বঙ্গোপসাগরই হবে ‘ডানা’র আঁতুড়ঘর! ঘূর্ণিঝড়ের সতর্কতা জারি উপকূলে, চলছে মাইকিং

Cyclone Dana: বঙ্গোপসাগরই হবে ‘ডানা’র আঁতুড়ঘর! ঘূর্ণিঝড়ের সতর্কতা জারি উপকূলে, চলছে মাইকিং

ঘূর্ণিঝড় 'ডানা' নিয়ে উপকূলীয় এলাকায় জারি হল সতর্কতা। ইতিমধ্যে সব মৎস্যজীবীদের আজ, সোমবারের মধ্যে সমুদ্র থেকে উপকূলে ফিরে আসার নির্দেশ দিয়েছে মৎস্য দফতর।
ঘূর্ণিঝড় ‘ডানা’ নিয়ে উপকূলীয় এলাকায় জারি হল সতর্কতা। ইতিমধ্যে সব মৎস্যজীবীদের আজ, সোমবারের মধ্যে সমুদ্র থেকে উপকূলে ফিরে আসার নির্দেশ দিয়েছে মৎস্য দফতর।
২২ তারিখ থেকে ২৪ তারিখ পর্যন্ত সমুদ্রে মাছ ধরতে যাওয়ার উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ইতিমধ্যেই সব মৎস্যজীবী সংগঠনগুলির কাছে সেই বার্তা পৌঁছেছে। মূলত প্রাকৃতিক দুর্যোগের সতর্কতার বার্তা থাকার জন্য এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
২২ তারিখ থেকে ২৪ তারিখ পর্যন্ত সমুদ্রে মাছ ধরতে যাওয়ার উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ইতিমধ্যেই সব মৎস্যজীবী সংগঠনগুলির কাছে সেই বার্তা পৌঁছেছে। মূলত প্রাকৃতিক দুর্যোগের সতর্ক বার্তা হিসেবেই এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
ইতিমধ্যে সুন্দরবনের উপকূলীয় অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের বিষয়ে মাইকিং করার কাজ শুরু হয়েছে। ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পক্ষ থেকে স্থানীয় মৎস্যবন্দরগুলিতে মাইকিং করে মৎস্যজীবীদের সতর্ক করা হয়। স্পিড বোটে করেও মাইকিং করা হয়।
ইতিমধ্যে সুন্দরবনের উপকূলীয় অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের বিষয়ে মাইকিং করার কাজ শুরু হয়েছে। ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পক্ষ থেকে স্থানীয় মৎস্যবন্দরগুলিতে মাইকিং করে মৎস্যজীবীদের সতর্ক করা হয়। স্পিড বোটে করেও মাইকিং করা হয়।
এ নিয়ে মৎস্যজীবী সংগঠনের পক্ষ থেকে বিজন মাইতি জানিয়েছেন, মৎস্য দফতর ও আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে সমুদ্রে ঘূর্ণাবর্তের সৃষ্টি হবে। আর যার জেরে সমুদ্র উত্তাল থাকবে।
এ  প্রসঙ্গে মৎস্যজীবী সংগঠনের পক্ষ থেকে বিজন মাইতি জানিয়েছেন, মৎস্য দফতর ও আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে সমুদ্রে ঘূর্ণাবর্তের সৃষ্টি হবে। যার জেরে সমুদ্র উত্তাল থাকবে।
ফলে সমুদ্র থেকে সকল মৎস্যজীবীদের ফিরে আসার অনুরোধ করা হয়েছে। এই ঘূর্ণিঝড় ডানা নিয়ে সবরকম সতর্কতা মূলক প্রস্তুতি নিচ্ছে প্রশাসন। ইতিমধ্যে মাইকিং করে সতর্ক করা হচ্ছে মৎস্যজীবীদের। পরে পরিস্থিতি বিবেচনা করে আরও পদক্ষেপ নেবে প্রশাসন।
ফলে সমুদ্র থেকে সকল মৎস্যজীবীদের ফিরে আসার অনুরোধ করা হয়েছে। এই ঘূর্ণিঝড় ডানা নিয়ে সবরকম সতর্কতা মূলক প্রস্তুতি নিচ্ছে প্রশাসন। ইতিমধ্যে মাইকিং করে সতর্ক করা হচ্ছে মৎস্যজীবীদের। পরে পরিস্থিতি বিবেচনা করে আরও পদক্ষেপ নেবে প্রশাসন।
আবহাওয়া দফতরের জারি করা সতর্কতা অনুযায়ী, সোমবার নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা বঙ্গোপসাগরে। এই নিম্নচাপ শক্তি বাড়িয়ে ধেয়ে আসবে ওড়িশা-বাংলা উপকূলের দিকে। বুধবারের মধ্যে এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হবে।
আবহাওয়া দফতরের জারি করা সতর্কতা অনুযায়ী, সোমবার নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা বঙ্গোপসাগরে। এই নিম্নচাপ শক্তি বাড়িয়ে ধেয়ে আসবে ওড়িশা-বাংলা উপকূলের দিকে। বুধবারের মধ্যে এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হবে।
এই ঘূর্ণিঝড় ‘ডানা’ শক্তি বাড়িয়ে ওড়িশা থেকে বাংলাদেশের যেকোনও উপকূলেই তা স্থলভাগে প্রবেশ করতে পারে। বিশ্বের বেশিরভাগ মডেল পারাদ্বীপ সংলগ্ন এলাকায় স্থলভাগে ঝড়ের প্রবেশের সম্ভাবনার কথা জানালেও ইউরোপিয়ান মডেলের অনুমান ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সংলগ্ন উপকূলীয় অঞ্চলে প্রবেশ করতে পারে স্থলভাগে।
এই ঘূর্ণিঝড় ‘ডানা’ শক্তি বাড়িয়ে ওড়িশা থেকে বাংলাদেশের যেকোনও উপকূলেই তা স্থলভাগে প্রবেশ করতে পারে। বিশ্বের বেশিরভাগ মডেল পারাদ্বীপ সংলগ্ন এলাকায় স্থলভাগে ঝড়ের প্রবেশের সম্ভাবনার কথা জানালেও ইউরোপিয়ান মডেলের অনুমান ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সংলগ্ন উপকূলীয় অঞ্চলে প্রবেশ করতে পারে স্থলভাগে।