Viral Video: দাঁতাল হাতি প্রবল বেগে শব্দ করতে করতে ধেয়ে এল জিপের দিকে, ভাইরাল ভিডিও

#কলকাতা: জঙ্গল সাফারিতে গিয়ে কোনওরকমে প্রাণ হাতে বাঁচলেন ট্যুরিস্টরা৷ বন-জঙ্গলের মধ্যে মানুষজন বন্যপ্রাণীদের এলাকার মধ্যে ঢুকে পড়ে৷ এতে দারুণ আনন্দ পায় মানুষজন৷ কিন্তু এরকম করতে গিয়ে অনেক সময়ই তা মারাত্মক ভয়ের হয়ে পড়তে পারে৷ সম্প্রতি ইন্ডিয়ান অ্যাডমিনিসট্রেটিভ সার্ভিসেস (IAS) অফিসার সুপ্রিয়া সাহুর একটি ভিডিও আতঙ্ক ধরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট৷ ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে দাঁতাল একটি হাতি ধামধাম করে দৌড়চ্ছে সাফারি জিপের দিকে৷ একেবারে শিরদাঁড়া দিয়ে শৈত্যপ্রবাহ বইয়ে দেবে এই মারাত্মক ভিডিও৷

 

ভাইরাল ভিডিওটি দেখে নিন…

 

 

ভিডিওটিতে পরিষ্কার দেখা যাচ্ছে হাতিটি বৃংহন করতে করতে প্রবল গতিতে জিপের দিকে দৌড়ে আসছে৷ সেই জিপটিতে ভর্তি রয়েছে পর্যটক৷ হাতিকে ভুল দিকে চালিত করতে ড্রাইভার দ্রুত গাড়িটি রিভার্স করছে৷ তারপরেও তাকে হাটানো যায়নি, কিন্তু হঠাৎই হাতিটা আর গাড়িটিকে ফলো করে না এবং বনে চলে যায়। ট্যুরিস্টরা সকলেই স্বস্তির নিঃশ্বাস নেন।

 

আরও পড়ুন –  ‘‘পিএফের টাকার জন্য আন্দোলন করতে হবে, এই টাকা আপনাদের প্রাপ্য’’- উত্তরবঙ্গ থেকে হুঁশিয়ারি অভিষেকের

এই ভিডিওতে সাহু লিখেছেন, ‘‘আমায় বলা হয়েছে এটা কাবিনি! সেই ড্রাইভারকে হ্যাটস অফ, কীভাবে ড্রাইভার পরিস্থিতি সামলে নিজের ঠাণ্ডা রেখে সামাল দিয়েছে৷ বন্ধু ভিডিও দিয়েছে৷ ’’

৩২ সেকেন্ডের এই ভিডিওটি ভাইরাল হয়েছে৷ এটা লক্ষ -লক্ষ মানুষ দেখে নিয়েছেন৷ রয়েছে হাজার হাজার রিট্যুইট, প্রচুর কমেন্ট৷

এই ভিডিও দেখে নেটিজেনরা সকলেই চমকে গেছেন৷  প্রচুর মানুষই ড্রাইভারের ঠাণ্ডা মাথার প্রশংসা করেছেন৷ তবে কেউ কেউ আবার বন্য প্রাণীদের এলাকায় ঢুকে পড়ার সমালোচনা করছেন৷

নেটিজেনরা লিখেছেন, ‘‘বন্য প্রাণীদের এলাকায় অনুপ্রবেশ ঘটানো সবসময়েই ভয়ের পরিস্থিতি উদ্রেক করতে পারে৷ কেন আমরা ওদের শান্তিপূর্ণ অবস্থায় ছেড়ে দিতে পারি না৷ ওরা আমাদের এলাকায় ঢোকে না আমরা সবসময়েই ওদের জায়গায় ঢুকে পড়ি৷ আদিবাসীদের সঙ্গে ওরা সহাবস্থান করতে পারে, কারণ তারা তাদের পরিসীমা জানে৷’’

আবার কেউ লিখেছেন, ‘‘দারুণভাবে ড্রাইভার হ্যান্ডেল করেছে৷ জঙ্গলে বহু বছর গাড়ি চালানোর অভিজ্ঞতা৷ এটা আজ হয়েছে, হাতি যেরকম ছিল তাতে ও গাড়িকে ধাক্কা মারতেই পারত৷’’