Train Hits Bike Viral Video: ছুটে আসছে রাজধানী, সামনে চলে এলো বাইক! কী হল তার পর? দেখুন ভিডিও

#কলকাতা: লেভেল ক্রসিংয়ের গেট পড়া রয়েছে৷ তীব্র গতিতে ছুটে আসছিল ট্রেন (Train Hits Bike Viral Video)৷ কিন্তু তার মধ্যেই ঝুঁকি নিয়ে রেল লাইন পার করার চেষ্টা করছিল বাইক আরোহী এক যুবক৷ আর তার ফলও হল মারাত্মক৷ কার্যত বাইক সমেত ট্রেনের নীচে যেতে যেতে বেঁচে গেলেন ওই বাইক আরোহী৷ তবে রক্ষা পায়নি বাইকটি৷

ঘটনার এই ভিডিও-ই ট্যুইটারে পোস্ট করেন একজন৷ সেই ভিডিও ভাইরাল হতে সময় লাগেনি (Train Hits Bike Viral Video)৷ ভিডিও-তে যে ঘটনা ধরা পড়েছে, তা দেখে শিউরে উঠেছেন প্রত্যেকেই৷

আরও পড়ুন: গোলাপ হাতে ছাত্রীদের গান ‘তুঝ মে রব দিখতা হ্যায়’, হাউ হাউ করে কাঁদলেন শিক্ষিকা! দেখুন ভাইরাল ভিডিও

তবে ঘটনাটি কোথাকার সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি৷ তবে সূত্রের খবর এটি মুম্বইয়ের কোনও একটি জায়গার ঘটনা৷ আর যে ট্রেনটি ছুটে আসছিল, সেটি রাজধানী এক্সপ্রেস৷ যিনি এই ভিডিও পোস্ট করেছেন, ঘটনাচক্রে ঠিক একই ধরনের একটি ভিডিও তিনি গত বছরও পোস্ট করেছিলেন৷ সেবারেও ঝুঁকি নিয়ে লেভেল ক্রসিং পেরোতে গিয়ে এরকমই একটি ট্রেনের সামনে চলে এসেছিলেন আর এক বাইক আরোহী৷

গতকাল, সোমবার রাজেন্দ্র বি আকলেকর নামে এক ট্যুইটার ব্যবহারকারী এই ভিডিওটি পোস্ট করেন৷ সেখানে দেখা যাচ্ছে, একটি ব্যস্ত লেভেল ক্রসিংয়ের গেট পড়া রয়েছে৷ তার মধ্যেই রেল লাইন টপকে তাড়াতাড়ি এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন এক বাইক আরোহী৷ আর তা করতে গিয়েই নিয়ন্ত্রণ এবং ভারসাম্য হারিয়ে রেল লাইনের উপরে বাইক সমেত উল্টে পড়েন তিনি৷

আরও পড়ুন: শাড়ি আনতে ১০ তলা বারান্দা থেকে ছোট্ট ছেলেকে ঝুলিয়ে দিলেন মা! ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় নেটদুনিয়া…

এর পরমুহূর্তেই তীব্র গতিতে একটি ট্রেনকে ছুটে আসতে দেখা যায়৷ বরাতজোরে ওই যুবক রেল লাইন থেকে কয়েক হাত দূরে পড়েছিলেন৷ তাই ট্রেন চলে এলেও তার তলায় চলে যাননি তিনি৷ কিন্তু বাইকটি পড়েছিল লাইন ের গা ঘেঁষে৷ ট্রেনের ধাক্কায় মুহূর্তে সেটি বেশ কয়েক ফুট দূরে ছিটকে পড়ে৷ কোনওক্রমে সরে আসেন ওই যুবক৷ ভিডিও-তে পরিষ্কার, কোমরের কাছে কিছুটা চোট লাগে তার৷ তবে দুর্ঘটনার পর তিনি আর পিছনে ফিরে তাকানোর সাহস পাননি৷

ভিডিওটি যাঁরা দেখেছেন, তাঁদের অনেকেরই দাবি, ওই ট্রেনটি ছিল রাজধানী এক্সপ্রেস৷ অন্যান্য ট্রেনের তুলনায় যে ট্রেনের গতি অনেকটাই বেশি থাকে৷ এই ঘটনা থেকে ফের একবার প্রমাণিত হল, যতই সতর্কতামূলক প্রচার করা হোক না কেন, কিছু মানুষের ঝুঁকি নিয়ে রেল লাইন পারাপারের অভ্যাস বদলাবে না৷