়ে গিয়েছে। ৫২ লক্ষেরও বেশি মানুষ ভিডিওটি দেখেছেন। বহু নেটিজেন আবার নানা মন্তব্য করে ভরিয়েছেন কমেন্ট বক্স। ৪২ হাজারেরও বেশি মানুষ লাইক দিয়েছেন। এক নেটিজেন মন্তব্য করেছেন, আপনি তো সেকেন্ড ক্লাসে ভ্রমণ করছেন। যা সবথেকে সস্তার মাধ্যম। আসল ছবিটা দেখানোর জন্য আমি আপনাকে ফার্স্ট ক্লাসে ভ্রমণ করার পরামর্শ দেব।

আরও পড়ুন– দীপাবলির জন্য ২০ হাজার টাকার মিষ্টি কিনেছিলেন, বাক্স খুলতেই এ কী বেরলো ! থানায় অভিযোগ দায়ের ক্রেতার

আবার অন্য এক ব্যবহারকারী জানান যে, আপনাদের মতো পর্যটকরা কেন সব সময় ভারতের নেতিবাচক দিকগুলি তুলে ধরেন। ভারতে কিন্তু দারুণ দারুণ এবং পরিচ্ছন্ন সব জায়গা রয়েছে। তৃতীয় এক নেটিজেন বলেন, জেনারেলই হোক অথবা ফার্স্ট এসি-ই হোক, শৌচাগারের পরিষেবা সব জায়গায় সমান হওয়া উচিত।

যদিও ইরিনা আরও একটি শৌচাগারের ভিডিও পোস্ট করেছেন। সেটি অবশ্য ফার্স্ট ক্লাস ট্রেনের শৌচাগারের ভিডিও। যার ক্যাপশনে তিনি লিখেছেন যে, আমার আগের পোস্টের পরবর্তী পোস্ট এটি। ভারতের একটি ট্রেনের ফার্স্ট ক্লাসের ওয়েস্টার্ন টয়লেট। ট্রেন ১২৪১৩।