ফের মোদিকে চিঠি মমতার।

Mamata Banerjee on DVC water release: অনেক সময় রাজ্যের সম্মতি ছাড়াই জল ছাড়া হয়! কেন্দ্রের দাবি নস্যাৎ করে ফের মোদিকে চিঠি মমতার

কলকাতা: বন্যা পরিস্থিতিতে ফের মোদিকে চিঠি লিখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। শুক্রবার মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে কেন্দ্রের সাহায্য চেয়ে চিঠি দিয়েছিলেন মমতা।

সেই চিঠির প্রতিক্রিয়া স্বরূপ কেন্দ্রের জলশক্তি মন্ত্রক মুখ্যমন্ত্রী মমতাকে চিঠি লেখে। যেখানে দাবি করা হয়, ডিভিসির জলাধার থেকে জল ছাড়ার বিষয়টি যে কমিটির উপর নির্ভর করে সেই কমিটিতে রাজ্য সরকারের প্রতিনিধিরাও থাকেন। সকলের সম্মতির ভিত্তিতেই জল ছাড়া হয়। এবার জলশক্তি মন্ত্রকের সেই চিঠি নিয়ে প্রতিক্রিয়ায় রাজ্যের মুখ্যমন্ত্রী ফের দেশের প্রধানমন্ত্রীকে চিঠি লেখেন।

আরও পড়ুন: বকখালির হোটেল যেন ‘নোংরামির’ আস্তানা! ধৃত ৫, লজ্জায় মাথা হেঁট সকলের

সেখানে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, অনেক সময়ই ডিভিসির জলাধার থেকে জল ছাড়ার বিষয়টি রাজ্যের প্রতিনিধি বা রাজ্য সরকারের সম্মতি ছাড়াই ঘটে, সেই সঙ্গে তাঁর অভিযোগ অনেক সময়ই ডিভিসি থেকে জল ছাড়ার বিষয়টি রাজ্য সরকারকে জানানোও হয় না।

আরও পড়ুন: রান্নার তেলেই লুকিয়ে বিপদ! হার্ট ভাল রাখতে খাবারে এই ৫ তেল একদম ব্যবহার করবেন না

সেই সঙ্গে মুখ্যমন্ত্রী চিঠিতে উল্লেখ করেন, রাজ্যে টানা বৃষ্টির পরে ১৬ সেপ্টেম্বর এবং ১৭ সেপ্টেম্বর যখন ডিভিসির জলাধার থেকে জল ছাড়া হয়েছিল তখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধের তোয়াক্কা না করেই জল ছেড়ে দেয় ডিভিসি। সেই সঙ্গে মমতা আরও অভিযোগ করেন, তিন ঘণ্টা আগে নোটিস দিয়ে নয় ঘণ্টা ধরে জল ছাড়া হয়েছিল। সেই সবটাই উল্লেখ করা হয়েছে মুখ্যমন্ত্রীর চিঠিতে। এখন মুখ্যমন্ত্রীর এই ছিঠির প্রতিক্রিয়ায় কেন্দ্র কী বলে সেটাই দেখার।