জল অপচয় 

Jalpaiguri News: একদিকে জলের অভাবে হাহাকার মানুষের! অন্যদিকের ছবি দেখলে রাগে গা জ্বলবে!

জলপাইগুড়ি: গরমের তীব্র দাবদাহে জ্বলছে দক্ষিণবঙ্গ। বর্তমানে বহু মানুষের বাড়ির কুয়োর জল শুকিয়ে যাচ্ছে বলেই খবর আসছে অহরহ। ঠিকমত মিলছে না পানীয় জলটুকুও। এদিকে পাল্লা দিয়ে বাড়ছে উত্তরের গরম, আর ঠিক তখনই জলপাইগুড়িতে জল অপচয়ের দৃশ্য উঠে এল ক্যামেরায়। জলপাইগুড়ি থেকে প্রত্যন্ত চা বলয়ে পিএইচই দফতর থেকে পানীয় জল সরবরাহ করা হচ্ছে।

জলপাইগুড়ি পৌরসভার ২২ নম্বর, ২৫ নম্বর ওয়ার্ড অন্তর্গত কিছু এলাকায় জেলা জুড়ে তীব্র জল কষ্টের অভিযোগ উঠে আসছে। কিন্তু অপরদিকে জলপাইগুড়ি সদর ব্লকের অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের অধীন ঝা-বাড়ি সংলগ্ন বানেভাসা পাড়ায় রাস্তার ধারে কলের মুখ খোলা থাকছে ঘন্টার পর ঘন্টা। ঝর ঝর করে অপচয় হয়ে যাচ্ছে জল। হুঁশ নেই কারওর। নজর নেই প্রশাসনেরও। ঠিক এভাবেই জল অপচয় হচ্ছে দিনের পর দিন।

আরও পড়ুন:ভাতের সঙ্গে চিতল মাছের এই পদেই চেটেপুটে থালা সাফ! বানানো খুব সহজ, রইল রেসিপি

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ কলের মুখ বিকল যে কারণে কল বন্ধ করা যায় না দিনের পর দিন অঝোরে বয়ে যায় জল। তাদের কথায়, এই কল থেকে মানুষ জল নিচ্ছে, কিন্তু কলের মুখ না থাকায় জল বন্ধ করার উপায় নেই। এভাবেই জল অপচয় হয়ে যাচ্ছে দেখেও কারও কোনও উপায় নেই। বিষয়টি স্থানীয় পঞ্চায়েত সদস্যের জল অপচয়ের বিষয়টি গুরুত্ব সহকারে দেখা উচিত। কবে এই সমস্যার সমাধান হয় তা এখন সময়ের অপেক্ষা।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

সুরজিৎ দে