Tag Archives: CSK vs RCB

IPL Playoffs Scenario: আইপিএল ২০২৪ প্লেঅফে জায়গা বাকি একটি, লড়াইয়ে ৪ দল, শনিতে ভাগ্য নির্ধারণ

শেষ ল্যাপে চলে এসেছে আইপিএল ২০২৪-এর লিগ পর্বের খেলা। কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস আগেই প্লেঅফের টিকিট পাকা করে ফেলেছিল। অপেক্ষা ছিল বাকি কোন দুই দল পৌছবে শেষ চারে।
শেষ ল্যাপে চলে এসেছে আইপিএল ২০২৪-এর লিগ পর্বের খেলা। কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস আগেই প্লেঅফের টিকিট পাকা করে ফেলেছিল। অপেক্ষা ছিল বাকি কোন দুই দল পৌছবে শেষ চারে।
বৃহস্পতিবার আইপিএলে ম্যাচ ছিল সানরাইজার্স হায়দরাবাদ ও গুজরাত টাইটান্সের। কিন্তু বৃষ্টির কারণে ম্যাচ ভেস্তে যায়। দুই দল ১ পয়েন্ট করে ভাগ করে নেয়। আর তাতেই আইপিএলের তৃতীয় দল হিসেবে প্লেঅফে পৌছে গেল হায়দরাবাদ।
বৃহস্পতিবার আইপিএলে ম্যাচ ছিল সানরাইজার্স হায়দরাবাদ ও গুজরাত টাইটান্সের। কিন্তু বৃষ্টির কারণে ম্যাচ ভেস্তে যায়। দুই দল ১ পয়েন্ট করে ভাগ করে নেয়। আর তাতেই আইপিএলের তৃতীয় দল হিসেবে প্লেঅফে পৌছে গেল হায়দরাবাদ।
প্যাট কামিন্সের দলের বর্তমানে ১৩ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে রয়েছে। সিএসকে ছাড়া আর কোনও দলের ১৫ বা তার বেশি পয়েন্ট অর্জন করার মত পরিস্থিতি নেই। সেই কারণেই প্লেঅফ পাকা হয়ে যায় এসআরএইচের। শেষ ম্যাচ জিতলে প্রথম দুইয়ে থাকার সুযোগও রয়েছে।
প্যাট কামিন্সের দলের বর্তমানে ১৩ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে রয়েছে। সিএসকে ছাড়া আর কোনও দলের ১৫ বা তার বেশি পয়েন্ট অর্জন করার মত পরিস্থিতি নেই। সেই কারণেই প্লেঅফ পাকা হয়ে যায় এসআরএইচের। শেষ ম্যাচ জিতলে প্রথম দুইয়ে থাকার সুযোগও রয়েছে।
এরপর চতুর্থ স্থানে রয়েছে সিএসকে। ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট। শেষ ম্যাচ খেলবে আরসিবির বিরুদ্ধে। আরসিবির ১৩ ম্যাচে ১২ পয়েন্ট। ফলে এই ম্যাচের ফলাফলের উপর নির্ভর করবে কোন দল চতুর্থ হিসেবে প্লেঅফে পৌছবে।
এরপর চতুর্থ স্থানে রয়েছে সিএসকে। ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট। শেষ ম্যাচ খেলবে আরসিবির বিরুদ্ধে। আরসিবির ১৩ ম্যাচে ১২ পয়েন্ট। ফলে এই ম্যাচের ফলাফলের উপর নির্ভর করবে কোন দল চতুর্থ হিসেবে প্লেঅফে পৌছবে।
দিল্লির ১৪ ম্যাচে ১৪ পয়েন্ট, লখনউয়ের ১৩ ম্যাচে ১২ পয়েন্ট রয়েছে। কিন্তু এই দুই দলের নেটরানরেট সিএসকে ও আরসিবির থেকে অনেকটা খারাপ। ফলে লখনউ শেষ ম্যাচ জিতলেও প্লেঅফে যাওয়ার সম্ভাবনা একেবারেই কম। দিল্লিরও একই অবস্থা। দুজনেকই তাকিয়ে থাকতে হবে সিএসকে বনাম আরসিবি ম্যাচের দিকে।
দিল্লির ১৪ ম্যাচে ১৪ পয়েন্ট, লখনউয়ের ১৩ ম্যাচে ১২ পয়েন্ট রয়েছে। কিন্তু এই দুই দলের নেটরানরেট সিএসকে ও আরসিবির থেকে অনেকটা খারাপ। ফলে লখনউ শেষ ম্যাচ জিতলেও প্লেঅফে যাওয়ার সম্ভাবনা একেবারেই কম। দিল্লিরও একই অবস্থা। দুজনেকই তাকিয়ে থাকতে হবে সিএসকে বনাম আরসিবি ম্যাচের দিকে।
সিএসকের নেট রানরেট +০.৫২৮ ও আরসিবির নেট রানরেট +০.৩৮৭। ফলে চেন্নাইয়ের এমনি জিতলেই প্লেঅফ পাকা হয়ে যাবে। আরসিবি প্লে-অফে যেতে হলে সিএসকে-কে অন্তত ১৮ রানে হারাতে হবে আরসিবির। আরসিবির যদি পরে ব্যাট করে তাহলে তাদের ১৮.১ ওভারেই লক্ষ্য অর্জন করতে হবে।
সিএসকের নেট রানরেট +০.৫২৮ ও আরসিবির নেট রানরেট +০.৩৮৭। ফলে চেন্নাইয়ের এমনি জিতলেই প্লেঅফ পাকা হয়ে যাবে। আরসিবি প্লে-অফে যেতে হলে সিএসকে-কে অন্তত ১৮ রানে হারাতে হবে আরসিবির। আরসিবির যদি পরে ব্যাট করে তাহলে তাদের ১৮.১ ওভারেই লক্ষ্য অর্জন করতে হবে।

