Tag Archives: Rajdhani Express

Rajdhani Express Update: অয়েল ট্যাঙ্কারের থেকে কয়েক হাত দূরেই রাজধানী একই লাইনে, ভারতীয় রেল নিয়মের যে ফের দেখাল চমকে যাবেন

সাহুডাঙ্গীতে এক লাইনে দুটি ট্রেন। এক লাইনে তেল বোঝাই মালগাড়ির পেছনে চলে এসেছিল রাজধানী এক্সপ্রেস । রাঙাপানিতে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ধাক্কা মারার মত ঘটনা অবশ্য এড়ানো গিয়েছে। মালগাড়ির গার্ডের লাল পতাকা দেখে সাহুডাঙ্গীর কাছে ডিব্রুগড়গামী রাজধানী এক্সপ্রেস ঝাঁকুনি দিয়ে দাঁড়িয়ে যায়।
সাহুডাঙ্গীতে এক লাইনে দুটি ট্রেন। এক লাইনে তেল বোঝাই মালগাড়ির পেছনে চলে এসেছিল রাজধানী এক্সপ্রেস । রাঙাপানিতে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ধাক্কা মারার মত ঘটনা অবশ্য এড়ানো গিয়েছে। মালগাড়ির গার্ডের লাল পতাকা দেখে সাহুডাঙ্গীর কাছে ডিব্রুগড়গামী রাজধানী এক্সপ্রেস ঝাঁকুনি দিয়ে দাঁড়িয়ে যায়।
প্রত্যক্ষদর্শীদের দাবি দুটি ট্রেনের মধ্যে বড়জোর ১০০ থেকে ২০০ মিটার ফারাক ছিল। ঘটনার পর ওই লাইনে দীর্ঘক্ষণ ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। প্রায় আড়াই ঘন্টা পর দুটি ট্রেন কে পাস করিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয়। যদিও বিষয়টিকে বড়সড় ব্যাপার হিসাবে গুরুত্ব দিতে নারাজ রেলের আধিকারিকরা ।
প্রত্যক্ষদর্শীদের দাবি দুটি ট্রেনের মধ্যে বড়জোর ১০০ থেকে ২০০ মিটার ফারাক ছিল। ঘটনার পর ওই লাইনে দীর্ঘক্ষণ ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। প্রায় আড়াই ঘন্টা পর দুটি ট্রেন কে পাস করিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয়। যদিও বিষয়টিকে বড়সড় ব্যাপার হিসাবে গুরুত্ব দিতে নারাজ রেলের আধিকারিকরা ।
এদিকে সাধারণ যাত্রীদের এই কথা , ভয়কে অমূলক বলে উড়িয়ে দিয়েছে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেল৷ তাদের দাবি ১ কিমি পর্যন্ত এক লাইনে ট্রেন আসতেই পারে৷ ফলে অ্যাক্সিডেন্ট হওয়ার মতো কোনও পরিস্থিতি তৈরি হত না৷ পুরো ভয়ই অমূলক৷
এদিকে সাধারণ যাত্রীদের এই কথা , ভয়কে অমূলক বলে উড়িয়ে দিয়েছে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেল৷ তাদের দাবি ১ কিমি পর্যন্ত এক লাইনে ট্রেন আসতেই পারে৷ ফলে অ্যাক্সিডেন্ট হওয়ার মতো কোনও পরিস্থিতি তৈরি হত না৷ পুরো ভয়ই অমূলক৷
