শরীর শেষ করছে ফ্রিজের জল, কিন্তু ফ্রিজ ছাড়াই কনকনে ঠান্ডা থাকবে জল! একদম সহজ উপায় জানুন

Water Cooling Tips: শরীর শেষ করছে ফ্রিজের জল, কিন্তু ফ্রিজ ছাড়াই কনকনে ঠান্ডা থাকবে জল! একদম সহজ উপায় জানুন

গরমে নাজেহাল অবস্থা বঙ্গবাসীর। একটু ঠান্ডা জলেই স্বস্তি। কিন্তু রাস্তায় বেরোলে বোতলের জল গরম হয়ে উঠছে। আবার ফ্রিজের জল খেলে অনেকেরই ঠান্ডা লাগার সমস‍্যা দেখা দেয়।
গরমে নাজেহাল অবস্থা বঙ্গবাসীর। একটু ঠান্ডা জলেই স্বস্তি। কিন্তু রাস্তায় বেরোলে বোতলের জল গরম হয়ে উঠছে। আবার ফ্রিজের জল খেলে অনেকেরই ঠান্ডা লাগার সমস‍্যা দেখা দেয়।
কিন্তু জানেন কী, কয়েকটি উপায়ে ফ্রিজ ছাড়াই দীর্ঘক্ষণ জলকে ঠান্ডা রাখা যায়। খুব সাধারণ এই হ‍্যাকগুলি মেনে চললে খরচের চিন্তা ছাড়াই ঠান্ডা থাকবে বোতলের জল।
কিন্তু জানেন কী, কয়েকটি উপায়ে ফ্রিজ ছাড়াই দীর্ঘক্ষণ জলকে ঠান্ডা রাখা যায়। খুব সাধারণ এই হ‍্যাকগুলি মেনে চললে খরচের চিন্তা ছাড়াই ঠান্ডা থাকবে বোতলের জল।
ভেজা কাপড়: বোতলের জল ঠান্ডা রাখতে বড় ভরসা হয়ে উঠতে পারে ভেজা কাপড়। লের পাত্র ভেজা কাপড় দিয়ে মুড়ে রাখলে দীর্ঘক্ষণ ঠান্ডা থাকবে জল।
ভেজা কাপড়: বোতলের জল ঠান্ডা রাখতে বড় ভরসা হয়ে উঠতে পারে ভেজা কাপড়। লের পাত্র ভেজা কাপড় দিয়ে মুড়ে রাখলে দীর্ঘক্ষণ ঠান্ডা থাকবে জল।
ঠান্ডা জল: ঠান্ডা জলের বালতিতে ডুবিয়ে রাখতে পারেন জলের বোতল। এই আদি অকৃত্তিম উপায়েও ঠান্ডা রাখা যায় জল।
ঠান্ডা জল: ঠান্ডা জলের বালতিতে ডুবিয়ে রাখতে পারেন জলের বোতল। এই আদি অকৃত্তিম উপায়েও ঠান্ডা রাখা যায় জল।
মাটির কলসি: বাড়িতে মাটির কলসি থাকলে সেই মাটির কলসির জল খান। মাটির বোতলও ব‍্যবহার করতে পারেন।
মাটির কলসি: বাড়িতে মাটির কলসি থাকলে সেই মাটির কলসির জল খান। মাটির বোতলও ব‍্যবহার করতে পারেন।
কুলার বাক্সও কিনতে পারেন। বোতলের জল ঠান্ডা রাখতে কাজে আসতে পারে এই কুলার বক্সও।
কুলার বাক্সও কিনতে পারেন। বোতলের জল ঠান্ডা রাখতে কাজে আসতে পারে এই কুলার বক্সও।
জলের বোতলের মধ‍্যে বরফের কুচি ফেলে দিতে পারেন। জলে বরফকুচি ফেলা থাকলে বোতলের জল দীর্ঘক্ষণ ঠান্ডা থাকবে।
জলের বোতলের মধ‍্যে বরফের কুচি ফেলে দিতে পারেন। জলে বরফকুচি ফেলা থাকলে বোতলের জল দীর্ঘক্ষণ ঠান্ডা থাকবে।