প্রাক্তন আইপিএস অফিসারের আইনজীবী

Birbhum News: মনোনয়নপত্র বাতিলের পর কী বললেন প্রাক্তন আইপিএস অফিসার!

বীরভূম: সামনেই লোকসভা নির্বাচন। দ্বিতীয় দফায় লোকসভা নির্বাচন শেষ হয়েছে।সামনের মাসের ১৩ তারিখ চতুর্থ দফায় বীরভূমে লোকসভা নির্বাচন।আর তার আগে বড়সড় ধাক্কা বিজেপিতে। বীরভূম লোকসভার বিজেপি প্রার্থী প্রাক্তন আইপিএস অফিসার দেবাশিষ ধরের মনোনয়নপত্র গ্রহণ করল না নির্বাচন কমিশন৷ আয় বহির্ভূত সম্পত্তির একটি মামলায় রাজ্য সরকারের কাছ থেকে ক্লিয়ারেন্স না পাওয়ার কারণে মনোনয়ন পত্র গ্রহণ করল না কমিশন৷যদিও, আগেই এই আশঙ্কা থেকে বৃহস্পতিবার দেবতনু ভট্টাচার্যকে প্রার্থী করেছে বিজেপি।এই মুহূর্তে দেবতনু ভট্টাচার্য এর নামে মনোনয়ন পত্র জমা দেন ভারতীয় জনতা পার্টি।

বীরভূম লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী শতাব্দী রায়ের বিরুদ্ধে বিজেপি প্রাক্তন পুলিশ কর্তা আইপিএস দেবাশিষ ধরকে প্রার্থী করেছিল। ২০২১ সালে বিধানসভা নির্বাচন চলাকালীন দেবাশিষ ধর কোচবিহার জেলার পুলিশ সুপার ছিলেন৷ নির্বাচনের দিন শীতলকুচিতে বুথে ঝামেলার সময় গুলি চালায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় ৪ জনের৷ এই ঘটনায় তৎকালীন পুলিশ সুপার দেবাশিষ ধর নির্বাচন কমিশনকে যে রিপোর্ট দেন, তাতেই অসন্তোষ ছিল রাজ্য সরকার৷ অভিযোগ, এরপরেই দেবাশিষবাবুকে সাসপেণ্ড করা হয়৷

আরও পড়ুন – Shani Vakri 2024: ২৯ জুন থেকে আগামী ৬ মাস চরম দুঃসময়, ৫ রাশিতে ভেঙে পড়বে দুঃখের পাহাড়, কী করবেন

এমনকি, ২০২২ সালে দেবাশিষ ধরের বিরুদ্ধে আয়বহির্ভূত সম্পত্তির অভিযোগ ওঠে৷ যার তদন্ত শুরু করে রাজ্য পুলিশের সিআইডি৷ দেবাশিষ ধরের বাড়ি সহ বিভিন্ন ডেরায় হানা দেয় তদন্তকারী অফিসারেরা। এখনও সেই মর্মে দুটি মামলা চলছে৷সেই মামলায় রাজ্য সরকারের কাছ থেকে ক্লিয়ারেন্স না পাওয়ার দেবাশিষ ধরের মনোনয়ন পত্র গ্রহণ করল না নির্বাচন কমিশন৷ আর এরপরেই প্রাক্তন আইপিএস অফিসার এবং ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী দেবাশীষ ধর সাংবাদিক সম্মেলন করেন।তিনি বলেন সবকিছু মেনে নেওয়ার নাম জীবন। তবে লোকসভা নির্বাচনে দল যে দায়িত্ব দেবে সেই দায়িত্ব পালন করবেন বলে জানান তিনি। যেহেতু তিনি প্রশাসনিক কর্মকর্তা থেকে রাজনীতিতে যোগদান করেছে তাই দল যদি তাকে পলিসি মেকিং এর জন্য রাখেন তাহলে অনেক উপকৃত হবেন। তবে তার পরিবর্তে দল প্রার্থী করেছে দেবতনু ভট্টাচার্যকে তিনি আশাবাদী তিনি প্রার্থী না থাকলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখ চেয়ে দেখতনু ভট্টাচার্যকে বিপুল ভোটে জয়ী করবেন সাধারণ জনগণ।

বিজেপির নতুন প্রার্থী দেবতনু ভট্টাচার্য নাম ঘোষণা হওয়ার পরেই তিনি তার ভোট প্রচারে নেমে পড়েছেন। এখন বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী দেবতনু ভট্টাচার্য এবং তৃণমূলের মনোনীত প্রার্থী তিন বারের সাংসদ অভিনেত্রী শতাব্দী রায়। দুই প্রার্থী একে অপরকে টক্কর দেওয়ার জন্য অভিনব উদ্যোগে ভোট প্রচারে ব্যস্ত বীরভূমের ময়দানে।

সৌভিক রায়