ভারতের জয়ের লক্ষ্যে মহাযজ্ঞ

WC Final 2023 Ind vs Aus: ক্রিকেট বিশ্বকাপে জয়ের আশায় অভিনব কাণ্ড ঝালদায়, শুরু মহাযজ্ঞ

পুরুলিয়া:  বিশ্বকাপ জ্বরে কাবু গোটা দেশ। রীতিমতো রুদ্ধশ্বাস নিয়ে ভারতের জেতার অপেক্ষায় রয়েছে গোটা দেশবাসী। ভারতীয় ক্রিকেট দলের জয় সুনিশ্চিত করতে পুরুলিয়ার ঝালদায় হল মহাযজ্ঞ। বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হচ্ছে আহমেদাবাদ নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।

ভারত বনাম অস্ট্রেলিয়া মুখোমুখি বিশ্বকাপ ফাইনাল খেলা। এই খেলায় জয়ী হতে হবে ভারতকে এই কামনা নিয়ে এইদিন সকাল থেকে ঝালদা আনন্দ বাজার মর্নিং ইলেভেন পাড়ার বজরংবলী মন্দিরে মহাযজ্ঞ শুরু হয়।‌

আরও পড়ুন: খেজুরের নামে চিনা জুজুবি ফল খাচ্ছেন না তো? কীভাবে বুঝবেন? আসল খেজুর চেনার উপায় জানুন

এ বিষয়ে মর্নিং ইলেভেনের কেপ্টেন তথা ঝালদা ১ নং ওয়ার্ড-এর কাউন্সিলার বিজয় কান্দু জানান, ‘দীর্ঘদিন পর বিশ্বকাপ খেলছে ভারত। এই খেলায় জয়ী হতে হবে ভারতকে এই কামনা নিয়ে ভগবানের কাছে পুজা দিলাম। আমরা আসা রাখছি আমাদের আসা পূরণ হবেই। ভারতীয় ক্রিকেটারদের উপর আমাদের দৃঢ় বিশ্বাস ও আস্থা রয়েছে। তাই ভারতের জয় নিশ্চিত।’ ‌

আরও পড়ুন: শামির স্বপ্নপূরণ হল না! বিশ্বকাপ ফাইনালে মা এলেন না, নিয়ে যেতে হল হাসপাতালে

২০২৩-এর বিশ্বকাপে তাক লাগিয়ে দিয়েছে ভারত। ‌নিউ জিল্যান্ডের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করে বিশ্বকাপের ফাইনালে ভারত। পরপর ১০টি ম্যাচের ট্র্যাক রেকর্ড করেছে। রোহিত শর্মার নেতৃত্বে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়তে প্রস্তুত ভারত। বিশ্বকাপের হাই ভোল্টেজ ফাইনাল ম্যাচ নিয়ে ক্রমাগত ভগবানের নাম জব করছে ক্রিকেটপ্রেমীরা।

ভারত লড়াই করে জয়ের ট্রফি ছিনিয়ে আনবে এই আশাতেই বুক বেঁধেছে গোটা ভারতবাসীরা। ২০১১ সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে বিশ্বকাপ জয়ের পর আবারও জয়ের ট্রফি দেশে আনার লক্ষ্যে মাঠে নেমেছে ভারতীয় ক্রিকেট দলের সদস্যরা।

গোটা দেশবাসীর পাশাপাশি জেলা পুরুলিয়া ঝালদাতেও ভারতের জয়ের আশায় মহাযজ্ঞ চলছে। এ বছর বিশ্বকাপে একাধিক স্মরণীয় মুহূর্ত তৈরি হয়েছে। ভগবান শচিন তেন্ডুলকরের রেকর্ড ভেঙেছেন বিরাট কোহলি। মহম্মদ শামি বোলিং। রোহিত শর্মার অধিনায়কত্বে পরপর টানা দশটি ম্যাচে টানা জয়। সব মিলিয়ে দেশবাসী আশা আরও দৃঢ় হচ্ছে। ‌

শর্মিষ্ঠা ব্যানার্জি