ছবি তোলার নেশায় আহত হল দম্পতি (Photo Credits: X)

‘Scary’ incident:ট্রেন চলে আসায় ৯০ ফিট উঁচু ব্রিজ থেকে ঝাঁপ দিল দম্পতি! ভয়ঙ্কর ঘটনা ঘটল রাজস্থানে

যোধপু: ছবি তোলার নেশায় আহত হল দম্পতি৷ প্রায় ৯০ ফিট ব্রিজ থেকে ঝাঁপ দিল তাঁরা৷ বর্তমানে ছবি তোলা, রিলস নির্ভর জীবন৷ ঘটনাটি ঘটে রাজস্থানের হেরিটেজ সেতুতে৷ বেশির ভাগ ক্ষেত্রেই ছবি, রিলসের দুনিয়ায় নিজের ও আপনজনের নিরাপত্তাও পিছনের সারিতে চলে যায়৷

সূত্রের খবর অনুযায়ী বাগদি দম্পতি রাহুল মেওয়াদা (২২) ও তাঁর স্ত্রী জাহ্নবী (২০) কালাল কি পিপলিয়া থেকে বাইকে করে গোর্মঘাটে গিয়েছিলেন। সেখানে মিটারগেজ ট্রেনের জন্য তৈরি একটা হেরিটেজ সেতুতে তাঁরা ফটোশুট করতে শুরু করে।

আরও পড়ুন: পোকার দাম ৭৫ লাখ টাকা! তাবিজ করে পরলেই ঘুরে যাবে ভাগ্যের চাকা, বিশ্বের সবচেয়ে দামী এই পোকাটির নাম জানেন?

হঠাৎ করে একটা রেল সেই ব্রিজে এসে পড়ায় আতঙ্কে দম্পতি ব্রিজ থেকে লাফিয়ে পড়ে৷ ব্রিজের উচ্চতা প্রায় ৯০ ফিট ছিল৷ ফলে গুরুতর জখম হন তাঁরা। রাহুলকে চিকিত্সার জন্য যোধপুরের একটা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে৷ ব্রিজ থেকে পড়ে রাহুলের মেরুদণ্ডে গুরুতর আঘাত লেগেছে৷ অন্যদিকে জাহ্নবীর পায়ে গুরুতর ফ্র্যাকচার হয়৷ প্রাথমিক চিকিৎসার জন্য তাঁকে বাঙ্গার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷


আরও পড়ুন:বিমানবন্দরে অসংখ্য সাপের মতো ওগুলো কী! ভয়ঙ্কর ঘটনা! ভাইরাল ভিডিও

তাঁদের সঙ্গে রাহুলের বোন ও শ্যালকও ছিলেন৷ কিন্তু ট্রেন চলে এলে তাঁরা দৌঁড়ে পালাতে সক্ষম হন৷

এই প্রসঙ্গে আজমির রেলওয়ে বিভাগের সিনিয়র কমার্শিয়াল ডিভিশনাল ম্যানেজার সুনীল কুমার মহলা জানিয়েছেন, ট্রেনের লোকো পাইলট দম্পতিকে সেতুতে দেখেই ব্রেক কষে ছিলেন। কিন্তু সম্ভবত হঠাৎ করে ট্রেন চলে আসায় দম্পতি ভয়তে লাফ দিয়ে ফেলে৷ কেবল কয়েকটা লাইক কমেন্টের জন্য নিরাপত্তা নিয়ে ছেলেখেলা করার এই প্রবণতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে৷

এর আগে, একটি ভাইরাল ভিডিও দেখায় যে একটি মেয়ে একটি পরিত্যক্ত বিল্ডিংয়ের শীর্ষ থেকে ঝুলছে যখন একটি ছেলে তার হাত ধরেছে, অন্য একজন ব্যক্তি বিভিন্ন কোণ থেকে সেই বিপদজ্জনক রেকর্ড করছে। জানা গেছে এই ক্লিপটি পুনের জাম্বুলওয়াড়িতে স্বামীনারায়ণ মন্দিরের কাছে তোলা হয়েছে। নিজের ও আপন জনদের নিরাপত্তার জন্য এই ধরনের প্রবণতা বন্ধ করা দরকার৷