মিষ্টির দোকানে ভোট মেশিন ইভিএম  হুলুস্থূল হাওড়ায়!

Lok Sabha Election 2024: মিষ্টির দোকানে কোথা থেকে এল ভোট মেশিন? ইভিএম নিয়ে হৈচৈ কাণ্ড হাওড়ায়

হাওড়া: মিষ্টির দোকানে ভোট মেশিন আইভিএম হুলুস্থূল হাওড়ায়! আগামী ২০ মে ভোট, ভোটের প্রচার প্রায় শেষ লগ্নে। কয়েক মাস জুড়ে বিভিন্ন ভাবে প্রচার রাজনৈতিক দলগুলির, কয়েক মাস আগে দেওয়াল লিখন থেকে শুরু করে সোশ্যাল মাধ্যম, পথ নাটক, পথ সভা থেকে আরও নানা ভাবে প্রচার। যত ভোটের দিন এগিয়ে এসেছে প্রচার আরও জোরদার এবং প্রচারে অভিনবত্ব দেখা গেছে।

লোকসভা নির্বাচন ২০২৪ পঞ্চম দফার ভোট লাইভ

লোকসভা নির্বাচনে ভোটের এত উত্তাপ, এর আগে হয়ত দেখা যায়নি জেলায়। গ্রাম থেকে শহর নিশ্চিদ্র ভাবে প্রচারে সমস্ত রাজনৈতিক দল। শেষ মুহূর্তে প্রচারে যখন সমস্ত রাজনৈতিক দল ব্যস্ত, সেই মুহূর্তে মিষ্টির দোকানে মিলল ইভিএম মেশিন। কাদের চেষ্টায়, কিভাবে ? এই ভোট মেশিন মিষ্টির দোকানে, তা জানতেই হৈ হৈ কান্ড। ভোট দানের ঠিক আগে সন্দেশখালি নয় বরং সন্দেশের মিষ্টি নিয়ে হইচই হাওড়া উলুবেড়িয়ায়। মিষ্টির স্বাদের মতই মিষ্টি হয়ে উঠুক ভোট দানের পর্ব। হাওড়ায় পঞ্চম দফা নির্বাচনে হাওড়া ও উলুবেড়িয়া লোকসভার নির্বাচনের শেষ লগ্নে শান্তিপূর্ণ ও নির্বাচনের মিষ্টিত্ব বজায় ও বার্তা দিতে এবার সন্দেশকেই হাতিয়ার করল উলুবেড়িয়ার এক মিষ্টি বিক্রেতা।

আরও পড়ুন-  অসহ্য নরকযন্ত্রণা! বিছানা ছেড়ে উঠতেই পারতেন না…! দিনে ৩০টি করে ওষুধ খেতেন এই নায়িকা, মনে হয়েছিল জীবনটাই শেষ, তারপর…

কুলগাছিয়ার এক বিশুদ্ধ মিষ্টির দোকানে ইভিএম ভোট মেশিনের আদলে তৈরি হয়েছে ইভিএম সন্দেশ। এই সন্দেশ নিতে উন্মাদনাও রয়েছে খরিদ্দারদের মধ্যে। ইভিএম এর আদলে তৈরি মিষ্টি বিক্রি হচ্ছে ৩০ টাকা পিস হিসেবে। এছাড়াও নির্বাচন প্রেমীদের জন্য রয়েছে মেগা সাইজের ইভিএম সন্দেশও। যা এক কেজি সন্দেশ এবং অন্যান্য উপকরণ দিয়ে তৈরি। তবে বড় সন্দেশের দাম বেশি হলেও, ছোট সন্দেশ পাওয়া যাচ্ছে ৩০ টাকায়। কিন্তু কেন এই ইভিএম আদলে সন্দেশ?

আরও পড়ুন-     শৈশবে চরম কষ্ট, বাবা দেননি মেয়ের মর্যাদা, পড়াশোনা ছেড়ে চলচ্চিত্রে এসেই বলিউডের এভারগ্রীন তিনি, বলুন তো মায়ের কোলে ‘এই’ শিশুটি কে?

এর উত্তরে ওই প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচন মানেই মারামারি কাটাকাটি হানাহানি কিন্তু এটা কাম্য নয়। বরং রাজনৈতিক দলগুলির মধ্যে সৌজন্য এবং মিষ্টি সম্পর্ক রেখে গণতন্ত্রের লড়াইয়ে সামিল হওয়ার বার্তা দিতেই এই ধরনের মিষ্টি তৈরি করা হয়েছে।

রাকেশ মাইতি