Tag Archives: Arambagh

Hooghly News: মাথাপিছু ৩টি পরিবার! গ্রামের স্বাস্থ্য সংক্রান্ত দত্তক নিলেন ১০০ জন ডাক্তারি পড়ুয়া

হুগলি: আরামবাগ মেডিকেল কলেজের পড়ুয়া চিকিৎসকরা এবার দত্তক নিলেন গোটা একটি গ্রামকে। ১০০ জন পড়ুয়া চিকিৎসক তাদের ভাগে পড়েছে মাথাপিছু তিনটি করে পরিবারের দায়িত্ব। এই সমস্ত পরিবারের শারীরিক চিকিৎসা ও তাদের স্বাস্থ্য সচেতনতা সম্পূর্ণ দায়িত্ব থাকবে ডাক্তারি পড়ুয়াদের উপরেই। ন্যাশনাল মেডিকেল কাউন্সিলের গাইডলাইন অনুযায়ী আরামবাগ প্রফুল্ল চন্দ্র সেন গভর্নমেন্ট মেডিকেল কলেজ মেডিকেল পক্ষ থেকে এই কর্মসূচি করা হয়।এই মর্মে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির করা হল গোঘাটের বালিবেলা হাই স্কুলে।

আরও পড়ুন: দুই হাতে ধরতে পারবেন না! এতই বড় পেট মোটা ইলিশ! জাল টেনে তুলতে হিমশিম, বিক্রি হল সোনার দামে!

মেডিকেল কলেজের চিকিৎসক সূত্রে জানা যায়, মেডিক্যাল কলেজে পাঠরত দ্বিতীয় বর্ষের ১০০ জন পড়ুয়াদের নিয়ে এদিন ওই এলাকার বিভিন্ন গ্রামে ঘোরা হয় এবং তারা এক একজন পড়ুয়া ৩ টি করে পরিবার দত্তক নেয়। পড়ুয়ারা জানায়, তারা যে পরিবার গুলি দত্তক নিয়েছে তাঁদের পরিবারের কত জন সদস্য আছে তা জানার পাশাপাশি তাঁদের মাসিক আয়, তাঁদের পরিবারের কেও অসুস্থ কিনা বা তারা কি ওষুধ খাই তা বিস্তারিত জানেন এবং তা লিপিবদ্ধ করেন। এবং তারা যাদের দত্তক নিয়েছেন সরকারি নিয়ম অনুযায়ী সেই দত্তক নেওয়া পরিবারের সদস্যদের চিকিৎসার দিকটা খেয়াল রাখবেন পড়ুয়াদের পড়াশোনা চলাকালীন।

আরও পড়ুন: এ ‌যেন প্রাচীনকালের তীর্থ‌যাত্রা! পায়ে হেঁটেই কেদারনাথ ভ্রমণ কাকদ্বীপের যুবকের

এদিন তারা যাদের দত্তক নিয়েছেন তাঁদের পরিবারের যত জন অসুস্থ আছেন তাঁদের বালিবেলা হাই স্কুলে অবস্থিত মেডিক্যাল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা করেন এবং তাঁদের বিনামূল্যে ওষুধ প্রদান করেন বলেও জানা গেছে। এদিন এই মেডিক্যাল ক্যাম্পে চিকিৎসার জন্য উপস্থিত ছিলেন মেডিক্যাল কলেজের বিভিন্ন বিষয়ের জনসাস্থ্য আধিকারিক সহ একাধিক ডাক্তারি প্রফেসর ও ডাক্তারি পড়ুয়ারা।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

রাহী হালদার

Viral Video: প্রচারে এসে গ্রামবাসীর কাছে গেড়ি গুগলির ঝোল খেলেন এই তৃণমূল প্রার্থী! ভাইরাল ভিডিও

হুগলি: ভোট প্রচারের মধ্যে অল্প বিস্তর খাওয়া-দাওয়া, করছেন প্রত্যেক প্রার্থীরাই। তবে অন্যদের থেকে ব্যতিক্রম আরামবাগের তৃণমূল প্রার্থী মিতালি বাগ। ভোট প্রচারে বেরিয়ে গ্রামের মেয়ের ভূমিকায় তৃণমূল পার্থী। গ্রামবাসীদের হাতের তৈরি রান্না গেড়িগুগলির ঝোল তাদের হাত থেকেই খেলেন মিতালী। গুগলির ঝোল খেয়ে গ্রামবাসীদের সঙ্গে মেয়ের মতন মিশে গেলেন লোকসভা নির্বাচনের তৃণমূলের আরামবাগের মুখ মিতালী বাগ।

