Weekend Trip: চারিদিকে সবুজ আর সবুজ, পাশ দিয়ে বয়ে যায় নদী, বর্ষায় বেড়ানোর পারেফেক্ট ডেস্টিনেশন

*মেদিনীপুরের কাছেই রয়েছে এমন সুন্দর একটি জায়গা, যা আপনাকে নিয়ে যাবে অ্যাডভেঞ্চারের পরতে পরতে। তাই ছুটির দিনে কিংবা সপ্তাহের শেষে আপনার গন্তব্য হোক পশ্চিম মেদিনীপুরের গড়বেতার গনগনি। যেমন প্রাকৃতিক নিস্তব্ধতা, তেমনই আপন গতিতে বয়ে চলা শিলাবতীর স্নিগ্ধতা মুগ্ধ করবে আপনাকে। প্রতিবেদনঃ রঞ্জন চন্দ। ফাইল ছবি। 
*মেদিনীপুরের কাছেই রয়েছে এমন সুন্দর একটি জায়গা, যা আপনাকে নিয়ে যাবে অ্যাডভেঞ্চারের পরতে পরতে। তাই ছুটির দিনে কিংবা সপ্তাহের শেষে আপনার গন্তব্য হোক পশ্চিম মেদিনীপুরের গড়বেতার গনগনি। যেমন প্রাকৃতিক নিস্তব্ধতা, তেমনই আপন গতিতে বয়ে চলা শিলাবতীর স্নিগ্ধতা মুগ্ধ করবে আপনাকে। প্রতিবেদনঃ রঞ্জন চন্দ। ফাইল ছবি। 
*একদম সবুজে ঘেরা এলাকায় ছোট্ট কটেজে নিরিবিলিতে রাত্রি যাপন এক আলাদাই আনন্দ দেবে। প্রকৃতির তৈরি শিল্প বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন, গনগনি। শুধু ঘুরে দেখা নয়, কটেজে থেকে রাতের প্রাকৃতিক নির্জনতা উপভোগ করতে পারবেন। শহরের কোলাহল থেকে নিজেকে একটু মুক্তি দিতে ঘুরে আসতেই পারেন গনগনি থেকে। ফাইল ছবি। 
*একদম সবুজে ঘেরা এলাকায় ছোট্ট কটেজে নিরিবিলিতে রাত্রি যাপন এক আলাদাই আনন্দ দেবে। প্রকৃতির তৈরি শিল্প বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন, গনগনি। শুধু ঘুরে দেখা নয়, কটেজে থেকে রাতের প্রাকৃতিক নির্জনতা উপভোগ করতে পারবেন। শহরের কোলাহল থেকে নিজেকে একটু মুক্তি দিতে ঘুরে আসতেই পারেন গনগনি থেকে। ফাইল ছবি। 
*মেদিনীপুর শহর থেকে কিছুটা দূরে সবুজে ঘেরা গড়বেতা। গড়বেতা টাউনের ঠিক কাছেই রয়েছে শিলাবতী নদী। প্রাকৃতিক অপূর্ব সৌন্দর্যে ঘেরা গড়বেতার গনগনি। শিলাবতী নদীর প্রবাহ, স্রোত এবং দিক পরিবর্তনের ফলে ভূমিক্ষয়ের মধ্য দিয়ে তৈরি হয়েছে বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন। ফাইল ছবি। 
*মেদিনীপুর শহর থেকে কিছুটা দূরে সবুজে ঘেরা গড়বেতা। গড়বেতা টাউনের ঠিক কাছেই রয়েছে শিলাবতী নদী। প্রাকৃতিক অপূর্ব সৌন্দর্যে ঘেরা গড়বেতার গনগনি। শিলাবতী নদীর প্রবাহ, স্রোত এবং দিক পরিবর্তনের ফলে ভূমিক্ষয়ের মধ্য দিয়ে তৈরি হয়েছে বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন। ফাইল ছবি। 
*কোথাও উঁচু উঁচু টিলা আবার কোথাও বেশ কিছুটা গর্তর আকারে তৈরি হয়েছে এই ভূমিরূপ। এখানে এলে আলাদা প্রশান্তি মিলবে। আপন ধারায় বয়ে চলেছে শিলাবতী।কোথাও হাঁটু সমান, কোথাও আবার কোমর সমান জল। এমনিতে শান্ত নদী এই শিলাবতী। ফাইল ছবি। 
*কোথাও উঁচু উঁচু টিলা আবার কোথাও বেশ কিছুটা গর্তর আকারে তৈরি হয়েছে এই ভূমিরূপ। এখানে এলে আলাদা প্রশান্তি মিলবে। আপন ধারায় বয়ে চলেছে শিলাবতী।কোথাও হাঁটু সমান, কোথাও আবার কোমর সমান জল। এমনিতে শান্ত নদী এই শিলাবতী। ফাইল ছবি। 
*নদীর গা ঘেঁষে দিনের পর দিন দাঁড়িয়ে থাকা প্রকৃতির শিল্প দেখে মনে হতে পারে, প্রাচীনকালের কোনও হারিয়ে যাওয়া সভ্যতায় এসে পড়েছেন। বাঁধানো সুন্দর সিঁড়ি বেয়ে নেমে যাওয়া যায় একেবারে গর্জের মধ্যে। প্রকৃতির ক্যানভাসে প্রাকৃতিকভাবে সৃষ্ট বহুদিনের ভূমিক্ষয়ের ফসল এই গনগনি। ফাইল ছবি। 
