Virat Kohli on MS Dhoni : ধোনি সিএসকের অধিনায়কত্ব ছাড়ার পর আবেগঘন পোস্ট বিরাট কোহলির! দেখুন

#মুম্বই: মহেন্দ্র সিং ধোনি যখন চেন্নাই সুপার কিংস দলের অধিনায়কত্ব ছেড়েছেন, তখন চেন্নাই ভক্তদের পাশাপাশি আবেগপ্রবণ হয়ে পড়লেন বিরাট কোহলি। ভারতের এবং আরসিবির প্রাক্তন অধিনায়ক বিরাট জানিয়েছেন, হলুদ জার্সিতে মনে রাখার মত অধিনায়কত্বের অধ্যায়। যে অধ্যায় ভক্তরা ভুলতে পারবে না। আমিও সেই তালিকায় ক্যাপ্টেন। এর সঙ্গে ধোনির এবং তার নিজের আইপিএল জার্সিতে আলিঙ্গনের ছবি পোস্ট করেছেন কোহলি।

আরও পড়ুন – KL Rahul on Shreyas Iyer : আইপিএলে ছক্কা মারার লড়াইয়ে শ্রেয়সের কাছে হেরে যাব! বলছেন কে এল রাহুল

বিরাট কোহলি অতীতে একাধিকবার স্বীকার করেছেন মহেন্দ্র সিং ধোনিকে দেখেই তিনি অধিনায়কত্ব করা শিখেছেন। ওয়াসিম জাফর ভারতের প্রাক্তন ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনির অধিনায়কত্ব ছাড়ার ব্যাপারটাকে অমরেন্দ্র বাহুবলীর রাজত্ব ছেড়ে সাধারণত প্রজাদের মধ্যে এসে থাকার ব্যাপারটার মিল খুঁজে পেয়েছেন। চেন্নাই সুপার কিংস দলে বড় সড় বদল। প্রথম ম্যাচে নামার দু’দিন আগে অধিনায়কত্ব ছেড়ে দিলেন মহেন্দ্র সিং ধোনি।

দায়িত্ব তুলে দিলেন রবীন্দ্র জাদেজাকে। সিএসকে-র পক্ষ থেকে বৃহস্পতিবার এই খবর জানানো হয়েছে। মহেন্দ্র সিং ধোনি একমাত্র অধিনায়ক যিনি প্রথম আইপিএল ২০০৮ সাল থেকে অধিনায়ক হয়েছিলেন এবং চেন্নাই এবং পুণে দল মিলিয়ে আইপিএলে মোট ২০৪ ম্যাচে অধিনায়কত্ব করেছেন ৷ সাফল্যের হার ৫৯.৬০ শতাংশ ৷ ২৬ মার্চ থেকে শুরু এবারের আইপিএল ৷

প্রথম ম্যাচেই চেন্নাইয়ের মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ৷ ২০১২ সাল থেকে চেন্নাই সুপার কিংসে রয়েছেন রবীন্দ্র জাদেজা। মাঝে এক বার ধোনি না খেলায় সুরেশ রায়না চেন্নাই সুপার কিংসকে নেতৃত্ব দিয়েছিলেন। সে কারণে জাদেজা হলেন তৃতীয় ক্রিকেটার যিনি চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হলেন ৷

গৌতম গম্ভীর কয়েকদিন আগেই নাম না করে খোঁচা মেরেছিলেন ধোনিকে। বলেছিলেন এমন অধিনায়কের প্রয়োজন আছে তিনি মনে করেন না, যিনি শুধু অধিনায়কত্ব করার জন্য প্রথম দলে থাকবেন। ধোনি কি গম্ভীরের কথা ভুল প্রমাণ করার জন্য এমন সিদ্ধান্ত নিলেন? সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।