খাটু শ্যামের মন্দির।

Travel Tips: খনি শহরের নতুন আকর্ষণ! দর্শন করে আসুন এই মন্দিরে, মন ভরে যাবে

পশ্চিম বর্ধমান: হাতে একদিনের ছোট্ট ছুটি পেয়েছেন? তাহলে ঘুরে আসুন বাংলার সব থেকে বড় খাটু শ্যামের মন্দির থেকে। হাতের কাছেই রয়েছে সুযোগ।

পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জে তৈরি হয়েছে খাটু শ্যামের মন্দির। মন্দিরটি গত ফেব্রুয়ারি মাসে দর্শকদের জন্য খুলে দেওয়া হয়েছে। সুবিশাল এই মন্দির এবং মন্দিরের কারুকার্য আপনাকে মুগ্ধ করে দেবে।

মন্দির কর্তৃপক্ষের এক সদস্য জানিয়েছেন, প্রত্যেকদিন সকাল ছ’টা থেকে মন্দির খুলে দেওয়া হয়। বন্ধ হয় দুপুরে একটার সময়। আবার বিকেলচারটে নাগাদ সময় মন্দির খুলে দেওয়া হয়। রাত সাড়ে ন’টায় শয়ন আরতির পর দশটা নাগাদ বন্ধ হয়ে যায় মন্দির।

এই মন্দিরে খুব সহজেই পৌঁছনো যায়। রানীগঞ্জ স্টেশন অথবা জাতীয় সড়ক থেকে অল্প দূরত্বে অবস্থিত এই মন্দির। ট্রেনে গেলে নামতে হবে রানীগঞ্জ স্টেশনে। আর বাসে এলে নামতে হবে পাঞ্জাবি মোড়ে। তারপর সেখান থেকে টোটো অথবা অটো আপনাকে মন্দিরে পৌঁছে দেবে।

মন্দিরে গিয়ে পুজো দিতে চাইলে পুজোর সামগ্রী কেনার ব্যবস্থা রয়েছে মন্দির চত্বরে। তাছাড়াও এই মন্দিরের সন্ধ্যারতি দেখতে বহু মানুষ আসেন। তাই আপনিও একটা দিন সময় করে ঘুরে আসতে পারেন রানীগঞ্জে খাটু শ্যাম মন্দির থেকে।

নয়ন ঘোষ