জলে তোরে ভেঙ্গে গেল বাঁশের সাঁকো

Nadia News: জলের তোড়ে ভেঙে গেল অস্থায়ী বাঁশের সাঁকো! কৃষ্ণগঞ্জে বন্ধ যাত্রী পারাপার

কৃষ্ণগঞ্জ: জলের তোরে ভেঙে গেল অস্থায়ী বাঁশের সাঁকো।নদিয়ার কৃষ্ণগঞ্জের শিবনিবাস ফেরিঘাটের অস্থায়ী বাঁশের সাঁকো ভেঙে গেল জলের তোরে। বাঁশের সাঁকো ভেঙে যাওয়ায় বন্ধ যাত্রী পারাপার । সমস্যায় পুন্যার্থী ও যাত্রীরা । শিবনিবাসে রয়েছে এশিয়ার মধ্যে দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ । ফলে এই ঘাট দিয়ে পুণ্যার্থীদের যাতায়াত । এছাড়াও শিবনিবাস পাবাখালী, কৃষ্ণপুর, মধুপুর ,খাটুরা বিভিন্ন জায়গা থেকে এই পথ দিয়ে যাতায়াত করে বহু মানুষ । ফলে বাঁশের সাঁকো ভেঙে যাওয়ায় তারা যাতায়াত করতে পারছেন না কেউই । এ ব্যাপারে শিব নিবাস ফেরিঘাটের স্টাফ জয়দেব সিংহ জানিয়েছেন চার দিনের অতি বর্ষণের ফলেই অস্থায়ী ব্রিজের উপর দিয়ে জল বইছিল। চেষ্টা করা হচ্ছে যত দ্রুত সম্ভব খেয়া পারাপার চালু করার ।

আরও পড়ুন:  লাগাতার বৃষ্টিতে বাঁধানো পাড় তলিয়ে গেল গঙ্গায়! ভয়ঙ্কর পরিস্থিতি

এ ব্যাপারে কৃষ্ণগঞ্জ গ্রাম পঞ্চায়েতের সদস্য লিটন বিশ্বাস বলেন তিনি খবর পেয়ে ফেরিঘাট পরিদর্শনে যান। তিনিও বলেন অতিরিক্ত বৃষ্টির ফলেই চূর্ণী নদীতে জল বেড়ে গিয়েছে যার ফলেই জলের তোড়ে ভেঙে গিয়েছে অস্থায়ী বাসের সাঁকো। তিনি ঘাট মালিকদেরকে অনুরোধ করেন যত দ্রুত সম্ভব ফেরিঘাট দিয়ে যাতায়াত স্বাভাবিক করার। এবং খুব দ্রুতই এই সমস্যার সমাধান হবে বলেও আশা দিয়েছিলেন তিনি। উল্লেখ্য গোটা রাজ্য জুড়ে লাগাতার বৃষ্টিপাতের জেরে ক্রমশই বৃদ্ধি পেয়েছে বাংলার উপর দিয়ে বয়ে যাওয়া বিভিন্ন নদীর জলস্তর। একই অবস্থা ভাগীরথী নদীর ক্ষেত্রেও, শুধু গঙ্গা বলে নয়, খাল, বিল, পুকুর, ডোবা ইত্যাদি সমস্ত কিছুই জলে পরিপূর্ণ রয়েছে। আর সেই কারণেই বিভিন্ন জায়গাতেই সমস্যায় পড়ছেন বহু মানুষজন।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

Mainak Debnath