মমতা বন্দ্যোপাধ্যায়।

Mamata Banerjee: আবার প্রশাসনিক বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী, পুজোর আগে একাধিক জরুরি বিষয় নিয়ে আলোচনা

কলকাতা: ফের রিভিউ বৈঠক ডাকলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুজোর আগেই সোমবার বিকেল পাঁচটা থেকে জেলাশাসক, পুলিশ সুপারদের নিয়ে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। ভার্চুয়ালি সব জেলার জেলাশাসক, পুলিশ সুপাররাও উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রীর ডাকা এই বৈঠকে।

আরও পড়ুন: মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত দুই ভাই! বাইকে যাওয়ার পথে পিছন থেকে ট্রাক্টরের ধাক্কা, পরিবারে হাহাকার

এর আগে অনুষ্ঠিত হওয়া চারটি প্রশাসনিক বৈঠকে যে যে কাজগুলি দেওয়া হয়েছিল, তার প্রেক্ষিতে কত দূর এগুলো কাজ, সেগুলো নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে সোমবারের এই বৈঠকে। সামনেই পুজো, শেষ পর্যায়ের কেনাকাটা করছেন রাজ্যবাসী। তার আগেই প্রশাসনিক বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

আরও পড়ুন: দিনে দিনে সস্তা হচ্ছে বাংলাদেশের টাকা, জানেন ভারতের ১০০ টাকা মানে বাংলাদেশের কত?

আরজি কর কাণ্ডের পরে রাজ্যের মেডিকেল কলেজ এবং সরকারি হাসপাতালগুলি পরিকাঠামোর উন্নয়নের কথা বলা হয়েছিল, সেই নিয়েৈও সোমবারের বৈঠকে আলোচনা হতে পারে। পাশাপাশি বাজারে একাধিক নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম আগুন ছোঁয়া। তাই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে প্রশাসনিক বৈঠকে। সপ্তাহখানেক বাদেই দুর্গাপুজোয় মাতবে গোটা রাজ্য। পুজোর সময় নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্ত আলোচনাও এদিন  করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।