বাংলা ভাগ বিরোধী ইস্যুতে আলোচনা

West Bengal Assembly: স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব বিজেপির, সোমবার বাংলা ভাগ বিরোধী ইস্যুতে আলোচনা বিধানসভায়

কলকাতা: সোমবার নীতি আয়োগের বৈঠকে মমতাকে বলতে বাধা নিয়ে ঝড় ওঠার পর মঙ্গলবার স্পিকারের বিরুদ্ধে আনা হল অনাস্থা প্রস্তাব। অনাস্থা জমা দিলেন শুভেন্দু অধিকারীরা। বিধানসভায় অনাস্থা জমা পড়লে নিয়ম অনুযায়ী টানা ১৪ দিন অধিবেশন চালাতে হয়। এক্ষেত্রে আগামী ৫ তারিখ অধিবেশন শেষ হয়ে যাচ্ছে। অন্যদিকে বাংলা ভাগের বিরুদ্ধে প্রস্তাব আসছে বিধানসভায়। আগামী সোমবার হবে আলোচনা।

বাংলা ভাগের প্রস্তাব বিরোধিতা নিয়ে শোভনদেব চট্টোপাধ্যায় পরিষদীয় মন্ত্রী বলেন, “বিজেপির একাধিক নেতা বলছেন ভাগ। একাধিক নেতা বলছেন ভাগ নয়। যদি সত্যিই ভাগের বিরোধিতা করেন তাহলে বিজেপি বিধায়করা আসুন সদনে। প্রস্তাবের বিরোধিতা করে আলোচনায় আসুন।”

আরও পড়ুন: অনুব্রত মণ্ডলকে জামিন দিল সুপ্রিম কোর্ট, CBI মামলায় বিরাট স্বস্তি? বড় ‘শর্ত’ শীর্ষ আদালতের

অধ্যক্ষের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব প্রসঙ্গে পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, “এক্ষেত্রে একাধিক নিয়ম আছে। আর বিধানসভার অধিবেশন আগামী ৫ আগস্ট পর্যন্ত। তাই বিরোধীরা আদৌ অনাস্থা পেশের সুযোগ পাবেন কিনা তা নিয়ে সন্দেহ আছে।”