পুকুর ভরাট নিয়ে কড়া বার্তা নবান্নে

West Bengal News: সরকারি জমির পুকুর ভরাট নিয়ে কড়া বার্তা নবান্নের! অভিযোগ আসলেই পদক্ষেপের নির্দেশ

কলকাতা: পুকুর ভরাটের অভিযোগ এলেই সঙ্গে সঙ্গে পদক্ষেপ নিতে হবে। মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর এবার সরকারি জমি দখল নিয়ে আসরে নবান্নের শীর্ষ পর্যায়ের আধিকারিকরা। বিভিন্ন জেলার জেলাশাসক, এডিএম ল্যান্ড নিয়ে বিশেষ বৈঠকে রাজ্যের অর্থ সচিব তথা ভূমি ও ভূমি রাজস্ব দফতরের প্রধান সচিব।

“দফতরের সম্মান নষ্ট হচ্ছে। এইগুলো আপনারা খেয়াল রাখুন। ভেস্টেড ল্যান্ডকে সুরক্ষিত রাখতে হবে। ভেস্টেড ল্যান্ডের অধীনে থাকা অনেক সরকারি জমির পুকুর ভরাট করে দেওয়া হচ্ছে। এই অভিযোগগুলো কেন আসবে? অভিযোগ আসার সঙ্গে সঙ্গেই পদক্ষেপ নিতে হবে।” বৈঠকে জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক (ল্যান্ড)দের কড়া বার্তা দফতরের প্রধান সচিব মনোজ পন্থের। সোমবার দুপুর একটা থেকে ভার্চুয়ালি এই বৈঠক করেন নবান্নের শীর্ষ পর্যায়ের আধিকারিকরা। এমনটাই নবান্ন সূত্রে খবর।

একের পর এক পুকুর বোজানোর অভিযোগ উঠেছে বিভিন্ন জায়গায়। এক্ষেত্রে বার বারই প্রশাসনের পক্ষ থেকে কোনও সদর্থক পদক্ষেপ করা হচ্ছে না বলেও অভিযোগ উঠেছে। এবার এই নিয়ে অবস্থান স্পষ্ট করে কঠোর বার্তা দিল নবান্ন। অভিযোগ উঠলে কেউ রেয়াত পাবে না বলেই বার্তা দিল রাজ্য।