দুই প্রার্থী

Lok Sabha Election 2024: চা বাগানের জমির পাট্টা! আলিপুরদুয়ারে এই ইস‍্যুতেই জোর প্রচার শাসক-বিরোধী শিবিরে

আলিপুরদুয়ার: চা বাগানে জমির পাট্টা ইস্যু আলিপুরদুয়ার লোকসভা নির্বাচনের। শাসক দলের প্রার্থী যেখানে পাট্টাকে হাতিয়ার করে প্রচার করছে সেখানেই বিজেপি শিবির বলছেন বাগান শ্রমিকদের অধিকারের কথা। রাজ্য সরকারের তরফে দেওয়া জমির পাট্টাকে হাতিয়ার করে প্রচার করছে তৃণমূল।

অন্য দিকে, তৃণমূলের এই প্রচারের বিরুদ্ধে পাল্টা প্রচার বিজেপির লোকসভার প্রার্থীরও। চা বলয়য়ের ভোটই তৃণমূল ও বিজেপি দু দলেরই অন্যতম প্রধান লক্ষ্য। আলিপুরদুয়ার লোকসভায় রয়েছে ১০০টির ওপর চা বাগান। ভোটার রয়েছে ৭ লক্ষ। যেখানে চা বলয়ে গত লোকসভা ও বিধানসভার জয়ের ধারা বজায় রাখছে বিজেপি শিবির। সেখানে গত দু’টি নির্বাচনে হারের পর রাজ্য সরকার চা শ্রমিকদের দীর্ঘদিনের দাবি জমির পাট্টা-সহ নানান সুবিধা দিয়েছে।

লোকসভা নির্বাচন ২০২৪ | Lok Sabha Election 2024 West Bengal

এ বারে সেটাই নিজেদের প্রচারের মাধ্যমে তুলে ধরছে তৃণমূল। অন্য দিকে, প্রচারে এসে তৃণমূলের এই পাট্টাকে কটাক্ষ করতে ছাড়ছেনা বিজেপি।তাঁদের স্পষ্ট কথা, পাট্টা দিয়ে চা শ্রমিকদের অধিকার পাইয়ে দেওয়া যায় না। এ বিষয়ে আলিপুরদুয়ার লোকসভার বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা বলেন, ‘এই পাট্টার মাধ্যমে শ্রমিকরা নিজেদের জমির অধিকার পাচ্ছেন না । আমাদের দাবি ছিল তারা যে জমিতে থাকে তার মালিকানা তাদের দিতে হবে। যা এই পাট্টার মাধ্যমে তাঁরা তা পাবেন না। এটা লোক দেখানো ছাড়া কিছুই না।এ নিয়ে আমরা আগামী তে আন্দোলনে নামবো।’

অন্য দিকে, এ নিয়ে বিজেপিকে পাল্টা কটাক্ষ করে তৃণমূলের আলিপুরদুয়ার লোকসভা প্রার্থী প্রকাশ চিক বরাইক বলেন, ‘অসম , ত্রিপুরার মতো একাধিক রাজ্যে তো তাদের সরকার রয়েছে, তারা কী করছে সেখানে শ্রমিকদের জন্য। বর্তমান রাজ্য সরকার ছাড়া কেউই শ্রমিকদের কথা ভাবেন না।”

Annanya Dey