গান গেয়ে হিট গৃহশিক্ষক

Viral News: শখের বশেই অভিনয় থেকে গান! ভাইরাল হাওড়ার এই গৃহশিক্ষক

হাওড়া: গান ভালবেসে গান শুনেই গাইতে শেখা! শিক্ষা গুরুর হাত না ধরেই গানের জগতে প্রবেশ। প্রত্যন্ত গ্রামের যুবকের গান সোশ্যাল মিডিয়ায় দারুন জনপ্রিয়তা পেয়েছে। যুবকের বহুমুখী প্রতিভায় মুগ্ধ করছে সকলকে। গৃহশিক্ষকের গলায় মিষ্টি গান। পাড়া-প্রতিবেশী তো বটেই। গানের আবদার করে বসে ছাত্র ছাত্রীও। প্রাইভেট টিউশনের পাশাপাশি গান অভিনয় আবার কখনও অবসর সময়ে খাতা পেনসিল নিয়ে ছবি আঁকার নেশা রয়েছে। পেশাগত দিকে গৃহশিক্ষক। কিন্তু গানের প্রতি রয়েছে তাঁর আলাদা টান। চরম ব্যস্ততার মধ্যে থেকে সময় খুঁজে নিয়ম করে চলে গান চর্চা। শৈশব থেকেই গান শুনতে ভালবাসা।

আরও পড়ুনঃ অল্প বয়সেই পিঠে-কোমরে অসহ‍্য ব্যথা? দুর্বল হয়ে যাচ্ছে মেরুদন্ড! এই ৩ অভ‍্যাস নেই তো? 

তারপর, একটু একটু করে অগাধো গানের সমুদ্রে ডুব দেওয়া। এক সময় যে সমস্ত মানুষ গান শুনে বিরক্ত বোধ করত। তাদের মধ্যে থেকেই গান শোনার আবদারও আসে। তাতে আরও বেশি করে গান গাইতে আগ্রহ বা উৎসাহ পায় শুভ। শুধু গান নয়, অভিনয়ের প্রতিও দারুণ আগ্রহ। স্থানীয় কয়েকজন বন্ধুদের সঙ্গে নিয়ে অভিনয়ের মাধ্যমে সচেতন মূলক ভিডিও তৈরি। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় নিজস্ব চ্যানেলে আপলোড করে অল্পদিনে বেশ জনপ্রিয়তা পেয়েছে। গুরু ধরে গান শেখার সৌভাগ্য হয়নি কখনও। তবে বেশ কয়েকজন বন্ধু মিলিত হয়। যারা গান শিক্ষা এবং গানের চর্চায় থাকেন। তাদের সঙ্গে মিলিত হয়ে নিজেদের ব্যান্ড তৈরি। এরপর নিজেরাই বেশ কিছু গান লেখা এবং তার সুর করে গেয়ে ফেলা।

প্রতিষ্ঠিত শিল্পী হয়ে বড় মঞ্চে গান গাওয়ার স্বপ্ন নিয়েই এগিয়ে চলেছে হাওড়ার শুভ মল্লিক। শৈশবে সেভাবে গুরুত্ব না পেলেও পরবর্তী সময়ে পরিবার আত্মীয়-স্বজন সকলেই ভীষণ উৎসাহ যোগায়। পরিবার বন্ধুবান্ধব মিলে অডিশনের জন্য উৎসাহিত করলেও হয়ে কখনও অডিশন দেওয়া হয়ে ওঠেনি বলেই জানায় শুভ। এ প্রসঙ্গে শুভ মল্লিক আরও জানায়, নিজে প্রতিষ্ঠিত হতে সরকারি চাকরি লক্ষ্যে রয়েছি। তবে ব্যক্তিগত ইচ্ছে, ভাল লাগা বলতে অভিনয় ও গান নিয়ে নিজেকে মানুষের মধ্যে মেলে ধরতে চাই।

রাকেশ মাইতি