মাটির দেওয়াল চাপা পড়ে মৃত্যু দিদা ও নাতনির

Wall Collapsed: সকালে হাঁটতে বেরিয়ে আর ফেরা হল না, একরত্তি নাতনি কোলে চিরঘুমে দিদা! কোথায়?

মুর্শিদাবাদ: সাত সকালে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ গেল দিদা ও নাতনির। রাস্তা দিয়ে হাঁটার সময় দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল দিদা ও নাতনির। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে মুর্শিদাবাদের নবগ্রামের রামানন্দপুর গ্রামের।

পুলিশ জানিয়েছে মৃত বৃদ্ধার নাম গঙ্গা মণ্ডল ও নাতনি পিয়াঙ্কা মণ্ডল। শুক্রবার সকালে অন্যান্য দিনের মতোই হাঁটতে বেড়িয়েছিল নাতনিকে কোলে নিয়ে বৃদ্ধ দিদা। রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় রাস্তার ধারে একটি বাড়ির দেওয়াল ভেঙে চাপা পড়ে তাদের উপর। স্থানীয় গ্রামবাসীদের নজরে এলে তড়িঘড়ি ছুটে যান। এবং মাটি সরিয়ে বের করলে গঙ্গা মণ্ডলের দেহ উদ্ধার করেন গ্রামের বাসিন্দারা।

আরও পড়ুন: উত্তেজনা বাড়াল নন্দীগ্রামের খুন, তমলুকে দেবাংশুর ‘খেলা’ নিয়ে আশায় বুক বাঁধছে তৃণমূল

অন্যদিকে, গুরুতর আহত অবস্থায় প্রিয়াঙ্কাকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকের মৃত বলে ঘোষণা করেন। একই পরিবারের দিদা ও নাতনির মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গ্রামে। দু’জনের দেহ পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে মর্গে পাঠিয়েছেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

আরও পড়ুন: চা বাগানের পরিত্যক্ত কুয়ো পরিষ্কারে এক এক করে নামল ৩ জন, তারপর? হাড়হিম কাণ্ড ফাঁসিদেওয়ায়

মৃতের পরিবারের সদস্য লালু মণ্ডল জানিয়েছেন, শুক্রবার সকালে বেড়াতে গিয়েছিল দিদার সঙ্গে ছোট শিশু। আর রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময়ে আকস্মিক ভাবে মাটির দেওয়াল চাপা পড়ে যায় তাদের উপরেই। ঘটনাস্থলেই মৃত্যু হয় দিদার। পরে মৃত্যু হয় নাতনির। ঘটনার জেরে পরিবার জুড়ে কান্নার রোল উঠেছে।

কৌশিক অধিকারী