উত্তর পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কুমার শর্মা বলেন,
উত্তর পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কুমার শর্মা বলেন, “অটোমেটিক সিগন্যালিংয়ে একই লাইনে দুটো ট্রেন থাকা কোনও অস্বাভাবিক ব্যাপার নয় ৷ একই লাইনে দু’টো ট্রেন থাকতেই পারে । তবে মালগাড়িটির ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় সেটি দাঁড়িয়ে পড়েছিল । পেছনে গিয়ে সিগনাল না পেয়ে দাঁড়িয়ে পরে রাজধানী এক্সপ্রেসটি ।”
সোমবার দুপুর নাগাদ বেলাকোবা ও সাহুডাঙ্গির মাঝে আমবাড়ি মোরে ডাউন লাইনে একটি তেলবাহী মালগাড়ির ইঞ্জিন বিকল হয়ে গেলে, তা দাঁড়িয়ে পড়ে ৷ এরপর একই লাইনে চলে আসে ডিব্রুগড়-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেস । আমবাড়ি মোড়ের কাছে চালকের তৎপরতায় ওই মালগাড়ির একশো মিটার দূরে দাঁড়িয়ে পরে রাজধানী এক্সপ্রেসটি ।
সোমবার দুপুর নাগাদ বেলাকোবা ও সাহুডাঙ্গির মাঝে আমবাড়ি মোরে ডাউন লাইনে একটি তেলবাহী মালগাড়ির ইঞ্জিন বিকল হয়ে গেলে, তা দাঁড়িয়ে পড়ে ৷ এরপর একই লাইনে চলে আসে ডিব্রুগড়-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেস । আমবাড়ি মোড়ের কাছে চালকের তৎপরতায় ওই মালগাড়ির একশো মিটার দূরে দাঁড়িয়ে পরে রাজধানী এক্সপ্রেসটি ।
প্রত্যক্ষদর্শী রূপাই সাহা তিনি কর্মসূত্রে আম বাড়ির দিকে যাচ্ছিলেন। ঘটনার সময় তিনি ওই এলাকাতেই ছিলেন। তিনি বলেন, ‘হঠাৎ দেখি বিরাট ঝাঁকুনি দিয়ে রাজধানী ট্রেন থেমে যায়। ওই লাইনেই তাকিয়ে দেখি সামনে একটি তেলের ট্যাংকার দাঁড়িয়ে। গার্ড লাল ঝান্ডা দেখাচ্ছেন। একই লাইনে দুটি ট্রেন। একটু উনিশ বিশ হলেই ধাক্কা লেগে যেত।’
প্রত্যক্ষদর্শী রূপাই সাহা তিনি কর্মসূত্রে আম বাড়ির দিকে যাচ্ছিলেন। ঘটনার সময় তিনি ওই এলাকাতেই ছিলেন। তিনি বলেন, ‘হঠাৎ দেখি বিরাট ঝাঁকুনি দিয়ে রাজধানী ট্রেন থেমে যায়। ওই লাইনেই তাকিয়ে দেখি সামনে একটি তেলের ট্যাংকার দাঁড়িয়ে। গার্ড লাল ঝান্ডা দেখাচ্ছেন। একই লাইনে দুটি ট্রেন। একটু উনিশ বিশ হলেই ধাক্কা লেগে যেত।’