IPL 2024 Playoffs: সিএসকে-র বিরুদ্ধে আরসিবি কত রানে বা কত ওভারে জিতলে প্লে অফে পৌছবে? কী বলছে পয়েন্ট টেবিলের অঙ্ক

টানা পাঁচ ম্যাচ জিতে আইপিএলে প্লেঅফের ওঠার আশা এখনও টিকিয়ে রেখেছে আরসিবি। লিগ পর্বের খেলায় বিরাট কোহলি ও ফাফ ডুপ্লেসিদের হাতে রয়েছে মাত্র একটি ম্যাচ। শনিবার চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শেষ ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে হারানোর পরই আরসিবি ফ্যানেদের মধ্যে কৌতুহল বেড়েছে কোনও অঙ্কে প্লেএফের দরজা খুলতে পারে তাদের জন্য।

বর্তমানে ১৩ ম্যাচে ৬ জয়, ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের পঞ্চম স্থানে রয়েছে আরসিবি। ১৮ মে সিএসকের বিরুদ্ধে বেঙ্গালুরুর মরণ-বাঁচন ম্যাচ। প্লেঅফে পৌছতে হলে বেঙ্গালুরুর চেন্নাইকে শুধু হারালে হবে না, জিততে হবে নির্দিষ্টি ব্যবধানে। প্রাথমিকভাবে যেটুকু বোঝা যাচ্ছে আরসিবি যদি সিএসকেকে ১৮ রানে হারায় তাহলেই রানরেটে এগিয়ে যাবে। তবে এর পাশাপাশি আইপিএলে আরসিবি বনাম সিএসকে ম্যাচের আগে আরও ৫টি ম্যাচ রয়েছে। এই ম্যাচগুলির ফলাফলই ঠিক করে দেবে প্লে অফের দৌড়ে আরসিবি বনাম সিএসকে-র ম্যাচ গুরুত্বপূর্ণ কি না।

