লখবউ: বিদেশে কাজের জন্য পাসপোর্টের আবেদন করেছিলেন একজন ব্যক্তি। ঠিকানা যাচাইকরণ, পুলিশ অনুমোদন সহ সবকিছু সম্পন্ন হওয়ার পর, পাসপোর্ট ডাকের মাধ্যমে পাঠানো হয়েছিল। এই পর্যন্ত সব ঠিকই ছিল৷ সমস্যা শুরু হয় পিয়ন সেই পাসপোর্ট ঘরে পৌঁছে দিতে এলে৷ উত্তরপ্রদেশের লখনউ-এর ঘটনা৷ জানা গিয়েছে, পিয়ন 500 টাকা ঘুষ দাবি করে, প্রবল ঝামেলা তো করেইছে, পাসপোর্টও ছিড়ে দিয়েছে!
আরও পড়ুন: কফিনের মধ্যেই নড়ে উঠল মৃত শিশু, ছোট্ট হাত ধরল বাবার আঙুল, তারপর…বিস্তারিত জানুন
উত্তরপ্রদেশ মানে রোজ কিছু না কিছু লেগেই আছে৷ এবারের ঘটনা একবারে অদ্ভুত৷ জানা গিয়ে, যে ব্যক্তির পাসপোর্ট, সে সব ফর্ম্যালিটিই ঠিকভাবে পালন করেছিলেন৷ কিন্তু পিয়নের সঙ্গে ঘুষ দেওয়া নিয়ে প্রবল ঝামেলা হয়৷ প্রত্যক্ষদর্শীদের কথায়, ডাকপিয়ন এবং সংশ্লিষ্ট ব্যক্তির মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়। এতে ক্ষুব্ধ হয়ে ডাকপিয়ন পাসপোর্টের গুরুত্বপূর্ণ একটি পৃষ্ঠা ছিঁড়ে ফেলেন সেই ব্যক্তির সামনে। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েছে। এবং নেটিজেনরা ঘটনার তীব্র নিন্দা করেন৷
ক্ষতিগ্রস্ত ব্যক্তি ডাকপিয়নের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন। তদন্তে জানা গিয়েছে, ওই ডাকপিয়ন প্রতি পাসপোর্ট বিতরণের জন্য ১০০ টাকা ঘুষ নিতেন বলে অভিযোগ রয়েছে। তার কাজের বেতন পাওয়ার পরেও ঘুষ গ্রহণের অভিযোগে পুলিশ ব্যবস্থা নেবে কিনা, এই প্রশ্ন উঠতে শুরু করেছে। অনেকে এমনও বলেছেন, ভারতে সবই সম্ভব৷ এখানে ঘুষ ছাড়া কোনও কাজই সুস্থভাবে সম্পন্ন হতে পারে না?
আরও পড়ুন: নার্সারি ও কেজি ব্যাচের স্কুল ফি দেড় লাখ! ভাইরাল স্কুলের ফি স্ট্রাকচার, দেখুন ছবি
এই ঘটনার বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে, “অন্যান্য দেশগুলোতে কাজের জন্য ঘুষ নেওয়া হয়। কিন্তু আমাদের দেশে কাজ সম্পন্ন করতে ঘুষ নিতে হয়৷” অনেকে লিখেছেন, ভারতে মানুষ ভাল কাজ করুক বা খারাপ, ঘুষ না দিলে কোনও কিছুই হবে না।