বিরাট কোহলি কি নতুন রেকর্ড তৈরি করবেন?

Virat Kohli Record: বিরল রেকর্ডের সামনে দাঁড়িয়ে ভারতের সুপারস্টার, বাংলাদেশ সিরিজে ভাঙবেন ১৪৭ বছরের এই অক্ষত রেকর্ড?

নয়াদিল্লি: বাংলাদেশের বিরুদ্ধে সিরিজেই কি শচীন তেণ্ডুলকরকে টপকে যাবেন বিরাট কোহলি? ভাঙবেন আন্তর্জাতিক ক্রিকেটে ১৪৭ বছরের অক্ষত থেকে যাওয়া রেকর্ড?

আন্তর্জাতিক ক্রিকেটে শচীনের ১০০ সেঞ্চুরি রেকর্ড এখনও অক্ষত৷ তবে অনেকেই মনে করছেন বিরাট কোহলি সেই রেকর্ড ভেঙে ফেলতে পারেন৷ পরিসংখ্যান বলে, এই মুহূর্তে তালিকায় বিরাট রয়েছে দুই-এ৷ আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর সেঞ্চুরির সংখ্যা আপাতত ৮০-তে দাঁড়িয়ে আছে৷ বাংলাদেশের বিরুদ্ধে কি ফের সেঞ্চুরি করবেন তিনি? আপাতত তা সময়ের অপেক্ষা৷

আরও খবর : ক্যাপ্টেন রোহিত কেমন? ভারতের তরুণ উইকেটকিপার বললেন…

শাকিব-আল-হাসানদের বিরুদ্ধে নামার আগে একটি রেকর্ডের সামনে দাঁড়িয়ে কোহলি৷ সব ঠিকঠাক চললে বাংলাদেশের বিরুদ্ধে সিরিজেই সেই বিরল কৃতিত্ব অর্জন করে ফেলতে পারেন তিনি৷ পরিসংখ্যান বলে, এখন পর্যন্ত ৫৯১টি ইনিংসে আন্তর্জাতিক ক্রিকেটের সমস্ত ফরম্যাট মিলিয়ে ২৬,৯৪২ রান সংগ্রহ করেছেন ভারতীয় ক্রিকেটের সুপারস্টার ক্রিকেটার৷ অর্থাৎ ২৭,০০০ রানের মাইল ফলক ছুঁতে তিনি আর মাত্র ৫৮ রান দূরে রয়েছেন।

আরও খবর : বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের আগে রোহিত শর্মাকে নিয়ে বড় খবর! জানুন বিস্তারিত

পরিসংখ্যান বলে খুব কম সময়ে এই মাইলস্টোন ছোঁয়ার কৃতিত্ব ছিল শচীনের৷ তবে তিনি ৬২৩ ইনিংসে (২২৬ টেস্ট, ৩৯৬ ওয়ানডে, 1 টি-টোয়েন্টি) ছুঁয়েছিলেন এই কৃতিত্ব। কোহলি সেখানে ম্যাচ খেলেছেন কম৷ তিনি যদি পরের ৮ ইনিংসে ৫৮ রান করে ফেলেন, তাহলেই দ্রুততম ক্রিকেটার হিসাবে মাইলফলক ছুঁতে পারবেন৷ তিনিই হবেন ১৪৭ বছরের ক্রিকেট ইতিহাসে প্রথম ক্রিকেটার যিনি ৬০০-এরও কম ইনিংসে ২৭ হাজার রান করার কৃতিত্ব অর্জন করবেন। সঙ্গাকারা এবং রিকি পন্টিং হলেন বাকি দুই আন্তর্জাতিক ক্রিকেটের, যাঁদের পকেটে আন্তর্জাতিক ক্রিকেটে ২৭,০০০ রান করার কৃতিত্ব রয়েছে।