বাড়ল পাশের হার, এ বছর পাশ ৮৬.৩১ শতাংশ পড়ুয়া

WBBSE Madhyamik Result 2024: বাড়ল পাশের হার, এ বছর পাশ ৮৬.৩১ শতাংশ পড়ুয়া

কলকাতাঃ ৮০ দিনের মাথায় ঘোষণা হল এ বছরের মাধ‍্যমিকের ফলাফল। চলতি বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২ ফেব্রুয়ারি, শেষ হয় ১২ ফেব্রুয়ারি। চলতি বছরে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে ৯,২৩,০১৩ জন পড়ুয়া। এদের মধ্যে ছাত্র পরীক্ষার্থীর সংখ্যা- ৪,০৫,৯৯৪। ছাত্রী পরীক্ষার্থীদের সংখ্যা- ৫,১৭০,১৯ জন। পরীক্ষা কেন্দ্রের সংখ্যা- ২৬৭৫টি।

আরও পড়ুনঃ ৮০ দিনের মাথায় মাধ্যমিক ২০২৪-এর রেজাল্ট আউট, কেমন হল ফলাফল? দেখুন এখানে

 

চলতি বছর মোট ৭৬৫২৫২ পরীক্ষর্থী পাশ করেছে। এই বছর মাধ‍্যমিকের পাশের হার ৮৬.৩১ শতাংশ।  ২০২৩ পরীক্ষার্থী ছিল ৬,৮২,৩২১ জন। এর মধ্যে পাশ করেছে ৫,৬৫,৪২৮ জন। পাশের হার ৮৬.১৫ শতাংশ। এবছর পাশের হার ৮৬.১৫ শতাংশ।

আরও পড়ুনঃ দেখে নিন শেষ ৬ বছরের মাধ‍্যমিকের পাশের শতাংশ

গত বছর জেলাভিত্তিক পাশের হারের নিরিখে ‘টপার’ হয়েছিল পূর্ব মেদিনীপুর। পাশের হার ছিল ৯৬.৮১ শতাংশ। ৯৪.১৩ শতাংশ পড়ুয়া পাশ করেছিল কালিম্পং। এই জেলা ছিল দ্বিতীয় স্থানে। এবং তিনে ছিল কলকাতা। পাশের হার ছিল ৯৩.৭৫ শতাংশ।