ট্রাক ভর্তি পশুর হাড়গোড়! যাচ্ছিল মেকআপ তৈরির কারখানায়, ভাইরাল ভিডিওয় বিতর্ক তুঙ্গে (Representative Image)

Viral Video: ট্রাক ভর্তি পশুর হাড়গোড়! যাচ্ছিল মেকআপ তৈরির কারখানায়, ভাইরাল ভিডিওয় বিতর্ক তুঙ্গে

লখনউ: মহিলারা মেকআপ করতে ভালবাসেন। এই বিষয়ে কোনও দ্বিমত নেই। তাছাড়া নিজেকে সুন্দর দেখতে কে না চায়। বাজারে (লোকাল) হাজার রকমের মেকআপ পাওয়া যায়। নিজেকে সাজাতে সে সব পণ্য ব্যবহার করেন মহিলারা। সৌন্দর্য বাড়ানোর চেষ্টা আর কি! কিন্তু এই সব মেকআপ কী থেকে তৈরি হচ্ছে ? একটি ভিডিও দেখে সত্যি অবাক হতে হয় !

সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। (ভিডিওর সত্যতা যাচাই করেনি নিউজ18 বাংলা) ৷ তারপর থেকেই শুরু হয়েছে জোর বিতর্ক। ভিডিওটি কোন এলাকার, তা নিশ্চিত করা বলা যাচ্ছে না। তবে ভিডিওতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি বলছেন, তিনি ট্রাক নিয়ে উত্তর প্রদেশ যাচ্ছেন। এত পর্যন্ত ঠিক আছে। কিন্তু সেই ট্রাকে হাড়গোড় বোঝাই করা রয়েছে। দুর্গন্ধ ছাড়ছে। এত হাড় কী হবে? তা প্রকাশ্যে আসতেই হতবাক সাধারণ মানুষ।

আরও পড়ুন– ধীরে ধীরে কমছে তাপমাত্রা, রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে বৃষ্টির সম্ভাবনা, তীব্র গরম থেকে মুক্তির অপেক্ষায় রাজ্যবাসী

মেকআপ কারখানার অন্ধকার সত্য: ভিডিওটি তুলেছেন, এলাকার কোনও যুবক। রাস্তা দিয়ে যাওয়ার সময় ট্রাক থেকে তীব্র কটু গন্ধ ভেসে আসে। তখনই আশপাশের লোক জমা হয়ে যান। তাঁরা ট্রাকটিকে থামান। ডালা খুলে ওঠেন। তখনই চোখ ছানাবড়া। ট্রাক ভর্তি পশুর হাড়গোড়। লোকজন ট্রাকে বসা ব্যক্তিকে জিজ্ঞেস করে, ‘‘এসব নিয়ে কোথায় যাচ্ছেন?’’ উত্তরে তিনি বলেন, পশুর হাড়গোড় উত্তর প্রদেশের একটি কারখানায় নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে মেকআপ পণ্য তৈরি হয়।

 

View this post on Instagram

 

A post shared by The Nawakadal (@thenawakadal)

লিপস্টিক থেকে শুরু করে অন্যন্য পণ্য তৈরিতে ব্যবহার করা হবে: ট্রাকে থাকা ব্যক্তি জানান, এইসব হাড়গোড় দিয়ে মেকআপের জিনিস তৈরি করা হয়। এ কথা শুনে অবাক হয়ে যান স্থানীয় লোকজন। তাঁরা এই বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করলে ওই ব্যক্তি আরও বলেন যে এসব হাড় থেকে লিপস্টিক তৈরি করা হবে। তবে শুধু লিপস্টিক নয়, অন্যান্য মেকআপ আইটেমও তৈরি করা হয়।

আরও পড়ুন– এটা ছাড়া উড়তেই পারবে না বিমান, এয়ারক্রাফ্টের পিছনের অংশকে কী বলে জানেন ?

এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই ভাইরাল হয়ে যায়। শুরু হয়েছে জোর বিতর্ক। অধিকাংশ নেটিজেনরাই ভ্রু কুঁচকোচ্ছেন। অনেকেই বলছেন, এই কারণেই তাঁরা দেশীয় পণ্য ব্যবহার করেন না। অনেকে আবার দাবি করছেন, ভুয়ো ভিডিও। ওই ব্যক্তি এক বর্ণও সত্যি কথা বলছেন না। কারণ লিপস্টিক তৈরিতে কখনওই হাড় ব্যবহার করা হয় না।