বিরাট কোহলি

IPL 2024 Virat Kohli: চেন্নাইয়ের বিরুদ্ধে বিরাট ইতিহাস কোহলির! কোন নজির গড়লেন তিনি?

বেঙ্গালুরু: চেন্নাইয়ের বিরুদ্ধে খেলতে নেমেই ইতিহাস গড়লেন বিরাট কোহলি। চেন্নাইয়ের বিরুদ্ধে প্লে-অফের আগের গুরুত্বপূর্ণ ম্যাচে প্রথমে ব্যাট করে বিরাটের দল।  ওপেনিং করতে নেমে ইতিহাস কোহলির। প্রথম কোনও আইপিএল ব্যাটার হিসাবে একটি নির্দিষ্ট মাঠে ৩০০০ রান করলেন কিং কোহলি।

আরও পড়ুন: সাসপেন্ড হার্দিক! খারাপ ফর্ম, দলের ভরাডুবির পরে বিসিসিআইয়ের শাস্তির কোপে মুম্বইয়ের অধিনায়ক

এম চিন্নাস্বামী স্টেডিয়াম আইপিএলে বিরাট কোহলির ঘরের মাঠ। সেখানে তৃতীয় ওভারে একাধিক ছয়ের সাহায্যে এই নজির গড়লেন বিরাট কোহলি।বিরাটের পরে এই তালিকায় ২২৯৫ রান করে দ্বিতীয় রোহিত শর্মা, তিনি ওয়াংখেড়েতে এই কীর্তি গড়েছেন। তালিকায় তিন নম্বরে আছেন এবি ডি ভিলিয়ার্স, বেঙ্গালুরুর মাঠেই তিনি ১৯৬০ রান করেন।

আরও পড়ুন: সিকিমে ঘুরতে গিয়ে সব শেষ! পাহাড় থেকে ছিটকে নদীতে পড়ল গাড়ি, মৃত কলকাতার পর্যটক

বিরাট কোহলি এখনও পর্যন্ত ২৫১টি ম্যাচ খেলে মোট ৭৯৭১ রান করেছেন। আইপিএল কেরিয়ারে তাঁর গড় ৩৮.৬৯, সর্বোচ্চ রান ১১৩ নট আউট। কেরিয়ার স্টাইক রেট ১৩১.৯৫। অরেঞ্জ ক্যাপের তালিকায় সবার উপরে রয়েছেন বিরাট কোহলিই। চেন্নাইয়ের বিরুদ্ধে এই গুরুত্বপূর্ণ ম্যাচে কোহলি ২৯ বলে ৪৭ রানের ঝোড়ো ইনিংস খেলে আউট হন। প্রসঙ্গত, প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ২১৮ রান করেছে বেঙ্গালুরু, আইপিএলের প্লে-অফে যেতে হলে ২০০ রানের মধ্যে আটকে রাখতে হবে চেন্নাইকে।