আইপিএল প্লে অফের সমীকরণ জানার আগে জেনে নেওয়া যাক পয়েন্ট টেবিলের অবস্থান। কলকাতা নাইট রাইডার্স ১৯ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে এক নম্বরে এবং রাজস্থান রয়্যালস ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। এরপর ১৪-১৪ পয়েন্ট নিয়ে তিন নম্বরে ও চতুর্থ স্থানে রয়েছে চেন্নাই সুপার কিংস ও সানরাইজার্স হায়দরাবাদ। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, দিল্লি ক্যাপিটালস এবং লখনউ সুপারজায়ান্টসের ১২ পয়েন্ট রয়েছে। দলগুলি যথাক্রমে পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম স্থানে রয়েছে। আরসিবি ও দিল্লি ১৩টি ম্যাচ ও লখনউ ১২টি ম্যাচ খেলেছে। গুজরাট টাইটান্স , মুম্বই ইন্ডিয়ান্স ও পাঞ্জাব কিংসের বিদায় হয়ে গিয়েছে।

আরও পড়ুনঃ KKR vs GT: আহমেদাবাদে বৃষ্টি সুখবর আনল কেকেআরের জন্য! ম্যাচ না হওয়ায় নাইটদের বড় লাভ

ধরা যাক, আরসিবি বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচেই ফয়সালা হয়ে যাবে প্লে অফের চতুর্থ দল কে হবে। এমনটা হলে চেন্নাইয়ের রাস্তা তুলনামূলক সহজ হবে। এক রানে জিতে প্লে অফেও পৌঁছে যেতে পারে সিএসকে। আরসিবি প্লে-অফে যেতে হলে সিএসকে-কে অন্তত ১৮ রানে হারাতে হবে আরসিবির। আরসিবির যদি পরে ব্যাট করে তাহলে তাদের ১৮.১ ওভারেই লক্ষ্য অর্জন করতে হবে। এছাড়া আরসিবি বনাম সিএসকে ম্যাচে আগে এলএসজির বাকি দুটি ম্যাচ খেলা হয়ে যাবে। তাতে আরসিবির কাছে প্লেঅফের চিত্র আরও পরিষ্কার হয়ে যাবে।

RCB vs CSK: সিএসকের বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচের আগে আরসিবির বড় ধাক্কা, দলে হবে বিরাট বদল! জানুন বিস্তারিত

আইপিএল শুরুর দিকে দ্বিতীয় ম্যাচের পর থেটে টানা ৬ ম্যাচ হেরেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। অনেকেই মনে করেছিল বিদায় ঘণ্টা বেজে গিয়েছে বিরাট কোহলি, ফাফ ডুপ্লেসিদের। কিন্তু সেখান থেকে ঘুড়ে দাঁড়িয়ে পরপর ৫টি ম্যাচ জেতে এখনও প্লেঅফের দৌড়ে টিকে রয়েছে আরসিবি। আগামী ১৮ মে সিএসকের বিরুদ্ধে বেঙ্গালুরুর মরণ-বাঁচন ম্যাচ। কিন্তু তার আগে বড় ধাক্কা খেল আরসিবি।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে ইংল্যান্ডের খেলোয়াড়দের দেশে ফেরার নির্দেশ দিয়েছে ইসিবি। আইপিএলের আরসিবির ঘুড়ে দাঁড়ানোতে বড় ভূমিকা ন নিয়েছে উইল জ্যাকসের পারফরম্যান্স। কিন্তু গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগে জাতীয় দলের নির্দেশের কারণে আরসিবি ছাড়তে হতে পারে উইল জ্যাকসকে। যা বেঙ্গালুরু কাছে একেবারেই ভল খবর নয়।

গত কয়েক ম্যাচ ধরে দলে খেলছেন না রাইস টপলি। তবে দলের প্লেয়িং ইলেভেনে ঢোকার পর থেকেই দুর্দান্ত পারফর্ম করে যাচ্ছেন উইল জ্যাকস। তাই তার অনুপস্থিতিতে আরসিবিকে সিএসকে ম্যাচে বড় পরিবর্তন করতে হবে। উইল জ্যাকসের পরিবর্তে অন্য কোনও বিদেশি খেলোয়াড়কে দলে নিতে হবে আরসিবিকে। আরও একবার আরসিবির প্লেয়িং ইলেভেনে দেখা যাবে গ্লেন ম্যাক্সওয়েলকে। এবারের আইপিএল একেবারেই ভাল যায়নি ম্যাক্সির। ফলে ম্যাক্সওয়েলের কাছে ফের সুযোগ নিজেকে আরও একবার প্রমাণ করার।

