ভারী বৃষ্টির জেরে জল বেড়েছে ঘাটালের শিলাবতী, কেঠিয়া-সহ একাধিক নদীগুলিতে৷ চন্দ্রঘোনা শিলাবতী নদীর উপর কাঠের সেতুও ডুবে গিয়েছে৷ ডুবে গিয়েছে বিঘার পর বিঘা ধান খেত। বৃষ্টির ফলে রাজ্য সড়কে বন্ধ হয়ে গিয়েছে যান চলাচল৷ অতি ভারী বৃষ্টির জেরে জল বেড়েছে ঘাটালের নদী গুলিতে আবারও বন্যার আশঙ্কা। জানা গিয়েছে ঘাটালে বন্যার আগাম প্রস্তুতি শুরু করেছে প্রশাসন ।

Weather Update: আগামী সপ্তাহে কেমন থাকবে দক্ষিণবঙ্গের আকাশ? বৃষ্টি নিয়ে বড় পূর্বাভাস দিল হাওয়া অফিস

রবিবারও রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী চার-পাঁচ দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের সব জেলাতেই। সঙ্গে ৩০-৫০ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷

কলকাতায় মেঘলা আকাশ। কখনও আংশিক মেঘলা। বজ্রবিদ্যুৎ-সহ দু’এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি। বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকবে।

আগামী দু’থেকে তিন ঘন্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা। দক্ষিণ ২৪ পরগনা জেলায় বৃষ্টির সতর্কতা। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।