একদিকে চৈত্রের চাঁদি ফাটা রোদ। তাপমাত্রার পারদ প্রায় ৪০ ডিগ্রি ছুঁই ছুঁই। এরই মধ্যে বুধবার গ্রামে গ্রামে গিয়ে প্রচার করলেন আরামবাগের জোড়া ফুলের প্রার্থী মিতালিবাগ। অন্যান্য হেভি ওয়েট প্রার্থীদেরদের বিপরীত মিতালী প্রচারের স্ট্র্যাটেজি। গ্রামের মেয়ে গ্রামের মানুষের কাছে মেয়ের রূপেই থাকতে পছন্দ করছেন মিতালী। সেই কারণেই প্রচারে বেরিয়ে গ্রামের মায়েরা তাকে নিজের হাতে কখনও খাইয়ে দিচ্ছে গেড়ির ঝোল বা কখনো তৃষ্ণার্ত হয়ে পড়লে এনে দিচ্ছেন জল বাতাসা।

আরও পড়ুন: দিনে কত বার, কতটা সানস্ক্রিন মাখা উচিত? রোদ থেকে ত্বককে রক্ষা করবে এই টিপস! জানুন

বুধবার আরামবাগের ভাদুড় এলাকায় প্রচার সরেন মিতালী। সেখানে প্রচারে গিয়েই গ্রামের মহিলারা নিজেদের হাতের রান্না খাওয়ান মিতালীকে। সেখানেই দেখা যায় এক মহিলা তাকে নিজে হাতে করে গুগলির ঝোল খাইয়ে দিচ্ছেন। গুগলির ঝোল খেয়ে শৈশবে ফিরে গেলেন মিতালী। বললেন গ্রামের মেয়ে হয়ে গুগলির ঝোল খাব না তা কি হয়। তিনি আরও বলেন, এখন আর পুকুরে গুগলি গেড়ি এইসব আর দেখা যায় না। আগে ছোটবেলায় সেই সব অনেক পাওয়া যেত বাড়িতে তা রান্না হত এবং তিনি তা তৃপ্তি করে খেতেন। আজ অনেকদিন পর সেই গুগলির ঝোল খেয়ে নস্টালজিক মিতালী।

রাহী হালদার

Hooghly News: ছবি এঁকেই ভারত সেরা, সোনার সরস্বতী মিলল আরামবাগের সপ্তদীপের 

আরামবাগ:  অঙ্কন প্রতিযোগিতায় ভারতবর্ষের মধ্যে প্রথম স্থান অধিকার করল হুগলির আরামবাগের সপ্তদ্বীপ দত্ত। অল বেঙ্গল আর্ট সোসাইটির আয়োজিত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রথম হয়ে সোনার সরস্বতী লাভ করে সপ্তদ্বীপ।জানা যায় ২০২৩ সালের অক্টোবরে অল বেঙ্গল আর্ট সোসাইটির উদ্যোগে পশ্চিম মেদিনীপুরে চন্দকোনার পর্যটন কেন্দ্রে পরিমল কাননে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা। এমনকি অঙ্কন প্রতিযোগিতায় বাংলাদেশ সহ অন্যান্য দেশের ছাত্র ছাত্রীরাও অংশগ্রহণ করেন। আর এই প্রতিযোগিতায় সকলকে ফেলে সাফল্য অর্জন করল সপ্তদ্বীপ।

আরও পড়ুন: ক্যারাটে-তাইকোয়ান্ড নয় আত্মরক্ষার্থে দিন দিন জনপ্রিয় হচ্ছে মার্শাল আর্ট “হ্যাপকিডো”

আরামবাগ পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের দৌলতপুর এলাকার তার বাড়ি। বর্তমানে সপ্তদ্বীপ আরামবাগ হাই স্কুলের দশম শ্রেণীতে পড়াশোনা করে। পড়াশুনার পাশাপাশি ছোটবেলা থেকেই অঙ্কন তার কাছে বড় নেশা। তার রেজাল্টে খুশি মহকুমার মানুষজন।সপ্তদ্বীপ জানায়, ভারতের মধ্যে প্রথম হব তা আমি ভাবিনি। আগামী দিনে আরওবড় সাফল্য আনার লড়াই চালিয়ে যাব। বহু ছাত্র-ছাত্রী অংশগ্রহণের মধ্যে আমার এই সাফল্য এনে দেওয়ায় খুশি।

