গঙ্গা ভাঙনে তলিয়ে যাওয়া ঘরবাড়ি 

Viral Video: ভয়ঙ্কর দৃশ্য! গঙ্গায় তলিয়ে ‌যাচ্ছে আস্ত পাকা বাড়ি! ভিডিও দেখলে শিউরে উঠবেন

মুর্শিদাবাদ: আবারও সামশেরগঞ্জের শিবপুরে শুরু হয়েছে ভয়াবহ গঙ্গা ভাঙন। গঙ্গা ভাঙনের আতঙ্ক যেন কিছুতেই পিছু হঠছে না সামশেরগঞ্জে। ইতিমধ্যেই ভয়াবহ গঙ্গা ভাঙনে তলিয়ে গিয়েছে প্রায় ১০০ মিটার এলাকা। আতঙ্কিত হয়ে উঠেছে এলাকার মানুষজন। বাড়ি ঘড় ছেড়ে আশ্রয় নিচ্ছেন অনেকেই খোলা আকাশের নিচে। সকাল থেকে ভাঙন দেখা দিলেও দেখা নেই প্রশাসনিক কর্মকর্তাদের।

জানা যায়, ভাঙন যেন এক নিত্য সঙ্গী সামশেরগঞ্জে। ভয়াবহ গঙ্গা ভাঙন শুরু হয়েছে সামশেরগঞ্জের নতুন শিবপুরে। প্রথমে আসতে ভাঙতে শুরু করল নদীপারের জমি। সেখান থেকে প্রায় ১০ মিটার দূরে ছিল সবুজ রঙের পাকা বাড়িটি। পরিবারের সদস্যরা ভাঙন তলিয়ে যেতে পারে আশঙ্কা করেই আগে থেকেই ঘরের জানালার গ্রিল থেকে গেটের সাটার সমস্ত কিছুই ভাঙতে শুরু করেন।মহিলা সদস্যরা ঘর থেকে শেষ সহায় সম্বল সড়িয়ে নিয়ে যেতে লাগে। সময় যত এগোতে থাকে গঙ্গা ভাঙনের রূপও তত ভয়াবহ হতে থাকে। কয়েক ঘণ্টার মধ্যে গঙ্গা চলে আসে বাড়িটিকে গিলে খেতে। সেই সময়ে যতটুকু সম্ভব ঘর থেকে জিনিসপত্র নিয়ে যেতে থাকেন পরিবারের সদস্যরা।

আরও পড়ুন-   মাত্র ৭ দিনেই জব্দ! ধমনী থেকে নিংড়ে বার করবে কোলেস্টেরল, শিরায় জমে থাকা ময়লা হবে সাফ, রোজ পাতে রাখুন এই খাবার

যদিও কিছুক্ষনের মধ্যে সবার চোখের সামনে হুড়মুড়িয়ে নদী গর্ভে তলিয়ে যায় আস্ত বাড়িটি। শুরু ওই বাড়িটিই নয় এখনও নদী গর্ভে বিলিন হওয়ায় আশঙ্কা রয়েছে বেশ কয়েকটি বাড়িও। সেই সব পরিবারের সদস্যরাও ইতিমধ্যেই ঘর থেকে জিনিসপত্র সরিয়ে নিয়ে যেতে শুরু করেছেন। সামশেরগঞ্জের নদীপারের বাসিন্দাদের ঘুম উড়েছে এই ভয়াল নদী ভাঙনে। প্রশ্ন উঠছে কবে স্থায়ী সমাধান মিলবে নদী ভাঙনের হাত থেকে বাঁচার।

আরও পড়ুন-   মাত্র ৭ দিনেই জব্দ! ধমনী থেকে নিংড়ে বার করবে কোলেস্টেরল, শিরায় জমে থাকা ময়লা হবে সাফ, রোজ পাতে রাখুন এই খাবার

সামশেরগঞ্জের ভাঙন কবলিত এলাকায় বালির বস্তার কাজ চললেও শিবপুর সকাল থেকে ভাঙন চললেও বালির বস্তার কাজ শুরু না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার মানুষ জন। কিছু দিন আগে বাজেট পেশ হলেও সেখানে বরাদ্দ হয়নি ভাঙন রোধের জন্য কোনও অর্থ। ফলে গঙ্গা ভাঙনের আতঙ্কে দিন কাটাচ্ছেন গ্রামের বাসিন্দারা।

কৌশিক অধিকারী