জেলা শাসক রাজশ্রী মিত্রের কাছে মনোনয়ন পত্র তুলে দিচ্ছেন ইউসুফ পাঠান 

Yusuf pathan : বহরমপুরে কি নতুন ইনিংস শুরু করতে পারবেন ইউসুফ পাঠান? মনোনয়ন জমা দিলেন ক্রিকেটার

মুর্শিদাবাদ: আগেই রাজনৈতিক দলে নাম তুলেছেন। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন খেলোয়াড় ইউসুফ পাঠানকে এবার লোকসভা নির্বাচনের জন্য অধীরের বিরুদ্ধে প্রার্থী করে শাসকদল তৃণমূল কংগ্রেস। নির্বাচনী প্রচারে আগেই ঝড় তুলেছিলেন বিভিন্ন জায়গায়। এবার জেলা সভাপতিকে সঙ্গে নিয়ে মনোনয়ন পত্র জমা দিলেন ক্রিকেটার ইউসুফ পাঠান।

সোমবার সপ্তাহের প্রথম দিনে চড়া রোদকে উপেক্ষা করেই বহরমপুর লোকসভা কেন্দ্রের জন্য তৃণমূল কংগ্রেসের দলীয় প্রতীক চিহ্নের জন্য বহরমপুরে জেলা শাসক কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দিলেন ক্রিকেটার ইউসুফ পাঠান। উপস্থিত ছিলেন বহরমপুর সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি অপূর্ব সরকার, জেলার অন্যান্য বিধায়ক ও পৌর চেয়ারম্যানরা।

আরও পড়ুন-    শৈশবে চরম কষ্ট, বাবা দেননি মেয়ের মর্যাদা, পড়াশোনা ছেড়ে চলচ্চিত্রে এসেই বলিউডের এভারগ্রীন তিনি, বলুন তো মায়ের কোলে ‘এই’ শিশুটি কে?

বহরমপুরের দলীয় কার্যালয় থেকে শোভাযাত্রার মধ্যে দিয়েই জেলা শাসক কার্যালয় পর্যন্ত গিয়ে এই মনোনয়ন পত্র জমা দেওয়া হয়। মহিলাদের হাতে যেমন ছিল লক্ষ্মীর ভান্ডারের মাটির ভাঁড় ঠিক তেমনই রাজ্যে সরকারের সামাজিক উন্নয়নতুলে ধরে শোভাযাত্রাতে অংশ নেন মহিলারা।

মুর্শিদাবাদ জেলা শাসক রাজশ্রী মিত্রের হাতে মনোনয়ন পত্র তুলে দেওয়ার পর জয়ের ব্যাপারেও যেমন আত্মবিশ্বাসী ইউসুফ, ঠিক তেমনই বহরমপুরে চার ও ছক্কা হাঁকিয়ে মানুষের মন জয় করবেন বলেও আশাবাদী তিনি।

কৌশিক অধিকারী