Viral Video: অজিঙ্কে রাহানের অবিশ্বাস্য ক্যাচ, অবাক হয়ে মাঠ ছাড়লেন বিরাট কোহলি

চেন্নাই: আইপিএল মানেই টোটাল ক্রিকেট। ব্যাট-বল-ফিল্ডিং সব বিভাগেই দেখা মেলে সেরার সেরা সব পারফরম্যান্স। বিশেষ করে বিগত কয়েক মরশুম ধরে আইপিএলের ফিল্ডিং অন্য উচ্চতায় পৌছে গিয়েছে। ২০২৪ আইপিএলের প্রথম ম্যাচেই দেখা গেল অবিশ্বাস্য এক ক্যাচ। যার শিকার হলে বিরাট কোহলি।

আরসিবি বনাম সিএসকের প্রথম ম্যাচে চাপের মুহূর্তে ব্যাটিং করছিলেন বিরাট কোহলি। ৩ উইকেট হারিয়ে ফেলেছিল চেন্নাই। চেনা ছন্দে দলকে টেনে নিয়ে যাচ্ছিলেন কোহলি। দলের ৭৭ ও ব্যক্তিগত ২১ রানের মাথায় অবিশ্বাস্য ক্যাচে আউট হন কোহলি। যা দেখে ক্রিজে দাঁড়িয়ে নিজেই অবাক হয়ে যান বিরাট কোহলি।

আরসিবির ইনিংসের ১১.২ ওভারে মুস্তাফিজুরের শর্ট লেন্থের বলে পুল মারেন বিরাট কোহলি। বাউন্ডারি লাইনে অনেক দৌড়ে গিয়ে সেই ক্যাচ স্লাইড করে দুরন্তভাবে তালুবন্দি করেন অজিঙ্কে রাহানে। কিন্তু স্লাইড করার কারমে তিনি বাউন্ডারি লাইনের কাছে চলে যান। স্লাইডরত অবস্থায় বল অপর ফিল্ডার ছুঁড়ে দেন। এই ক্যাচের ভিডিও এখন ভাইরাল নেট দুনিয়ায়।

আরও পড়ুনঃ KKR News: প্রথম ম্যাচের আগেই খারাপ খবর! মহাতারকাকে পাবে না কেকেআর? অশনি সংকেত রানার কথায়

প্রসঙ্গত, ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৩ রান করে আরসিবি। সর্বোচ্চ ৪৮ রান করেন অনুজ রাওয়াত। সিএসকের হয়ে একাই ৪ উইকেট নেন মুস্তাফিজুর রহমা। রান তাড়া করতে নেমে পারফেক্ট দলগত ব্যাটিংয়ের সৌজন্যে ৮ বল বাকি থাককে ৬ উইকেটে ম্যাচ জিতে নেয় সিএসকে। সর্বোচ্চ ৩৭ রান করেন রাচিন রবীন্দ্র।