আরও পড়ুন:  সারা বছর হাত-পায়ের চামড়া ওঠে? বড় রোগের ইঙ্গিত! মুক্তি পেতে কী করবেন জানুন

সপ্তদ্বীপের মা সঞ্চিতা দত্ত বক্তব্য, ছোট থেকে প্রতিযোগিতা কোচিং নিয়েছিল। পড়াশোনার পাশাপাশি সব সময় বাড়িতে বিভিন্ন ধরনের ছবি আকার প্রবণ আগ্রহ ছিল। সত্যিই আমরা আশা করিনি যে প্রথম হবে ভারতবর্ষের মধ্যে। সপ্তদ্বীপের রেজাল্টে বেজায় খুশি পরিবারের লোকজন।অন্যদিকে আরামবাগ স্কুলের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র রায় জানান, সপ্তদ্বীপের সাফল্যে খুশি স্কুল কর্তৃপক্ষ।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
সত্যি ভারতবর্ষের মধ্যে প্রথম হবে তা ভেবে কুল পাচ্ছিনা। আমরা সপ্তদ্বীপকে স্কুলের পক্ষ থেকে সংবর্ধনা দেব।

Suvojit Ghosh

Hooghly News: আলুর পর তিল! অসময়ে বৃষ্টির জেরে আরামবাগে নষ্ট বিঘার পর বিঘা ফসল

আরামবাগ: কেউ আলু তোলার আগে আবার কেউ বা আলু তোলার পর তিল চাষ করেন এলাকার কৃষকেরা। কিন্তু কয়েকদিনের বৃষ্টিতে ব্যাপক ক্ষতির মুখে তিল চাষ। গোটা আরামবাগ মহকুমা জুড়েই এমন ছবি ধরা পড়ল। বিশেষজ্ঞদের মতে, আবহাওয়ার চূড়ান্ত পরিবর্তনের জেরেই ক্ষতির মুখে রাজ্যের তিল চাষিরা। হুগলির বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেল, ছোট ছোট তিল গাছ বের হলেও বৃষ্টি হওয়ায় ফলে অকালেই শুকিয়ে মরে যাচ্ছে।

আরও পড়ুন: কামারপুকুর নয়, শ্রীরামকৃষ্ণের বাবার পৈত্রিক ভিটে অন্য গ্রামে! পা রাখুন সেই পুণ্যভূমিতে

উল্লেখ্য, এই‌ জেলাজুড়ে আলু তোলার পর তিল চাষ করা হয়। এবারে আবহাওয়ার খামখেয়ালীর জন্য হঠাৎ বৃষ্টি হওয়ায় তিল গাছ নষ্ট হয়ে যায় । কিন্তু এবার আলু ক্ষতি পর তিল চাষে আর সমস্যা হবে না ভেবে চাষ করেছিলেন চাষিরা। কিন্তু বৃষ্টি হওয়ার কারণে ফের ক্ষতির মুখে তাঁরা। ফলে হতাশাগ্রস্থ হয়ে পড়েছেন চাষিরা। পরপর ক্ষতির ধাক্কা তাঁরা কী করে সামলাবেন বুঝে উঠতে পারছেন না।

আরও পড়ুন:  চোখের নিমেষে ব্যাঙ্ক থেকে গায়েব করে দিত টাকা ! অবশেষে হল পর্দা ফাঁস 

ক্ষতির মুখে পড়া তিল চাষিরা জানিয়েছেন, বৃষ্টির কারণে তিল গাছ মরে যাচ্ছে এবং জমিতে প্রচুর পরিমাণে ঘাস বেরিয়ে যাচ্ছে। তাঁরা জানান, এই বছর আলুর ফলন খুব একটা ভাল হয়নি। তাই তাঁরা আশা করেছিলেন, তিল চাষ ভাল হলে ক্ষতির ধাক্কা অনেকটা সামলে নেওয়া যাবে। অনেকেই ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে চাষ করেছিলেন।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
কিন্তু প্রকৃতির খামখেয়ালিপনায় এবার কী করে সেই ঋণ পরিশোধ করবেন তা ভেবে পাচ্ছেন না চাষিরা।

Suvojit Ghosh