কুয়ো থেকে উঠছে মোবিল মেশানো জল।

West Bardhaman News: ভয়ঙ্কর কাণ্ড জামুরিয়ায়, পানীয় জলে এ কী ভাসছে? চোখ ছানাবড়া গ্রামবাসীদের

আসানসোল, পশ্চিম বর্ধমান : হঠাৎ করেই চরম সঙ্কটের মুখোমুখি একটা গোটা গ্রাম। রাত পর্যন্ত সবই ঠিক ছিল। কিন্তু সকালে উঠেই মাথায় যেন বজ্রাঘাত সকলের মাথায়। রাতারাতি ব্যবহারের অযোগ্য হয়ে উঠেছে এলাকার সমস্ত জল। পানীয় জল ব্যবহারের চরম অযোগ্য হয়ে উঠেছে।  ঘটনাকে কেন্দ্র করে তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে জামুড়িয়ার বাহাদুরপুর পঞ্চায়েতের অন্তর্গত জামশোল গ্রামে।

কিন্তু হঠাৎ করেই কেন এমন জল সঙ্কটের মুখে পড়লেন জামশোল গ্রামের মানুষ? স্থানীয় বাসিন্দারা বলছেন, এলাকায় একটি পানীয় জলের কুয়ো রয়েছে। সেই জল গ্রামের সবাই ব্যবহার করেন। তাছাড়া গ্রামে একাধিক জলাশয় রয়েছে, যে জলগুলি বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। যেগুলি তারা গতরাত পর্যন্ত ঠিকঠাক অবস্থায় দেখেছিলেন। কিন্তু সকালে উঠে দেখতে পান, সমস্ত জলে মেশানো হয়েছে পোড়া মোবিল।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তারা যখন সকালে কুয়ো থেকে জল তুলতে যান, তখন দেখেন বালতিতে সেই জলের সঙ্গে উঠে আসছে পোড়া মোবিল। অন্যদিকে গ্রামের যে সমস্ত ছোট, বড় জলাশয়গুলি রয়েছে, সেখানেও জলে পোড়া মোবিল ভাসতে দেখা গিয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দুষ্কৃতীরা এমন কাণ্ড ঘটিয়েছে। কিন্তু হঠাৎ কেন এমন প্রতিহিংসামূলক আচরণ তা কেউই বুঝতে পারছেন না।

ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে আসে পুলিশ, প্রশাসনের কর্তারা । শুধু পানীয় জল নয়, এলাকার বিভিন্ন জায়গাতেই পোড়া মোবিল পড়ে থাকতে দেখা গিয়েছে। যদিও কে বা কারা এই কান্ড ঘটিয়েছে, তা জানা যায়নি। কোন অভিসন্ধিতে এলাকার সমস্ত পানীয় জল এভাবে ব্যবহারের অযোগ্য করে তোলা হয়েছে, তার উত্তর খুঁজছেন গ্রামের মানুষ। এই গভীর সঙ্কট থেকে মুক্তি পেতে প্রশাসনের কাছে গ্রামবাসীদের আবেদন, দ্রুত পানীয় জলের কুয়ো পরিষ্কার করানো হোক।

নয়ন ঘোষ