*নদীর গা ঘেঁষে দিনের পর দিন দাঁড়িয়ে থাকা প্রকৃতির শিল্প দেখে মনে হতে পারে, প্রাচীনকালের কোনও হারিয়ে যাওয়া সভ্যতায় এসে পড়েছেন। বাঁধানো সুন্দর সিঁড়ি বেয়ে নেমে যাওয়া যায় একেবারে গর্জের মধ্যে। প্রকৃতির ক্যানভাসে প্রাকৃতিকভাবে সৃষ্ট বহুদিনের ভূমিক্ষয়ের ফসল এই গনগনি। ফাইল ছবি। 

*চারদিকে লাল ধুলো মাটির পাহাড়ে অসাধারণ ভাস্কর্য। অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই খাদ যেন আমেরিকার গ্র্যান্ড ক্যানিয়নের ক্ষুদ্র সংস্করণ।শীতের ছুটিতে পরিবারের সঙ্গে সময় কাটাতে হলে আসতে হবে সবুজে ঘেরা, প্রকৃতির এই শিল্প ভাণ্ডারে। থাকতে পারবেন কটেজে। ফাইল ছবি। 
*চারদিকে লাল ধুলো মাটির পাহাড়ে অসাধারণ ভাস্কর্য। অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই খাদ যেন আমেরিকার গ্র্যান্ড ক্যানিয়নের ক্ষুদ্র সংস্করণ।শীতের ছুটিতে পরিবারের সঙ্গে সময় কাটাতে হলে আসতে হবে সবুজে ঘেরা, প্রকৃতির এই শিল্প ভাণ্ডারে। থাকতে পারবেন কটেজে। ফাইল ছবি। 
*এখানে রয়েছে এসি, নন এসি কটেজ এবং ডরমেটরি। দুটি ডরমেটরিতে রয়েছে দশটি এবং ছটি বেড। প্রতি রাতের জন্য ৫০০ টাকা ভাড়া। অন্যদিকে, এসি রুমের জন্য ৩,৫০০ এবং নন এসি রুমের জন্য ৩০০০ টাকা। তাই ছুটির দিনে একটা দিন কাটাতে পারবেন এখানে। ফাইল ছবি। 
*এখানে রয়েছে এসি, নন এসি কটেজ এবং ডরমেটরি। দুটি ডরমেটরিতে রয়েছে দশটি এবং ছটি বেড। প্রতি রাতের জন্য ৫০০ টাকা ভাড়া। অন্যদিকে, এসি রুমের জন্য ৩,৫০০ এবং নন এসি রুমের জন্য ৩০০০ টাকা। তাই ছুটির দিনে একটা দিন কাটাতে পারবেন এখানে। ফাইল ছবি। 
*দায়িত্বে থাকা শাহরুখ মহাম্মদ জানিয়েছেন, সপ্তাহ শেষে বেশ বুক হচ্ছে এখানে। বুক করা যাবে www.ganganiresort.com এ। গুগল লোকেশন: https://maps.app.goo.gl/9epnyKMFtn5e6mwP7। ফাইল ছবি। 
*দায়িত্বে থাকা শাহরুখ মহাম্মদ জানিয়েছেন, সপ্তাহ শেষে বেশ বুক হচ্ছে এখানে। বুক করা যাবে www.ganganiresort.com এ। গুগল লোকেশন: https://maps.app.goo.gl/9epnyKMFtn5e6mwP7। ফাইল ছবি। 
*এখানে এলে বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন দেখে মনে হতে পারে, কোথাও প্রাসাদ, কোথাও গুহা, কোথাও কোনওপ্রাণীর মুখ, কোথাও পাহাড় আরও কত কী! সড়কপথে পৌঁছতে পারবেন এখানে অন্যদিকে রেলপথে গড়বেতা স্টেশনে নেমে পৌঁছে যেতে পারবেন এমন সুন্দর একটি প্রাকৃতিক জায়গায়। নির্জনতার সঙ্গে একাকীত্বে কর্মব্যস্ততার সপ্তাহে মাত্র একদিন কাটিয়ে আবার ফিরতে পারবেন নিজের কাজে। ফাইল ছবি।
*এখানে এলে বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন দেখে মনে হতে পারে, কোথাও প্রাসাদ, কোথাও গুহা, কোথাও কোনওপ্রাণীর মুখ, কোথাও পাহাড় আরও কত কী! সড়কপথে পৌঁছতে পারবেন এখানে অন্যদিকে রেলপথে গড়বেতা স্টেশনে নেমে পৌঁছে যেতে পারবেন এমন সুন্দর একটি প্রাকৃতিক জায়গায়। নির্জনতার সঙ্গে একাকীত্বে কর্মব্যস্ততার সপ্তাহে মাত্র একদিন কাটিয়ে আবার ফিরতে পারবেন নিজের কাজে। ফাইল ছবি।