ভেঙে পড়েছে জলের ট্যাংক।

West Bardhaman News: চলছিল বিয়েবাড়ি, সবাই আনন্দে মশগুল! হঠাৎ কয়েক মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেল সব

আসানসোল: চলছিল বিয়ে বাড়ি। আনন্দ উৎসবে মশগুল সবাই। অন্যদিকে আকাশে জমতে শুরু করে মেঘ। খানিক স্বস্তির আশা করছিলেন মানুষ। তীব্র গরমে অল্প বৃষ্টিতে স্বস্তি পাওয়া যাবে বলেই অনুমান করেছিলেন অনেকে। কিন্তু না। বৃষ্টির দেখা পাওয়া যায়নি। তবে হঠাৎ করেই এল বিশাল একটা ঝড়। কয়েক মিনিটের ঝড়ে লন্ডভন্ড হয়ে গেল সব। বিয়ে বাড়ির আনন্দ কার্যত অন্ধকার হয়ে গেল। মাত্র কয়েক মিনিটে যে এমন তীব্র ঝড় আসতে পারে, তা কারোর কল্পনার মধ্যেও ছিল না। আর সেই ছোট্ট ঝড় যে এমন ধ্বংসলীলা চালাতে পারে, সেই অনুমানও করতে পারেননি কেউ।

আরও পড়ুনঃ এই কেন্দ্রে মনোনয়ন জমায় জোরদার প্রতিযোগিতা, একই দিনে তিন প্রার্থীর চমক

আসানসোলের ইসমাইল এলাকায় চলছিল বিয়ে বাড়ি। মঙ্গলবার রাতের দিকে এই বিয়ে বাড়ি যখন চলছে, তখনই আকাশে হালকা মেঘের দেখা পাওয়া যায়। এই তীব্র গরমের মধ্যে বৃষ্টিতে খানিকটা স্বস্তির আশা সকলেই করছিলেন। কিন্তু জেলার কোথাও সেই অর্থে দেখা পাওয়া যায়নি বৃষ্টির। কিন্তু ইসমাইল এলাকায় হঠাৎ করে আসে ছোট্ট একটা ঝড়। স্থানীয় বাসিন্দারা বলছেন, হঠাৎ তীব্র আওয়াজ করে জোরে হাওয়া বয়তে শুরু করে। সেই ঝড়ে বিয়ে বাড়ির প্যান্ডেল ভেঙে পড়েছে। বাড়ির ছাদে থাকা জলের ট্যাংক ভেঙে পড়েছে হাওয়ার জোরে। যদিও কপালগুনে এই ঝড়ে কেউ আহত হন নি।

শুধু বিয়ে বাড়ির প্যান্ডেল ভেঙে পড়া নয়, ইসমাইল এলাকায় এই ঝড়ে আরও বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। লেভেল ক্রসিং এর গেট দুমড়ে গিয়েছে কয়েক মিনিটের ঝড়ে। কিন্তু হঠাৎ কেন এমন ঝড় এল, তা বুঝতে পারছেন না কেউই। স্থানীয় বাসিন্দারা বলছেন, মেঘ দেখা যাচ্ছিল আকাশে। ফলে প্রথমে হাওয়া বইতে শুরু করলে তারা মনে করেন ঝড় শুরু হবে। কিন্তু এমন তীব্র ঝড় আসবে কেউ বুঝতে পারেন নি। আর সেই ঝড় মাত্র কয়েক মিনিটের জন্য স্থায়ী হয়েছিল। সেই কয়েক মিনিটের মধ্যেই এমন ধ্বংসলীলা চালিয়েছে প্রকৃতি। অনেকেই আশঙ্কা করছেন, মিনি টর্নেডোর প্রকোপে এমন লণ্ডভণ্ড অবস্থা হয়েছে ইসমাইল এলাকায়।

উল্লেখ্য, কিছুদিন আগে উত্তরবঙ্গে এমনই তান্ডব চালিয়েছিল মিনি টর্নেডো। তার ফলে বহু গাছপালা ভেঙে পড়েছিল। ক্ষয়ক্ষতি হয়েছিল বহু। এমন কি বেশ কয়েকজনের প্রাণও গিয়েছে। আর তার মধ্যে আসানসোলে এই ঘটনা আতঙ্ক বাড়িয়েছে স্থানীয় মানুষের মনে। যেখানে বৈশাখ মাসে কালবৈশাখীর দেখা পাওয়ার অপেক্ষায় রয়েছেন মানুষ, যেখানে এক ফোঁটা বৃষ্টির আশা করছেন সকলে, সেখানে এমন তীব্র ঝড় দেখে সবাই আতঙ্কিত। অন্যদিকে এই কয়েক মিনিটের ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বিয়েবাড়িতে। বাড়ির সদস্যরা বলছেন, এই ঝড়ের ফলে ৪০ থেকে ৫০ হাজার টাকার ক্ষয় ক্ষতি হয়েছে তাদের।

নয়ন ঘোষ