প্রধান শিক্ষক জলপান করছেন পড়ুয়ারদের সঙ্গে

Nadia News: রাজ্যের স্কুলে চালু নতুন নিয়ম! ঘণ্টা বাজলেই পড়ুয়াদের করতে হবে এই কাজ! জানুন

নদিয়া: গোটা রাজ্য জুড়ে যখন তীব্র দাবদাহ চলছে সেই সময় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্যের কথা ভেবে’ওয়াটার বেল’সিস্টেম চালু করল নবদ্বীপের মায়াপুর পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয়। এই তীব্র গরমে শরীর থেকে অতিরিক্ত জল বেরিয়ে গেলেও শরীরে যাতে জলের ভারসাম্য বজায় থাকে, সেই কথা মাথায় রেখে ছাত্রছাত্রীদের নিয়মিত জল খাওয়ার ব্যবস্থা করছে বিদ্যালয় কর্তৃপক্ষ। যদিও এই নিয়ম চালু হয়েছে বেশ কিছু অন্যান্য জেলার সরকারি স্কুলগুলোতে।

এই পরিকল্পনা রূপায়ণে তাঁরা চিকিৎসকের সহায়তাও নিচ্ছেন। বিদ্যালয় চলাকালীন চারটি সময়ে এই বেল বাজানোর সঙ্গে সঙ্গে সকল ছাত্র-ছাত্রী জল পান করবে। সকাল সাড়ে এগারোটা, বেলা সাড়ে বারোটা, দুপুর আড়াইটা, ও সব শেষে তিনটের সময়। বিদ্যালয়ের শিশু সংসদের মন্ত্রীদের জল পান করানোর মাধ্যমে ‘ওয়াটার বেল’ সিস্টেমের সূচনা হয়। উদ্বোধন করেন নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালের শল্য চিকিৎসক বকুলচাঁদ শেখ।

আরও পড়ুন:৪৫ ডিগ্রি ছা়ড়াবে পারদ!…কোন জেলায় কবে কবে তাপপ্রবাহ? বৃষ্টির আশা আদৌ আছে? সব জানাল আলিপুর

ডাঃ বকুলচাঁদ বলেন, এই ‘ওয়াটার বেল, সিস্টেম একটা নিয়মানুবর্তিতা। জল পানের ক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের নিয়ম মেনে চলাটা জরুরি। এতে তাদের শরীরে জলের ঘাটতি অনেকটাই দূর হবে এবং বিদ্যালয়ে তারা সুস্থ থাকবে। বিদ্যালয় প্রধান শিক্ষক হিরণ শেখ বলেন রাজ্য সরকারের আদেশনামায় মার্চ – এপ্রিল মাস থেকেই দেশের তাপমাত্রা বাড়ছে। ইতিমধ্যেই দেশের আবহাওয়া দফতর থেকে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। তাপপ্রবাহের জেরে ছাত্র-ছাত্রীদের শরীর অসুস্থ হওয়ার আশঙ্কা বাড়ে। এই অবস্থায় ছাত্র-ছাত্রীদের শরীর সুস্থ রাখতে আমাদের বিদ্যালয়ে এই ‘ওয়াটার বেল’ সিস্টেম চালু করছি।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

Mainak Debnath