আরও পড়ুনঃ KKR News: কেকেআরে নিজের সবথেকে বড় ভুল জানালেন গম্ভীর! এখন আফশোস করছেন কেকেআর মেন্টর

এক ঝলকে দেখে সিএসকের বিরুদ্ধে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সম্ভাব্য একাদশ: বিরাট কোহলি, ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), গ্লেন ম্যাক্সওয়েল, রজত পাতিদার, মহিপাল লোমরোর, ক্যামেরন গ্রিন, দীনেশ কার্তিক (উইকেটরক্ষক), স্বপ্নিল সিং, করণ শর্মা, মহম্মদ সিরাজ, লকি ফার্গুসন।

Viral Video: অজিঙ্কে রাহানের অবিশ্বাস্য ক্যাচ, অবাক হয়ে মাঠ ছাড়লেন বিরাট কোহলি

চেন্নাই: আইপিএল মানেই টোটাল ক্রিকেট। ব্যাট-বল-ফিল্ডিং সব বিভাগেই দেখা মেলে সেরার সেরা সব পারফরম্যান্স। বিশেষ করে বিগত কয়েক মরশুম ধরে আইপিএলের ফিল্ডিং অন্য উচ্চতায় পৌছে গিয়েছে। ২০২৪ আইপিএলের প্রথম ম্যাচেই দেখা গেল অবিশ্বাস্য এক ক্যাচ। যার শিকার হলে বিরাট কোহলি।

আরসিবি বনাম সিএসকের প্রথম ম্যাচে চাপের মুহূর্তে ব্যাটিং করছিলেন বিরাট কোহলি। ৩ উইকেট হারিয়ে ফেলেছিল চেন্নাই। চেনা ছন্দে দলকে টেনে নিয়ে যাচ্ছিলেন কোহলি। দলের ৭৭ ও ব্যক্তিগত ২১ রানের মাথায় অবিশ্বাস্য ক্যাচে আউট হন কোহলি। যা দেখে ক্রিজে দাঁড়িয়ে নিজেই অবাক হয়ে যান বিরাট কোহলি।

আরসিবির ইনিংসের ১১.২ ওভারে মুস্তাফিজুরের শর্ট লেন্থের বলে পুল মারেন বিরাট কোহলি। বাউন্ডারি লাইনে অনেক দৌড়ে গিয়ে সেই ক্যাচ স্লাইড করে দুরন্তভাবে তালুবন্দি করেন অজিঙ্কে রাহানে। কিন্তু স্লাইড করার কারমে তিনি বাউন্ডারি লাইনের কাছে চলে যান। স্লাইডরত অবস্থায় বল অপর ফিল্ডার ছুঁড়ে দেন। এই ক্যাচের ভিডিও এখন ভাইরাল নেট দুনিয়ায়।

আরও পড়ুনঃ KKR News: প্রথম ম্যাচের আগেই খারাপ খবর! মহাতারকাকে পাবে না কেকেআর? অশনি সংকেত রানার কথায়

প্রসঙ্গত, ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৩ রান করে আরসিবি। সর্বোচ্চ ৪৮ রান করেন অনুজ রাওয়াত। সিএসকের হয়ে একাই ৪ উইকেট নেন মুস্তাফিজুর রহমা। রান তাড়া করতে নেমে পারফেক্ট দলগত ব্যাটিংয়ের সৌজন্যে ৮ বল বাকি থাককে ৬ উইকেটে ম্যাচ জিতে নেয় সিএসকে। সর্বোচ্চ ৩৭ রান করেন রাচিন রবীন্দ্র।

CSK vs RCB: অধিনায়ক বদল হলেও দাপট একইরকম, আরসিবিকে ৬ উইকেটা হারাল ‘অভিভাবক’ ধোনির সিএসকে

