Copa America: মাঠ থেকে স্ত্রী আন্তোনেলাকে ফোন মেসির, পরিবারের সঙ্গে সেলিব্রেশন, Viral Video

#রিও ডি জেনেইরো: আবেগ সকলকেই ছুঁয়ে যায় কারো ক্ষেত্রে সেটার বহিঃপ্রকাশ কিছুটা বেশি, আরও কিছুটা কম৷ মেসির ক্ষেত্রেও অনেকটাই সেরকম৷ দেশের জার্সিতে এত বছরের ট্রফি খরা , অনেক সমালোচনা হজম করতে হয়েছে লিও মেসিকে৷ সব কিছুর জবাব দিলেন আজ৷ কোপা ফাইনাল জিতে নিজের ক্যাবিনেট ট্রফিতে দেশের জার্সিতে প্রথম ট্রফি জিতে নিলেন৷

এদিন ম্যাচ জয়ের পর টুকরো, টুকরো সেলিব্রেশনের মুহূর্ত যোগ হল৷ তা সোশ্যাল মিডিয়ায় আসার সঙ্গে সঙ্গে ভাইরাল হয়েছে৷ তার মধ্যে সবার নজর কাড়ল যেটা সেটা হল ফোনে পরিবারের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়া৷

এর আগেই ফাইনালে আরও একটা গোল হলে নিঃসন্দেহে ছবিটা আরও পারফেক্ট হতে পারত , কিন্তু কোপা আমেরিকা ফাইনালে (Copa America Final) নিজের নামের পাশে গোল না থাকলে কি হবে, টুর্নামেন্টে তাঁর নামের পাশে চার গোল, টুর্নামেন্ট সেরা Lionel Messi৷ তবে সবচেয়ে বড় প্রাপ্তি জাতীয় দলের জার্সিতে তাঁর প্রথম ট্রফি৷ ২০১৬ -তে কোপা ফাইনালে খালি হাতে ফিরতে হয়েছিল এল এম টেনকে (Lionel Messi), কিন্তু এবার ডি মারিয়ার (Di Maria) সৌজন্যে ফাইনালের গোল তাঁর ও দেশের নামে কোপা আমেরিকা তুলে দিল৷

এদিন ফাইনাল বাঁশি বাজার পরেই মাঠে দু হাতে মুখ ঢেকে মাঠে বসে পড়েন৷ ফুটবল রাজপুত্রের বিরুদ্ধে চিরকালীন অভিযোগ যে জাতীয় দলেক জার্সিতে ফ্লপ  মেসি , তাঁর পারফরম্যান্সের সব ঔজ্জ্বল্যই ক্লাব জার্সিতে৷ এর আগে তাঁর সমসাময়িক আরও দুই তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো পর্তুগালের হয়ে ইউরো জিতেছেন অন্যদিকে নেইমার জাতীয় দলের জার্সিতে কোপা জিতেছেন৷

তাই এদিন মেসি কী প্রচণ্ড ভাবে এই জয় চেয়েছিলেন তা ম্যাচ শেষে তাঁর তাৎক্ষণিক ভাবপ্রকাশে প্রমাণিত৷ দেখে নিন মেসির আবেগের সেই ভাইরাল ভিডিও৷

সাধারণত মেসিকে বলা হয় তার আবেগের প্রকাশ কম, আসলে এখানেও তাঁর দেশের আরেক লেজেন্ড মারাদোনার সঙ্গে তাঁর তুলনা হয়৷ তাঁর আবেগের বহিঃপ্রকাশ এতটাই বেশি যে মেসি তাঁর থেকে অনেক সংযত আবেগ সকলের সামনে তুলে ধরেন৷ এদিন ম্যাচের পর কোচ লিওনেল স্যাকালোনিকে কোলে তুলে নেন৷

আসলে শাপমোচনের এ় এক নতুন অধ্যায়৷ কোপা আমেরিকার ফাইনালে চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিরুদ্ধে খেলায় বাজিমাত মেসির আর্জেন্টিনার৷