সংস্থার এক সদস্যের সাথে বিরাট কোহলি

Virat Kohli: ব্যস্ত ভারত-বাংলাদেশ সিরিজ নিয়ে, তারমধ্যেই দুঃস্থ শিশুদের পাশে দাঁড়াতে বিরাটের বড় পদক্ষেপ

দক্ষিণ ২৪ পরগনা: সুন্দরবনের দুঃস্থ শিশুদের পড়াশুনো ও সুন্দরবনের প্রকৃতি রক্ষার ডাকে সাড়া দিলেন ভারতীয় ক্রিকেট দলের তারকা ক্রিকেটার বিরাট কোহলি। নিজের টুপি ও টি শার্ট নিলামের জন্য একটি আন্তর্জাতিক সংস্থার হাতে তুলে দিলেন বিরাট। সেই টি শার্ট ও টুপি নিলাম করে সংগৃহীত অর্থ সারা ভারতের পাশাপাশি সুন্দরবন এলাকার দুঃস্থ ও অসহায় শিশুদের পড়াশুনা ও সুন্দরবনের পরিবেশ রক্ষার কাজে ব্যবহার করা হবে জানিয়েছেন সংস্থার সদস্যরা।

গত বছরও বিরাট নিজের টি শার্ট দান করেছিলেন নিলামের জন্য। বিশ্বকাপে ভারত বনাম আফগানিস্তানের খেলায় যে টি শার্ট তিনি পড়েছিলেন সেটিকে দান করেছিলেন এই সেবা কাজের জন্য। এবারের দেওয়া শার্ট ও টুপি ইতিমধ্যেই মুম্বইয়ের একটি পাঁচতাঁরা হোটেলে গত ১৯ সেপ্টেম্বর থেকে নিলামে উঠেছে। এই সামগ্রী থেকে পাওয়া সর্বাধিক অর্থ সাহায্যের জন্য আসবে সুন্দরবনে।

আরও পড়ুন – Women Safety: তিনি পুত্র সন্তানের মা – বলার পরেও প্রেমে পাগল যুবক উত্যক্ত করা ছাড়েনি, রাস্তায় শানাল আক্রমণ

দীর্ঘদিন ধরেই বিরাট আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা গো ধার্মিকের বিভিন্ন কার্যকলাপের সঙ্গে যুক্ত। এই সংস্থাকে সমর্থন করেই এভাবে প্রতি বছর নিজের ব্যবহৃত খেলার সামগ্রী তুলে দেন নিলামের জন্য। সেগুলি বিক্রি করেই দেশে বিদেশে বিভিন্ন প্রান্তে নানা ধরনের সেবামূলক কাজ করে সংস্থাটি। শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, দুর্যোগ মোকাবিলা সহ বিভিন্ন ক্ষেত্রে কাজ করে এই সংস্থাটি।

 

 ১৪ সেপ্টেম্বর এই সংস্থার পূর্ব ভারতের প্রধান তথা সুন্দরবন বিশেষজ্ঞ দেবব্রত মন্ডলের হাতে চেন্নাইয়ে একটি পাঁচতাঁরা হোটেলে বৈঠকের পর বিরাট নিজের টুপি ও টি শার্ট তুলে দেন তাঁর হাতে। দেবব্রত বলেন, “ বিরাট একজন খুব ভাল মনের মানুষ। সারা দেশের পাশাপাশি সুন্দরবনের দুঃস্থ অসহায় ছেলে মেয়েদের শিক্ষার জন্য তিনি যথেষ্ট চিন্তিত।’’

পাশাপাশি চিন্তিত সুন্দরবনের পরিবেশ নিয়েও। তাই বারবার সুন্দরবনের মানুষের পাশে দাঁড়াতে এভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন তিনি৷  আগামীতে সুন্দরবনে আসার ইচ্ছেও প্রকাশ করেছেন বিরাট।

Suman Saha