গাং দুয়া ড্যাম

Weekend Tour: নদী ভালবাসেন, ভালবাসেন পাহাড়, কলকাতার কাছেই উইকএন্ডে ঘোরার হাতছানি, রইল ফটো

শালি নদীর উপর নির্মিত অসামান্য প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর গাংদুয়া ড্যাম, নির্মিত হয় ১৯৭৮সালে।
শালি নদীর উপর নির্মিত অসামান্য প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর গাংদুয়া ড্যাম, নির্মিত হয় ১৯৭৮সালে।
বাঁকুড়া শহর থেকে রানীগঞ্জ রুটে গাংদুয়া মাত্র ২১কিমি। রানীগঞ্জ শহর হয়ে এলে ২৬ কিমি এবং দুর্গাপুর থেকে ৩৮কিমি।
বাঁকুড়া শহর থেকে রানীগঞ্জ রুটে গাংদুয়া মাত্র ২১কিমি। রানীগঞ্জ শহর হয়ে এলে ২৬ কিমি এবং দুর্গাপুর থেকে ৩৮কিমি।
মাত্র ৩ কিলোমিটার এর দূরত্বে রয়েছে কোরো পাহাড়। দারুন একটি ঘুরে দেখার জায়গা।
মাত্র তিন কিলোমিটারের দূরত্বে রয়েছে কোরো পাহাড়। দারুন একটি ঘুরে দেখার জায়গা।
উপরে রয়েছে পার্বতী দেবীর মন্দির।পাহাড় থেকে অমরকানন ও সংলগ্ন এলাকার ফাটাফাটি ভিউ পাবেন।
উপরে রয়েছে পার্বতী দেবীর মন্দির।পাহাড় থেকে অমরকানন ও সংলগ্ন এলাকার ফাটাফাটি ভিউ পাবেন।
এবার চলে আসুন অমরকানন। পেয়ে যাবেন ইতিহাসের ছোঁয়া। ১৯৪০ সালে এসেছিলেন নেতাজি।
এবার চলে আসুন অমরকানন। পেয়ে যাবেন ইতিহাসের ছোঁয়া। ১৯৪০ সালে এসেছিলেন নেতাজি।
বাঁকুড়ার নরমপন্থী স্বাধীনতা সংগ্রামী গোবিন্দ প্রসাদ সিংহের স্মৃতি রয়েছে অমর কাননে। নেতাজির খুব কাছের ছিলেন তিনি।
বাঁকুড়ার নরমপন্থী স্বাধীনতা সংগ্রামী গোবিন্দ প্রসাদ সিংহের স্মৃতি রয়েছে অমরকাননে। নেতাজির খুব কাছের ছিলেন তিনি।