চেন্নাই: অধিনায়ক বদলালেও বদল নেই চেন্নাই সুপার কিংসের দাপটে। ধোনির ছায়া দেখা গিল রুতুরাজ গায়কোয়াড়ের মধ্যে। তবে মাঠে খেলা নিয়ন্ত্রণ করত বেশির ভাগ সময় দেখা গেল সেই ধোনিকেই। গত মরশুমে চ্যাম্পিয়ন হয়ে যেখানে শেষ করেছিল সিএসকে, নতুন মরশুমে সেই ছন্দেই শুরু করল পাঁচবারের আইপিএল জয়ীরা। ব্যাটে-বলে দাপটের সঙ্গে পারফর্ম করে আইপিএল ২০২৪-এর প্রথম ম্যাচে আরসিবিকে ৬ উইকেটে হারাল সিএসকে। আইপিএলে প্রথম অধিনায়ক হিসেবে জয় দিয়ে শুরু করলেন রুতুরাজ গায়কোয়াড়। তবে ‘অভিভাবক’ এখনও বছর ৪২-এর লোকটাই।

ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় আরসিবি। কিন্তু মুস্তাফিজুর রহমান একাই ধস নামিয়ে দেন আরসিবির তারকাখোচিত ব্যাটিং লাইনে। ফাফ ডুপ্লেসির ৩৫ ও বিরাট কোহলির ২১ রান ছাড়া ব্যাঙ্গালোরের টপ অর্ডারে কেউ সম্মানজনক করতে পারেননি। একটা সময় ৭৮ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় আরসিবি। মুস্তাফিজুর একাই নেন ৪ উইকেট।

এরপর অভিজ্ঞ দীনেশ কার্তিক ও তরুণ অনুজ রাওয়াত মিলে দলের ইনিংসের রাশ ধরেন। একদিকে ঠান্ডা মাথায় ব্যাটিং করেন ডিকে। অপরদিকে মারকাটারি ইনিংস খেলেন অনুজ। ৯৫ রানের দুরন্ত পার্টনারশিপ করে আরসিবিকে লড়াই করার মত জায়গায় পৌছে দেন। ২৫ বলে ৪৮ রান করে ইনিংসের শেষ বলে রান আউট হন অনুজ রাওয়াত। ২৬ বলে ৩৮ করে অপরাজিত থাকেন কার্তিক। ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৩ রান করে আরসিবি।

রান তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং শুরু করে চেন্নাই সুপার কিংস। নির্দিষ্ট রানের ব্যবধানে উইকেট পড়লেও রানের গতিবেগ কমাননি সিএসকে ব্যাটাররা। রুতুরাজ গায়কোয়াড় ১৫, রাচিন রবীন্দ্র ঝোডডো ৩৭, অজিঙ্কে রাহানে ২৭, ড্যারিল মিচেল ২২ রান করে। তবে একটা সময় ১১০ রানে ৪ উইকেট হারানোর পর মনে হয়েছিল লক্ষ্যে পৌছতে চাপ হতে পারে চেন্নাইয়ের।

আরও পড়ুনঃ KKR News: প্রথম ম্যাচের আগেই খারাপ খবর! মহাতারকাকে পাবে না কেকেআর? অশনি সংকেত রানার কথায়

তবে এরপর রবীন্দ্র জাদেজা ও ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামা শিবম দুবে ঠান্ডা মাথায় ব্যাটিং করে দলের স্কোর বোর্ড এগিয়ে নিয়ে যান। প্রয়োজন আক্রমণাত্মক শটও খেলেন দুজনে। শেষ পর্যন্ত ১৮.৪ ওভারেই জয়ের লক্ষ্য়ে পৌছে যায় চেন্নাই সুপার কিংস। ২৮ বলে ৩৪ রান করে অপরাজিত থাকেন শিবম দুবে ও ১৭ বলে ২৫ রান করে অপরাজিত থাকেন রবীন্দ্র জাদেজা।

IPL 2024 CSK vs RCB: সিএসকে বনাম আরসিবি ওপেনিং ম্যাচ, রণনীতি থেকে সম্ভাব্য একাদশ, এগিয়ে কোন দল, রইল সব আপডেট

চেন্নাই: অবশেষে প্রতীক্ষার অবসান। ২২মার্চ শুক্রবার থেকে শুরু হতে চলেছে আইপিএল ২০২৪। প্রথম ম্যাচে চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে গতবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। গতবছর দুই দলের সাক্ষাৎ হয়েছিল মাত্র একবার। সেই ম্যাচে আরসিবিকে সহজেই হারিয়েছিল সিএসকে। অতীত ভুলে নতুন মরশুমে জয় দিয়ে শুরু করতে মরিয়া দুই দল।