Rajdhani Express: ফের ভয়ানক পরিস্থিতি, রাজধানী এক্সপ্রেসের যাত্রীদের মধ্যে জীবন বাঁচানোর আতঙ্ক, অয়েল ট্যাঙ্কারের সঙ্গে এক লাইনে রাজধানী

বড়সড় দুর্ঘটনা থেকে বাঁচল দিল্লি-ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেস। তেলের ট্যাংকারের গার্ডের তৎপরতায় এদিন রক্ষা পেল অনেকেই । ঘটনাটি ঘটেছে এনজেপি থেকে আড়াই কিলোমিটার দূরত্বে সাহুডাঙ্গির কাছে।
বড়সড় দুর্ঘটনা থেকে বাঁচল দিল্লি-ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেস। তেলের ট্যাংকারের গার্ডের তৎপরতায় এদিন রক্ষা পেল অনেকেই । ঘটনাটি ঘটেছে এনজেপি থেকে আড়াই কিলোমিটার দূরত্বে সাহুডাঙ্গির কাছে।
ঘটনার জেরে রাজধানীর যাত্রীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছোন রেলের পদস্থ আধিকারিকেরা।
ঘটনার জেরে রাজধানীর যাত্রীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছোন রেলের পদস্থ আধিকারিকেরা।
কি জন্য এমন ঘটনা সেটা এখনও জানা যায়নি। তবে গোটা ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে রেল । ফের একই লাইনে দুটি ট্রেন চলে আসায় রেলের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
কি জন্য এমন ঘটনা সেটা এখনও জানা যায়নি। তবে গোটা ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে রেল । ফের একই লাইনে দুটি ট্রেন চলে আসায় রেলের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
প্রত্যক্ষদর্শী রূপাই সাহা বলেন, ‘হঠাৎ দেখি বিরাট ঝাঁকুনি দিয়ে রাজধানী ট্রেন থেমে যায়। ওই লাইনেই তাকিয়ে দেখি সামনে একটি তেলের ট্যাংকার দাঁড়িয়ে। গার্ড লাল ঝান্ডা দেখাচ্ছেন। একই লাইনে দুটি ট্রেন।’
প্রত্যক্ষদর্শী রূপাই সাহা বলেন, ‘হঠাৎ দেখি বিরাট ঝাঁকুনি দিয়ে রাজধানী ট্রেন থেমে যায়। ওই লাইনেই তাকিয়ে দেখি সামনে একটি তেলের ট্যাংকার দাঁড়িয়ে। গার্ড লাল ঝান্ডা দেখাচ্ছেন। একই লাইনে দুটি ট্রেন।’
বারবার দুর্ঘটনা ঘটলেও হেলদোল নেই উত্তর-পূর্ব সীমান্ত রেলের। প্রতিবারই তদন্তের পর উঠে আসছে পর্যাপ্ত কর্মীর অভাব ও রক্ষণাবেক্ষণের অভাবের তত্ত্ব। কিন্তু এরপরও কেন হুঁশ ফিরছে না উত্তর-পূর্ব সীমান্ত রেলের, সেটাই বড় প্রশ্ন।
বারবার দুর্ঘটনা ঘটলেও হেলদোল নেই উত্তর-পূর্ব সীমান্ত রেলের। প্রতিবারই তদন্তের পর উঠে আসছে পর্যাপ্ত কর্মীর অভাব ও রক্ষণাবেক্ষণের অভাবের তত্ত্ব। কিন্তু এরপরও কেন হুঁশ ফিরছে না উত্তর-পূর্ব সীমান্ত রেলের, সেটাই বড় প্রশ্ন।

Rajdhani express Howrah: হাওড়া ফিরছিল রাজধানী এক্সপ্রেস, ৫ জনের কাছে যা মিলল, সঙ্গেসঙ্গে গ্রেফতার! তুমুল চাঞ্চল্য

হাওড়া: ভোটের আগে ফের বিপুল পরিমাণ টাকা উদ্ধার হল ডাউন রাজধানী এক্সপ্রেস থেকে। রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া টাকার পরিমাণ ২৭ লক্ষ ২০ হাজার টাকা। এই ঘটনায় পাঁচ জনকে গ্রেফতার করেছে জিআরপি।

এদিকে, লোকসভা ভোটের মুখে ফের শহর কলকাতায় টাকা উদ্ধার করল আয়কর দফতর। চেতলায় ছাতু প্রস্তুতকারী সংস্থায় ২ দিন ধরে তল্লাশি অভিযান চালায় আয়কর দফতর। এরপর সেখান থেকে ৫৮ লক্ষ টাকা উদ্ধার করল আয়কর দফতর।

আরও পড়ুন: তখন মাঝরাত, কলকাতায় ফের টাকার পাহাড়! উদ্ধার আয়কর হানায়, কার বাড়ি থেকে? জেনে চমকে যাবেন

ইতিমধ্যে এই টাকা উদ্ধারের বিষয়ে নির্বাচন কমিশনকে জানানো হয়েছে বলে খবর। ভোটের মুখে ওই জায়গাতে কেন এত টাকা রাখা হয়েছিল, এই প্রশ্নের কোনও সদুত্তর দিতে পারেননি ব্যবসায়ী। আয়কর দফতর সূত্রে এমনই খবর। ঘটনাকে ঘিরে স্বাভাবিকভাবেই বাংলায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Train Hits Bike Viral Video: ছুটে আসছে রাজধানী, সামনে চলে এলো বাইক! কী হল তার পর? দেখুন ভিডিও

