ফিরহাদ হাকিম (ফাইল ছবি)

রাস্তায় আর দাঁড়াবে না জল! মেশিনেই সাফ হয়ে যাবে রাস্তার জমা জল! বড় ঘোষণা

ঝড়-বৃষ্টির জেরে হাবরার জমা জলের সমস্যার সমাধানে অবশেষে স্ট্রম ওয়াটার ড্রেনেজ পাম্পিং স্টেশন চালু করল পৌরসভা। হাবরা পৌর এলাকার সাত আট এবং ১৫ নম্বর ওয়ার্ডের বেশ কিছু এলাকায় প্রতিবছরই বৃষ্টির জমা জলে এলাকার মানুষকে চরম সমস্যার সম্মুখীন হতে হত। জমা জলের কারণে মৃত্যুর ঘটনাও ঘটেছে হাবরা পৌর এলাকায়। দীর্ঘদিন ধরেই মানুষের দাবি ছিল জল সমস্যা সমাধানে পদক্ষেপ গ্রহণ করুক পৌরসভা। এর পরই রাজ্যের নগর উন্নয়ন দফতর ও হাবড়া পৌর সভার উদ্যোগে তৈরি হওয়া অত্যাধুনিক পাম্পিং স্টেশনের সূচনা হল। দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী ফিরহাদ হাকিম ও খাদ্য মন্ত্রী রথীন ঘোষের উপস্থিতিতে ১৫ নম্বর ওয়ার্ডের সরদারপাড়া এলাকায় উদ্বোধন করা হয় এই উচ্চ ক্ষমতা সম্পন্ন পাম্পিং স্টেশনের।