আইপিএল শুরুর একদিন আগে অধিনায়কত্ব ছেড়েছেন এমএস ধোনি। সিএসকের নতুন অধিনায়ক হয়েছেন তরুণ রুতুরাজ গায়কোয়াড়। ফলে নতুন অধিনায়কের হাত ধরে কেমন শুরু করে ৫বারের আইপিএল চ্যাম্পিয়নরা সেদিকে নজর থাকবে সকলের। দলে চোট-আঘাত জনিত কিছু সমস্যা থাকলেও সম্পর্ণ শক্তির দল নিয়েই আরসিবির বিরুদ্ধে নামবে চেন্নাই।

অপরদিকে, মহিলা আইপিএল জিতলেও পুরুষদের প্রতিযোগিতায় ১৬ মরশুমেও সাফল্য আসেনি আরসিবির। এবার সেই ট্রফির খরা কাটাতে বদ্ধপরিকর ফাফ ডুপ্লেসি, বিরাট কোহলি, গ্লেন ম্যাক্সওয়েলরা। দলে ক্যামেরন গ্রিনের মত অলরাউন্ডার আসায় শক্তি আরও বেড়েছে। পেস বিভাগ সিরাজের সঙ্গে থাকবেন আলজারি জোসেফ। তবে স্পিন অ্যাটাক চিন্তায় রাখতে পারে আরসিবিকে।

পিচ রিপোর্ট: চিপকের পিচ বরাবরই স্পোর্টিং উইকেট হয়ে থাকে। তবে লো বাউন্স থাকে। স্পিনাররা এখানে বাড়তি সাহায্য পেয়ে থাকে। নতুন বলে সাহায্য থাকে পেসারদেরও। ব্যাটারদের জন্য মদত থাকে চিপকের উইকেটে। শুক্রবার সন্ধ্যায় চেন্নাইতে পরিষ্কার আকাশ থাকবে, তাপমাত্রা ২৯ ডিগ্রির কাছাকাছি থাকবে।

চেন্নাই সুপার কিংসেক সম্ভাব্য একাদশ: রাচিন রবীন্দ্র, রুতুরাজ গায়কওয়াড় (অধিনায়ক), অজিঙ্কা রাহানে, ড্যারিল মিচেল, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, এমএস ধোনি (উইকেটকিপার, শার্দুল ঠাকুর, দীপক চাহার, মুকেশ চৌধুরী, মহেশ থেকশানা।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সম্ভাব্য একাদশ: ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), বিরাট কোহলি, রজত পতিদার, গ্লেন ম্যাক্সওয়েল, ক্যামেরন গ্রিন, দিনেশ কার্তিক (উইকেটকিপার, মায়াঙ্ক ডাগর, বিজয়কুমার ব্যাশক, আলজারি জোসেফ, মহম্মদ সিরাজ, করণ শর্মা।

আরও পড়ুনঃ  IPL 2024 New Rules: আইপিএল ২০২৪-এর নিয়মে ৪টি বড় বদল! যা জানতেই হবে আপনাদের

ম্যাচ প্রেডিকশন: দুই দলের ব্যাটিং-বোলিং-অলরাউন্ডার সব বিভাগের শক্তি ও গভীরতা বিচার করলে, আরসিবির থেকে চেন্নাই সুপার কিংসকে আইপিএল ২০২৪-এর প্রথম ম্যাচে এগিয়ে রাখছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

লাইভ স্ট্রিমিং: সিএসকে বনমা আরসিবির আইপিএল ২০২৪-এর ওপেনিং ম্যাচ টিভিতে লাইভ দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। আর অনলাইনে লাইভ স্ট্রিমিং দেখা যাবে জিও সিনেমা অ্যাপ ও ওয়েবসাইটে।

Check Live updates আইপিএল ২০২৪ | পয়েন্ট টেবিল | রেজাল্ট | খবর
অরেঞ্জ ক্যাপপার্পল ক্যাপসর্বাধিক ছক্কা