গরমে তরমুজের চাহিদা বৃদ্ধি

Watermelon In Summer: এ জেলায় চাষ না হলেও তীব্র গরমে বাজার মাতাচ্ছে ভিন রাজ্যের এই ফল! দামও কম

মালদহ: প্রচন্ড গরমের দাবদাহ বৃদ্ধি পেয়েছে মালদহ জেলায়। বেড়েছে তরমুজের ব্যাপক চাহিদা। তবে চাহিদা মত মালদহের চাষ হয় না তরমুজের। তাই জেলায় বিক্রি হওয়া ৯০ শতাংশ তরমুজ ভিন রাজ্য বা ভিন জেলা থেকে আমদানি করা হচ্ছে। মরশুমের শুরু থেকেই মহারাষ্ট্র থেকে লরি বোঝায় তরমুজ মালদহের বাজারে আসছে।

আমদানি করার তরমুজের মধ্যে প্রায় ৯০ শতাংশ মহারাষ্ট্র থেকেই মালদহের বাজারে নিয়ে আসা হচ্ছে। প্রচন্ড গরমে মানুষ এই রসাল ফল ব্যাপক হারে কিনে খাচ্ছেন। মরশুমের প্রথম দিকে যা দাম ছিল তার থেকে এখন দাম অনেকটাই কম হয়েছে কারণ এই সময় প্রচুর পরিমাণে তরমুজ চাষ হয়ে থাকে চারিদিকে। মালদহে পাইকারি বাজারে ১৪ টাকা থেকে ১৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে তরমুজ।

আরও পড়ুন:প্রতি শনিবার দিঘা স্পেশাল ট্রেন! হাওড়া নয়, জেনে নিন কোথা থেকে কখন ছাড়বে? খুব কম ভাড়া!

খোলা বাজারে ২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বিক্রেতা হরেন মণ্ডল বলেন, গরম বৃদ্ধি পেয়েছে তাই ব্যাপক বিক্রি হচ্ছে বাজারে তরমুজ। প্রথম দিকের দাম বেশি ছিল। এখন আমদানি বেশি হওয়ায় ২০ টাকা কেজি দরে খোলা বাজারে বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা জানান, অন্যান্য জায়গার তরমুজের থেকে মহারাষ্ট্রের তরমুজ ভাল। এই তরমুজ গুলি ভেতরে লাল বেশি হয় এমন কি মিষ্টি স্বাদের।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

হরষিত সিংহ