IPL 2021Final: স্বামীর দল জিততেই দৌড়ে এসে স্বামী Dhoni-র বুকে ঝাঁপিয়ে পড়লেন সাক্ষী, Viral Video

#নয়াদিল্লি : আইপিএল ২০২১(IPL 2021) ফাইনালে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ২৭ রানে ম্যাচ জিতে চতুর্থবার আইপিএল খেতাব নিজেদের পকেটে পুরলেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)৷ কেকেআর বনাম সিএসকে ম্যাচের পর মহেন্দ্র সিং ধোনির স্ত্রী সাক্ষী (Sakshi Dhoni) মাঠের মধ্যেই যা করলেন তা কোনও বলিউড সিনেমার চেয়ে কম নয়৷ স্বাভাবিক ভাবেই আইপিএল ২০২১ ফাইনালের (IPL 2021 Final) পর তা এখন ভাইরাল ভিডিও (Viral Video)৷

আরও পড়ুন – PHOTOS: রেট্রো লুকে ঠিক যেন Sridevi-র ছায়া, স্মৃতি উসকে দিলেন মেয়ে Janhvi, ফটো Viral

আইপিএল ২০২১ ফাইনালে (IPL 2021 Final) কেকেআর বনাম ম্যাচে  প্রথমে ব্যাট করেমহেন্দ্র সিং ধোনির  (MS Dhoni)  চেন্নাই কেকেআরকে ১৯৩ রানের লক্ষ্য দিয়েছিল৷ সেই রান তাড়া করতে নেমে নাইটরা ২০ ওভারে ৯ উইকেটে ১৬৫ রানই করতে পারে৷ ফলে ২৭ রানে আইপিএল ফাইনাল জিতে যায় ধোনির  (MS Dhoni)  দল৷ গত মরশুমে আইপিএল ইতিহাসের সবচেয়ে খারাপ পারফরম্যান্স ছিল সিএসকে-র সেখান থেকে এবার চ্যাম্পিয়ন হওয়ায় সকলেই একেবারে মজেছেন মাহি ম্যাজিকে৷ ব্যতিক্রম নন সাক্ষী ধোনিও (Sakshi Dhoni) ৷ তিনি এদিনের ম্যাচ জয়ের পর মাঠে ঢুকে একেবারে স্বামীর বক্ষলগ্না হন৷ অন্যদিকে খুদে জিভাও মাঠেই বাবাকে জড়িয়ে ধরে আদরে ভরিয়ে দেয়৷ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও  (Viral Video) ৷  দেখে নিন সেই ভাইরাল ভিডিও৷

অনেক বছর বাদে ফের আইপিএল চ্যাম্পিয়ন ফলে প্রত্যেক খেলোয়াড় ও তাঁদের পরিবারও দারুণ খুশির এই মুহূর্তের আনন্দ ভাগ করে নিচ্ছিল৷ প্রথমে ক্রিকেটাররা আইপিএল ২০২১ ফাইনাল জেতার পর আনন্দে মাতেন আবার কিছুক্ষণের মধ্যেই তাঁরা পরিবার নিয়ে মাঠেই আনন্দে মাতেন৷ মা সাক্ষীর মতো জিভাও তাঁর বাবাকে মাঠেই জড়িয়ে ধরেন৷ সবাই মিলেই মাতেন আনন্দে৷

আরও  পড়ুন – Mithun Chakravarty-র ছেলের বউয়ের রূপে বুঁদ বলিউড, Transparent পোশাকে Madalsa-র Bold ছবি সুপার ভাইরাল

এবারের আইপিএলে বেশিরভাগ ম্যাচেই মাঠে হাজির ছিলেন মহেন্দ্র সিং ধোনির স্ত্রী সাক্ষী ও  মেয়ে জিভা৷ এর আগেও জিভার আবেগের ভিডিও ভাইরাল হয়েছে৷ নতুন এই ভিডিও তে একেবারে নিখাদ আবেগ ছড়িয়ে যাচ্ছে৷

দিল্লি ক্যাপিটাল্সের বিরুদ্ধে ম্যাচে গ্যালারিতে জিভা ধোনিকে বাবার দলের সাফল্যের মঙ্গল কামনায় প্রার্থণা করতে দেখা গিয়েছিল৷ এইবার নিয়ে মহেন্দ্র সিং ধোনি চতুর্থ বার আইপিএল খেতাব জিতলেন৷