খালি হাতে হাসতে হাসতে সাপ ধরলেন মহিলা

Viral News: যেন বাবুরাম সাপুড়ে! খালি হাতে হাসতে হাসতে সাপ ধরলেন মহিলা, অফিসের সবাইকে অবাক করে বললেন, ‘ভয় পাবেন না’

ছত্রিশগড়: অফিসের একদিকে লম্বা টেবিল। তাতে পরপর কম্পিউটার। ডাঁই হয়ে রয়েছে বইপত্র, কাগজ। কম্পিউটারের পিছনে উঁকি দিয়ে কিছু একটা খুঁজছেন এক মহিলা। পিছন থেকে আওয়াজ আসছে, ‘‘হ্যাঁ, হ্যাঁ, ওখানেই। কম্পিউটারের পিছনে লুকিয়ে পড়েছে মনে হচ্ছে।’’

মহিলার পরনে সালোয়ার কামিজ। চোখে চশমা। কাঁধে একটা কালো ব্যাগ আড়াআড়িভাবে ঝুলছে। দেখলে মনে হবে, কোনও ফাইল-টাইল খুঁজছেন বোধহয়। হঠাৎই বিদ্যুৎ গতিতে সামনে নিয়ে গেলেন বাম হাত। আর ছোঁ মেরে তুলে আনলেন একটা বড় সাপ। মুখে হাসি। ছত্তিশগড়ের বিলাসপুরের একটি অফিসের এই ভিডিওই এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুনঃ রাজার হালে দিন কাটছে মধ্যপ্রদেশের গাধাদের, ধরে ধরে মিষ্টি খাওয়াচ্ছে বাসিন্দারা, কারণ জানলে অবাক হয়ে যাবেন

হাতে লাড্ডু ধরার মতো করে সাপটি ধরে আছেন মহিলা। হাসি হাসি মুখে বলছেন, “বিষ নেই। বর্ষাকালে ইঁদুর ধরবে বলে বেড়িয়েছে। আপনারা ভয় পাবেন না।’’ এমন ‘বাবুরাম সাপুড়ে’ কস্মিনকালেও দেখেননি অফিসের কর্মীরা। তাঁদের চক্ষু চড়কগাছ। মহিলা শান্ত। তাঁর মুখে ভয়ের লেশমাত্র নেই। উল্টে হাসছেন। হাতে সাপ নিয়েই সবাইকে বোঝাচ্ছেন, কীভাবে সাপ সামলাতে হয়।

লেজ দিয়ে মহিলার হাতে পাক দিচ্ছে সাপ। সে দিকে হুঁশ নেই তাঁর। নির্বিকার চিত্তে একটা থলে বের করলেন তিনি। তারপর বড় সাপটিকে অনায়াস দক্ষতায় ঢুকিয়ে দিলেন থলের ভিতর। বেঁধে ফেললেন মুখ, “ব্যস, হয়ে গেল’’।

ভিডিওতে দেখা যাচ্ছে, সাপটা বেশ বড়। মহিলার সঙ্গে রীতিমতো লড়াই করছে। লেজ দিয়ে ক্রমাগত পাকিয়ে চলেছে হাত। থলেয় ঢোকানোর সময় ছোবল মারার চেষ্টাও করল। কিন্তু পাত্তা দিলেন না মহিলা। শুধু হাতটা সামান্য বাড়িয়ে দিলেন তিনি, ব্যস। গত ২৭ জুলাই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে এই ভিডিও পোস্ট করা হয়েছে। এক ইউজার লিখেছেন, “প্রথমে ভেবেছিলাম এইচ ডিএমআই কেবল ঠিক করতে এসেছে। তারপর দেখি এই কাণ্ড।’’

দু’দিনের মধ্যে ভিডিওর ভিউ ছাড়িয়েছে দু’লাখ। সবাই অবাক। সবাই ধন্য ধন্য করছেন মহিলার সাহসিকতার। এর আগে এভাবে সাপ ধরতে দেখেনি কেউ। একজন লিখেছেন, “যেভাবে সাপ ধরলেন যেন রকস্টার। নিজের কাজ নিয়ে অগাধ জ্ঞান না থাকলে এমন শান্ত থাকা যায় না।’’ আরেকজন লিখেছেন, “মহিলা সর্পবিশারদ আগে দেখিনি। তারওপর এমন শান্ত! ভদ্রমহিলাকে প্রণাম।’’