COVID 19 কে ছক্কা হাঁকিয়ে উড়িয়ে দাও- সচিনকে দ্রুত আরোগ্যলাভের বার্তা আক্রমের

#মুম্বই : ওয়াসিম আক্রমের কাছ থেকে এল বিশেষ বার্তা৷ সচিন তেন্ডুলকর করোনা ভাইরাস আক্রান্ত হয়ে শুক্রবারই হাসপাতালে ভর্তি হয়েছেন৷  সপ্তাহ খানেক আগে শনিবার  সচিন তেন্ডুলকর নিজে  ট্যুইট করে কনফার্ম করেন তিনি করোনা পজিটিভ হয়েছেন৷ আর শুক্রবার ফের ক্রিকেট ভগবান ট্যুইট করে ভক্তদের দুঃসংবাদ দিলেন হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি৷

 

সচিন জানিয়েছেন চিকিৎসকদের পরামর্শে সাবধানতামূলক ব্যবস্থা হিসেবেই তিনি হাসপাতালে ভর্তি হচ্ছেন৷ তিনি ফ্যানদের শুভকামনার ও প্রার্থনার জন্য খুশি বলে জানিয়েছেন৷ পাশাপাশি এই আশাও ব্যক্ত করেছেন দ্রুত সুস্থ হয়ে বাড়িতে ফিরবেন তিনি৷

এদিকে সচিনের দ্রুত আরোগ্য কামানায় নানা মানুষ শুভেচ্ছাবার্তা পাঠাচ্ছে৷ তারমধ্যে তারকারাও আছেন৷ ওয়াসিম আক্রম বলেছেন, ‘‘১৬ বছর বয়সে পৃথিবীর সেরা বোলারদের বিরুদ্ধে তুমি খেলেছ , তোমার সাহস তুলনাহীণ, আমি নিশ্চিত কোভিড ১৯-কেও ছক্কা হাঁকিয়ে তুমি উড়িয়ে দেবে৷ তাড়াতাড়ি সেরে ওঠ৷ আর ভারতের বিশ্বকাপ জয়ের ১০ বছরের দিন হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে কী করছ তার ছবি পাঠাও৷’’

এদিকে সচিনও জানিয়েছেন ধন্যবাদ ৷ তিনি জানিয়েছেন দ্রুত আরোগ্যলাভ করে বাড়ি ফিরবেন তিনি৷

ওয়াসিম আক্রম সচিনের দ্রুত আরোগ্য কামনা করলেন৷ - Photo Courtesy- Twitter
ওয়াসিম আক্রম সচিনের দ্রুত আরোগ্য কামনা করলেন৷ – Photo Courtesy- Twitter

এই মুহূ্র্তে মহারাষ্ট্র সহ দেশের একাধিক অংশ করোনার সেকেন্ড ওয়েভ প্রবল হয়েছে৷ আর মহারাষ্ট্র তথা মুম্বই খুব খারাপ ভাবে প্রভাবিত হয়েছে৷ দিন কয়েক আগেই আমির খান জানিয়েছেন তিনি করোনা পজিটিভ ৷এবার আরও এক তারকার ঘরে করোনা হানা দিল ৷

সচিন জানিয়েছেন এই মুহূর্তে তাঁর অল্প লক্ষণ (mild symptoms) রয়েছে৷ তিনি আরও জানিয়েছেন চিকিৎসকদের পরামর্শ মতো তিনি কোয়ারেন্টাইন রয়েছেন৷ বাড়িতেই কোয়ারেন্টাইন রয়েছেন তিনি৷

তেন্ডুলকর ট্যুইট করে জানিয়েছেন, “I have been testing myself and taking all the recommended precautions to ensure Covid is kept at bat. However, I’ve tested positive today following mild symptoms. All other at home have tested negative,”- অর্থাৎ – ‘‘কোভিডকে নিয়ন্ত্রণে নিজের ব্যাটে রাখার জন্য চিকিৎসকদের প্রস্তাব মতো নিজের করোনা পরীক্ষা করিয়েছি এবং সব সতর্কতা মেনে চলেছি৷ আজ আমার করোনার মাইল্ড সিম্পট দেখা দিয়েছে৷ আমার বাড়ির বাকিরা সকলেই নেগেটিভ৷ ’’

 

তিনি আরও লিখেছেন -“I’ve quarantined myself at home and am following all necessary protocols as advised by my doctors,” অর্থাৎ ‘‘আমার চিকিৎসক যে পদক্ষেপগুলি ও নির্দেশগুলি মেনে চলতে বলেছেন সেগুলি মেনে নিজের বাড়িতে কোয়ারেন্টাইন রয়েছি৷ ’’