#কলকাতা: লেভেল ক্রসিংয়ের গেট পড়া রয়েছে৷ তীব্র গতিতে ছুটে আসছিল ট্রেন (Train Hits Bike Viral Video)৷ কিন্তু তার মধ্যেই ঝুঁকি নিয়ে রেল লাইন পার করার চেষ্টা করছিল বাইক আরোহী এক যুবক৷ আর তার ফলও হল মারাত্মক৷ কার্যত বাইক সমেত ট্রেনের নীচে যেতে যেতে বেঁচে গেলেন ওই বাইক আরোহী৷ তবে রক্ষা পায়নি বাইকটি৷

ঘটনার এই ভিডিও-ই ট্যুইটারে পোস্ট করেন একজন৷ সেই ভিডিও ভাইরাল হতে সময় লাগেনি (Train Hits Bike Viral Video)৷ ভিডিও-তে যে ঘটনা ধরা পড়েছে, তা দেখে শিউরে উঠেছেন প্রত্যেকেই৷

আরও পড়ুন: গোলাপ হাতে ছাত্রীদের গান ‘তুঝ মে রব দিখতা হ্যায়’, হাউ হাউ করে কাঁদলেন শিক্ষিকা! দেখুন ভাইরাল ভিডিও

তবে ঘটনাটি কোথাকার সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি৷ তবে সূত্রের খবর এটি মুম্বইয়ের কোনও একটি জায়গার ঘটনা৷ আর যে ট্রেনটি ছুটে আসছিল, সেটি রাজধানী এক্সপ্রেস৷ যিনি এই ভিডিও পোস্ট করেছেন, ঘটনাচক্রে ঠিক একই ধরনের একটি ভিডিও তিনি গত বছরও পোস্ট করেছিলেন৷ সেবারেও ঝুঁকি নিয়ে লেভেল ক্রসিং পেরোতে গিয়ে এরকমই একটি ট্রেনের সামনে চলে এসেছিলেন আর এক বাইক আরোহী৷

গতকাল, সোমবার রাজেন্দ্র বি আকলেকর নামে এক ট্যুইটার ব্যবহারকারী এই ভিডিওটি পোস্ট করেন৷ সেখানে দেখা যাচ্ছে, একটি ব্যস্ত লেভেল ক্রসিংয়ের গেট পড়া রয়েছে৷ তার মধ্যেই রেল লাইন টপকে তাড়াতাড়ি এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন এক বাইক আরোহী৷ আর তা করতে গিয়েই নিয়ন্ত্রণ এবং ভারসাম্য হারিয়ে রেল লাইনের উপরে বাইক সমেত উল্টে পড়েন তিনি৷

আরও পড়ুন: শাড়ি আনতে ১০ তলা বারান্দা থেকে ছোট্ট ছেলেকে ঝুলিয়ে দিলেন মা! ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় নেটদুনিয়া…

এর পরমুহূর্তেই তীব্র গতিতে একটি ট্রেনকে ছুটে আসতে দেখা যায়৷ বরাতজোরে ওই যুবক রেল লাইন থেকে কয়েক হাত দূরে পড়েছিলেন৷ তাই ট্রেন চলে এলেও তার তলায় চলে যাননি তিনি৷ কিন্তু বাইকটি পড়েছিল লাইন ের গা ঘেঁষে৷ ট্রেনের ধাক্কায় মুহূর্তে সেটি বেশ কয়েক ফুট দূরে ছিটকে পড়ে৷ কোনওক্রমে সরে আসেন ওই যুবক৷ ভিডিও-তে পরিষ্কার, কোমরের কাছে কিছুটা চোট লাগে তার৷ তবে দুর্ঘটনার পর তিনি আর পিছনে ফিরে তাকানোর সাহস পাননি৷

ভিডিওটি যাঁরা দেখেছেন, তাঁদের অনেকেরই দাবি, ওই ট্রেনটি ছিল রাজধানী এক্সপ্রেস৷ অন্যান্য ট্রেনের তুলনায় যে ট্রেনের গতি অনেকটাই বেশি থাকে৷ এই ঘটনা থেকে ফের একবার প্রমাণিত হল, যতই সতর্কতামূলক প্রচার করা হোক না কেন, কিছু মানুষের ঝুঁকি নিয়ে রেল লাইন পারাপারের অভ্যাস বদলাবে না৷