Copa America: বাবা খেলছে মাঠে, বাড়ি থেকে মেসির তিন ছেলের সেলিব্রেশন, রইল ভিডিও

#বুয়েনস আয়ার্স:  আনন্দের সংখ্যা গুণে গুণে লিখলে কী বলা যাবে, আজ মেসির ঠিক আনন্দ কতটা হল৷ কোপা আমেরিকার আয়োজকের দায়িত্ব এবার ছিল আর্জেন্টিনার কাঁধে, কিন্তু করোনা অতিমারিতে বাড়াবাড়ি হওয়ার জন্য তা যুদ্ধকালীন তৎপরতায় সরিয়ে নেওয়া হয় ব্রাজিলে৷ মন নিঃসন্দেহে খারাপ হয়েছিল আর্জেন্টিনা ফ্যানদের৷ তার ওপর ফাইনালের আগে পরিসংখ্যানের চাপ৷ লাতিন আমেরিকায় সেরার তকমা যে দুই ফুটবল দলের আছে তারা হল ব্রাজিল ও আর্জেন্টিনা৷ এদিকে কোপা ফাইনালে শেষবারে ১৯৩৭ সালে ব্রাজিলকে হারিয়েছে আর্জেন্টিনা৷ শেষবার কোপা জিতেছে তারা ১৯৯৩ সালে৷ তারওপর জাতীয় দলের জার্সিতে পৃথিবীর অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসির কোনও ট্রফি না থাকা৷ তবে এই সব কেমন যেন বদলে গেল৷

গোটা টুর্নামেন্টেই আঁটোসাঁটো পারফরম্যান্স রেখেছিল অ্যালবিসেলেস্তে৷ রবিবার ব্রাজিলের মাটিতে ব্রাজিলকে হারানো, নিজের ক্যাবিনেটে প্রথম জাতীয় দলের জার্সিতে ট্রফি, টুর্নামেন্ট সেরা আনন্দ করার কারণ তো অনেক৷ তাই চাপা স্বভাবের মেসিও এদিন ভাসলেন আবেগে৷ আবেগে ভাসলেন তাঁর স্ত্রী অ্যান্তোনেলা৷

অ্যান্তোনেলা নিজের সোশ্যাল মিডিয়ায় স্টোরিতেও আর্জেন্টিনার সাফল্যের একাধিক ছবি তুলে ধরেছেন৷

Antonela Roccuzzo shared several photos on Argentina's win over bRazil in Copa America Final - Photo Courtesy- Antonela Roccuzzo/ Instagram
Antonela Roccuzzo shared several photos on Argentina’s win over bRazil in Copa America Final – Photo Courtesy- Antonela Roccuzzo/ Instagram

তবে সব কিছুকে ছাপিয়ে গেছে মেসির তিন ছেলের সেলিব্রেশন৷ ভামোস আর্জেন্টিনা চিৎকারে মাতোয়ারা করে দিয়েছেন থিয়েগো, মাতেও ও সিরো৷ ভারি মিষ্টি সেই ভিডিও ঝড়ের গতিতে হয়েছে ভাইরাল৷

 

View this post on Instagram

 

A post shared by Antonela Roccuzzo (@antonelaroccuzzo)

কয়েক ঘণ্টার মধ্যেই মেসির স্ত্রী অ্যান্তোনেলার সোশ্যাল হ্যান্ডেলে থেকে শেয়ার হওয়া সেই ভিডিও ৩২ লক্ষ ভিউও ছাড়িয়ে গেছে৷