দক্ষিণবঙ্গ Weather Update: জোড়া ঘূর্ণাবর্ত রূপ নেবে নিম্নচাপের! কিছুক্ষণেই বৃষ্টি শুরু দক্ষিণের এক জেলায়, কবে থেকে মোড় ঘুরবে আবহাওয়ার? সতর্কবাণী হাওয়া অফিসের Gallery September 23, 2024 Bangla Digital Desk ফের ভ্যাপস গরম দক্ষিণবঙ্গে। তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ তৈরি হতে চলেছে নিম্নচাপ। ঘুরে যাবে আবহাওয়ার মোড়। কিছুক্ষণের মধ্যেই বৃষ্টির আশঙ্কা দক্ষিণবঙ্গের হাওড়া জেলায়। সতর্ক করল আলিপুর আবহাওয়া দফতর। বজ্রবিদ্যুত্-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি আসতে চলেছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, ঘণ্টাখানেকের মধ্যেই আসতে চলেছে বজ্রবিদ্যুত্-সহ বৃষ্টি। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সর্তকতা। হাওড়া জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস। তবে শুধু হাওড়া নয়, দক্ষিণবঙ্গে একাধিক জেলাতেই বজ্রবিদ্যুত্-সহ বৃষ্টির সম্ভাবনা। পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে আজ, সোমবার জোড়া ঘূর্ণাবর্ত এক জায়গায় হয়ে নিম্নচাপের রূপ নেবে। হাওয়া অফিসের রিপোর্টে জানা যায় বঙ্গোপসাগরে জোড়া ঘূর্ণবাত অবস্থান করছে। এই ঘূর্ণবাত দুটি সোমবারের মধ্যেই নিম্নচাপে পরিণত হবে। একটি সাইক্লোনিক সার্কুলেশন উত্তর-পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে তৈরি হয়ে রয়েছে অন্যটি থাইল্যান্ড উপকূলের কাছাকাছি এলাকায় রয়েছে। দুটি সাইক্লোনিক সার্কুলেশনই আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন রূপে অবস্থান করছে৷ মায়নমারের কাছে থাকা ঘূর্ণাবর্তটি মধ্য ট্রপোস্ফিয়ার স্তর পর্যন্ত বিস্তৃত রয়েছে৷ এবং এটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোবে৷ বৃষ্টি বাড়বে বাংলা বিহার, ওড়িশা, ঝাড়খণ্ডে এবং মধ্য ভারত ও উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর।