ফাইল ছবি

West Bengal: কলেজের সামনে ওটা কী পড়ে! সর্বনাশ, এ তো..! কিন্তু এখানে? যা ঘটল, শিউরে উঠল বাটানগর

সমীর মণ্ডল, বাটানগর: মহেশতলায় বিজেপি কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার, খুন নাকি দুর্ঘটনা? তদন্তে পুলিশ। মহেশতলার ৩০ নম্বর ওয়ার্ডে যুবককে পিটিয়ে মারার অভিযোগ। এই অভিযোগ উঠল মৃতের পরিবারের তরফে। মৃত ওই যুবকের নাম তাপস মণ্ডল, বয়স ৩৬ বছর। শনিবার দুপুরে বাটানগরের একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে তাঁর দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা বাড়ির লোককে খবর দেয়।

ওই যুবকের বাড়ি মহেশতলা পুরসভার ৩০ নম্বর ওয়ার্ডের কাছারি বাগান এলাকায়। পরিজনরা বেহালার বিদ্যাসাগর হাসপাতালে ওই যুবককে নিয়ে তাঁকে মৃত বলে ঘোষণা করা। প্রসঙ্গত, ২০২৩ সালের দোল উৎসবের দিনেও ওই যুবককে বেধড়ক মারধর করা হয়েছিল বলে অভিযোগ। তখন ওই যুবকের পরিবার এবং বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছিল, তাপস বিজেপি কর্মী। তাই তাঁকে তৃণমূলের লোকজন মারধর করেছে।

আরও পড়ুন: আপনার ফোনের ক্ষতিকর রেডিয়েশনের পরিমাণ কি এত! কোন নম্বর ডায়াল করে জানবেন? লিমিট পেরলেই কিন্তু সর্বনাশ

তবে এবার ঠিক কী কারণে ওই যুবকের মৃত্যু হল, কেউ তাঁকে মারধর করেছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ। স্থানীয়দের দাবি, ওই যুবক নিয়মিত নেশাভান করত। পাশাপাশি যেখান থেকে ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানকার প্রত্যক্ষদর্শীরাও জানাচ্ছেন ওই যুবক ঘটনার সময় একাই ছিল এবং সে ওই বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের গেট নিজেই পার হতে গিয়ে নীচে পড়ে যায়।

যদিও মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পরেই জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। ইতিমধ্যেই পরিবারের পক্ষ থেকে ওই যুবকের পাঁচ সঙ্গীর নামে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। মহেশতলা থানার তদন্তকারী আধিকারিকরাও মৃত্যুর সঠিক কারণ সন্ধানে তথ্য সংগ্রহ শুরু করেছেন। তবে সমগ্র ঘটনা প্রসঙ্গে বিজেপি বা তৃণমূল কংগ্রেস, কোনও দলের পক্ষ থেকেই কোনও প্রতিক্রিয়া মেলেনি।