বঙ্গ সফরে আসছেন অমিত শাহ

Amit Shah: বঙ্গ সফরে আসছেন অমিত শাহ, ২৬-এর বিধানসভার প্রস্তুতি শুরু করে দিতে চাইছে রাজ্য বিজেপি

ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: অমিত শাহের বুধবারের বঙ্গ সফরের মাধ্যমেই ২৬-এর বিধানসভার প্রস্তুতি শুরু করে দিতে চাইছে রাজ্য বিজেপি। একুশে বিজেপির ২০০ আসনের টার্গেট নিয়ে স্বপ্নভঙ্গ হয়েছিল।২৬-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এখন থেকেই ঘর গুছাতে চাইছে গেরুয়া শিবির। দলের সদস্যতা অভিযানে গতি আনার মাধ্যমে ২৬-এর ভোটে ফের বঙ্গ জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছে বিজেপি।

একুশের বিধানসভা নির্বাচন হোক বা চব্বিশের লোকসভা। সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষদের পাশাপাশি অমিত শাহ থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ দিল্লির অন্যান্য পদ্ম শিবিরের তাবড় তাবড় নেতারা বাংলার মাটি কামড়ে পড়েছিল। কিন্তু বঙ্গ জয়ের স্বপ্ন অধরাই থেকে গিয়েছিল। এবার তাই ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর চলতি সপ্তাহের বঙ্গ সফরের মধ্য দিয়ে এখন থেকেই ঘুঁটি সাজাতে শুরু করছে রাজ্য বিজেপি বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের।

আরও পড়ুন– আবাস যোজনার সমীক্ষা নিয়ে বিজেপি-তৃণমূল দড়ি টানাটানি, কমিশনকে চিঠি দিল রাজ্য বিজেপি

অমিত শাহর বুধবার কলকাতায় পা রাখার মধ্য দিয়ে একদিকে সংগঠনকে কীভাবে শক্তিশালী করা যায় আর অন্যদিকে জনস্বার্থে সামাজিক প্রকল্পের উদ্বোধনের মাধ্যমে কি বার্তা দেন সেটাই এখন দেখার। প্রসঙ্গত, বুধবার রাতে বঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

চূড়ান্ত হল অমিত শাহের বঙ্গ সফরসূচি। বুধবার রাতে কলকাতায় আসছেন শাহ। বৃহস্পতিবার তাঁর ঠাসা কর্মসূচি। পেট্রাপোল, আরামবাগ এবং কলকাতায় একাধিক কর্মসূচিতে অংশ নেবেন শাহ। বঙ্গ বিজেপি নেতৃত্বের সঙ্গে করতে পারেন বিশেষ বৈঠকও। বৃহস্পতিবার রাতেই ফিরে যাবেন দিল্লি। অমিত শাহর যে সরকারি সফরসূচি চূড়ান্ত হয়েছে তাতে আগামী বুধবার রাত ১০টায় কলকাতা বিমানবন্দরে নামার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। বিমানবন্দর থেকে সোজা তিনি পৌঁছে যাবেন নিউটাউনের একটি পাঁচতারা হোটেলে। সেখানেই রাত্রিবাস করবেন শাহ। এরপর পরের দিন বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এ রাজ্যে ঠাসা কর্মসূচি রয়েছে।

আরও পড়ুন– ইংরেজি তো ‘Thousand’, তাহলে হাজার বোঝাতে T না বলে ‘K’ বলা হয় কেন? উত্তর জেনে নিন, জানিয়ে চমকে দিন অন্যদেরও

বৃহস্পতিবার ২৪ অক্টোবর সকাল সাড়ে দশটা নাগাদ নিউটাউনের হোটেল থেকে বেরিয়ে কলকাতা বিমানবন্দর হয়ে প্রথমে কল্যাণী হেলিপ্যাডে নেমে নতুন প্যাসেঞ্জার টার্মিনাল উদ্বোধনের একটি সরকারি অনুষ্ঠানে অংশ নেওয়ার পর দুপুরে হুগলির আরামবাগের উদ্দেশ্যে রওনা দেবেন অমিত শাহ। সেখানে একটি অনুষ্ঠানে অংশ নিয়ে ফের কলকাতা বিমানবন্দরে ফিরে এসে অমিত শাহ পৌঁছে যাবেন সল্টলেকের পূর্বাঞ্চলীয় সাংস্কৃতিক কেন্দ্রে। সেখানে দলের সাংগঠনিক বৈঠকে অংশ নিয়ে বৃহস্পতিবার রাতেই অমিত শাহ ফিরে যাবেন দিল্লি।

আগামী ১৩ নভেম্বর ৬ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন আবহেই অমিত শাহর বঙ্গ সফর ঘিরে জোর তৎপরতা শুরু হয়েছে রাজ্য বিজেপি শিবিরে। বিজেপি সূত্রের খবর, সল্টলেকের পূর্বাঞ্চলীয় সাংস্কৃতিক কেন্দ্র বা EZCC-তে দলের সদস্যতা অভিযান উপলক্ষে এক বিশেষ সাংগঠনিক বৈঠকে উপস্থিত থাকবেন শাহ। রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, ছয় বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের রণকৌশল ঠিক করার পাশাপাশি বাংলায় অমিত শাহর এই সফরের মধ্যে দিয়েই আগামী বিধানসভা নির্বাচনের প্রস্তুতি এখন থেকেই শুরু করে দিতে চাইছে বঙ্গ পদ্ম শিবির।