জারবেরা ফুল চাষ

Double Your Money: এই বিষয়গুলি মাথায় রাখতে পারলে হাতে আসবে দ্বিগুণ টাকা !

ঘর সাজানো হোক কিংবা হোক অনুষ্ঠানের সাজসজ্জা। সবেতেই বিভিন্ন ধরনের রঙ বেরঙের ফুল লেগে থেকে। তবে অনেকেই হয়তো ভাবেন যে এই ফুল আসে কোথা থেকে? অথবা কোথায় ফোটে এই ফুল? তবে জানিয়ে রাখা ভাল। এই ফুল আপনাদেরই এলাকা থেকে আসে।
ঘর সাজানো হোক কিংবা হোক অনুষ্ঠানের সাজসজ্জা। সবেতেই বিভিন্ন ধরনের রঙ বেরঙের ফুল লেগে থেকে। তবে অনেকেই হয়তো ভাবেন যে এই ফুল আসে কোথা থেকে? অথবা কোথায় ফোটে এই ফুল? তবে জানিয়ে রাখা ভাল। এই ফুল আপনাদেরই এলাকা থেকে আসে।
আপনাদের এলাকারই বেশ কিছু চাষিরা চাষ করে থাকেন এই বিভিন্ন ধরনের ফুল। মূলত এই ফুলগুলির মধ্যে অন্যতম হল জারবেরা নামের ফুলটি। এই ফুল খুব সহজেই চাষ করা যায় স্বল্প জায়গায়। এবং খরচ ও হয় খুব সীমিত। তবে সঠিক পদ্ধতি অবলম্বন করে এই ফুল চাষ করা হলে।
আপনাদের এলাকারই বেশ কিছু চাষিরা চাষ করে থাকেন এই বিভিন্ন ধরনের ফুল। মূলত এই ফুলগুলির মধ্যে অন্যতম হল জারবেরা নামের ফুলটি। এই ফুল খুব সহজেই চাষ করা যায় স্বল্প জায়গায়। এবং খরচ ও হয় খুব সীমিত। তবে সঠিক পদ্ধতি অবলম্বন করে এই ফুল চাষ করা হলে।
এই ফুল বিক্রি করেও বেশ ভাল মুনাফার মুখ দেখা সম্ভব। তবে স্বল্প হোক কিংবা হোক বেশি জায়গা তাতে কোন অসুবিধাই নেই। শুধু খেয়াল রাখতে হবে রোগের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার বিষয়টি নিয়ে।
এই ফুল বিক্রি করেও বেশ ভাল মুনাফার মুখ দেখা সম্ভব। তবে স্বল্প হোক কিংবা হোক বেশি জায়গা তাতে কোন অসুবিধাই নেই। শুধু খেয়াল রাখতে হবে রোগের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার বিষয়টি নিয়ে।
কোচবিহারের জারবেরা ফুল চাষি দুলাল সরকার জানান, “রোদ বৃষ্টির এই মরসুমে এই ফুলের বেশি রোগ দেখতে পাওয়া যায। এবং এই ফুলের রোগ ব্যাধি বাড়তে শুরু করে। এই ফুলের মূলত দু’ধরনের রোগ পোকার আক্রমণ দেখতে পাওয়া যায়। একটি হল থ্রিবস্ এবং অন্যটি হল মাইট। থ্রিবস্ রোগের ক্ষেত্রে জারবেরা ফুল গাছের পাতা গুলি ধীরে-ধীরে কালো হয়ে যায় এবং কুঁকড়ে থাকে উপরের দিকে। এবং মাইট রোগের ক্ষেত্রে জারবেরা ফুল গাছের ফুলগুলির পাপড়ি সম্পুর্ণ খুলতে দেখা যায় না।"
কোচবিহারের জারবেরা ফুল চাষি দুলাল সরকার জানান, “রোদ বৃষ্টির এই মরসুমে এই ফুলের বেশি রোগ দেখতে পাওয়া যায। এবং এই ফুলের রোগ ব্যাধি বাড়তে শুরু করে। এই ফুলের মূলত দু’ধরনের রোগ পোকার আক্রমণ দেখতে পাওয়া যায়। একটি হল থ্রিবস্ এবং অন্যটি হল মাইট। থ্রিবস্ রোগের ক্ষেত্রে জারবেরা ফুল গাছের পাতা গুলি ধীরে-ধীরে কালো হয়ে যায় এবং কুঁকড়ে থাকে উপরের দিকে। এবং মাইট রোগের ক্ষেত্রে জারবেরা ফুল গাছের ফুলগুলির পাপড়ি সম্পুর্ণ খুলতে দেখা যায় না।”
তিনি আরও জানান, ‘এই দুই রোগ পোকার আক্রমণ দেখা দিলে গাছের থেকে কমপক্ষে একমাস কোনরকম ফুল তোলা সম্ভব হয় না। সেক্ষেত্রে ক্ষতির সম্মুখীন হতে হয় অনেকটাই। তাই সঠিক সময় সঠিক ওষুধ প্রয়োগ করতে হয় গাছের মধ্যে। এছাড়া গাছের ধ্বসা রোগ দেখতে পাওয়া যায়। এই রোগে গাছের পাতা মরে যায় এবং ধীরে ধীরে তা গাছের গোড়ায় সংক্রমিত হয়। ’
তিনি আরও জানান, ‘এই দুই রোগ পোকার আক্রমণ দেখা দিলে গাছের থেকে কমপক্ষে একমাস কোনরকম ফুল তোলা সম্ভব হয় না। সেক্ষেত্রে ক্ষতির সম্মুখীন হতে হয় অনেকটাই। তাই সঠিক সময় সঠিক ওষুধ প্রয়োগ করতে হয় গাছের মধ্যে। এছাড়া গাছের ধ্বসা রোগ দেখতে পাওয়া যায়। এই রোগে গাছের পাতা মরে যায় এবং ধীরে ধীরে তা গাছের গোড়ায় সংক্রমিত হয়। ’
সম্পূর্ণ গাছটিও মরে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই দ্রুত এই রোগ প্রতিরোধ করা উচিত। এই সমস্ত বিষয়ে মাথায় রাখলেই খুব সহজে এই গাছের চাষাবাদ করে অনেকটাই লাভবান হওয়া সম্ভব। সারা বছর এই ফুলের চাহিদা থাকে বাজারে অনেকটাই বেশি। তাইতো কৃষকেরা এই ফুল চাষ করলে অন্যান্য চাষের থেকে বেশি লাভ পেয়ে থাকেন।
সম্পূর্ণ গাছটিও মরে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই দ্রুত এই রোগ প্রতিরোধ করা উচিত। এই সমস্ত বিষয়ে মাথায় রাখলেই খুব সহজে এই গাছের চাষাবাদ করে অনেকটাই লাভবান হওয়া সম্ভব। সারা বছর এই ফুলের চাহিদা থাকে বাজারে অনেকটাই বেশি। তাইতো কৃষকেরা এই ফুল চাষ করলে অন্যান্য চাষের থেকে বেশি লাভ পেয়ে থাকেন।